এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে কিছু পদ্ধতি অনুসরণ করে এয়ারটেল ব্যালেন্স চেক করে নিতে পারেন। বর্তমানে বাংলাদেশে অন্যতম সিম অপারেটর হল এয়ারটেল। যারা বিভিন্ন সময়ে আকর্ষণীয় সকল অফার গুলো দিয়ে থাকে। যার কারণে এয়ারটেল সিম ব্যবহারকারী সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে।
যারা নতুন ব্যবহার করেন তাদের অবশ্যই সিমের ব্যালেন্স চেক করতে হয়। আর এর জন্য জানতে হয় এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার কোড। আর্টিকেলে আমরা এয়ারটেল সিমের ব্যালেন্স সহ এয়ারটেল মিনিট চেক কোড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুনঃ স্কিটো সিমের ব্যালেন্স চেক করার কোড
আরো পড়ুনঃ নগদ ক্যাশ আউট চার্জ কত
এয়ারটেল ব্যালেন্স চেক করার কয়েকটি পদ্ধতি রয়েছে যা আমরা আপনাদের মাঝে এখন শেয়ার করব। এবার চলুন কিভাবে সিমের ব্যালেন্স চেক করতে হয়, আর সেই সিমটি যদি এয়ারটেল হয়ে থাকে তাহলে কোন ইউএসডি কোড ডায়াল করে চেক করা যায় তা জেনে আসা যাক।
এয়ারটেল ব্যালেন্স চেক পদ্ধতি
কয়েকটি কার্যকর পদ্ধতিতে এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে পারেন। গুলো হলোঃ
- My Airtel অ্যাপস ব্যবহার করে সিমের ব্যালেন্স চেক
- USSD কোড ডায়াল করে সিমের ব্যালেন্স চেক করা
- এসএমএস পাঠিয়ে ব্যালেন্স চেক
- কাস্টমার কেয়ার নম্বরে কল করে ব্যালেন্স চেক করা
- সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে airtel balance চেক করা
উল্লেখিত উপায় গুলোর মাধ্যমে এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করে নিতে পারেন। এবার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
My Airtel অ্যাপ ব্যবহার করে এয়ারটেল ব্যালেন্স চেক
এয়ারটেল সিম ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন রয়েছে, যেটি আপনি ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে লগইন করে নিজের ব্যালেন্স সহ সকল তথ্যগুলো জেনে নিতে পারেন। অ্যাপস ব্যবহার করে ব্যালেন্স চেক করার পদ্ধতি নিম্নে আলোচনা করা হলোঃ
- মোবাইলে গুগল প্লে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
- এবারে অ্যাপটি ওপেন করে এয়ারটেল সিমের নাম্বার দিয়ে লগইন করুন।
- এখন আপনি এয়ারটেল সিমের ব্যালেন্স সহ সকল সার্ভিস গুলো দেখতে পারবেন।
USSD কোড ডায়াল করে airtel ব্যালেন্স চেক
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার সবচেয়ে দ্রুততম উপায় হলো কোড ডায়াল করে চেক করা। এছাড়াও তাদের মোবাইলে ইন্টারনেট সংযোগ নেই, তারা কিন্তু মাই এয়ারটেল অ্যাপ ছাড়াই ইউএসডি কোড ডায়াল করে সিমের ব্যালেন্স চেক করে নিতে পারেন। এয়ারটেল ব্যালেন্স চেক করার নির্দিষ্ট কোড রয়েছে। কিভাবে কোড ডায়াল করে ব্যালেন্স চেক করবেন তা নিয়ে আলোচনা করা হলোঃ
- সর্বপ্রথম মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান।
- এরপর airtel সিমের USSD কোড *778# ডায়াল করুন।
- অবশ্যই যেই এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করবেন সেটি দিয়ে ডায়াল করতে হবে।
- কিছুক্ষণ পর আপনার বর্তমান ব্যালেন্স স্ক্রিনে প্রদর্শিত হবে।
এসএমএস পাঠানোর মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স চেক
এয়ারটেল সিমে ব্যালেন্স চেক করার জন্য এসএমএস পাঠাতে পারেন, অর্থাৎ এসএমএস পাঠানোর মাধ্যমেও এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। ব্যালেন্স চেক করার জন্য নিম্নের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
- সর্বপ্রথম মোবাইলের মেসেজ অপশনে যান, অর্থাৎ মেসেজ অ্যাপটি ওপেন করুন
- মেসেজ অপশনে গিয়ে “BAL” লিখে 121 নম্বরে পাঠিয়ে দিন।
- কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফোনে মেসেজের মাধ্যমে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।
কাস্টমার কেয়ার নম্বরে কল করে ব্যালেন্স চেক
এয়ারটেল অপারেটর এর কাস্টমার কেয়ারে সরাসরি কল করে এয়ারটেল সিম সম্পর্কিত সকল সার্ভিস ও ব্যালেন্স চেক করে নিতে পারেন। কাস্টমারে কেয়ারে কল করলে সকল সার্ভিস সম্পর্কিত তথ্য গুলো পাবেন। তাই যেকোন সমস্যাই এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারে সরাসরি কল করুন। কাস্টমার কেয়ারে কল করার পদ্ধতিঃ
- মোবাইল ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ১২১ নম্বরে কল করুন।
- এরপর তাদের দেখানোর ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যালেন্স চেক করুন।
এয়ারটেল ব্যালেন্স চেক কোড
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার দুইটি কোড রয়েছে। এই দুইটি ইউএসএসডি কোড ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট ছাড়া দ্রুত সময়ে ব্যালেন্স চেক করে নিতে পারেন। কোড দুটি হলোঃ
- এয়ারটেল ব্যালেন্স চেক কোড হলো *১#
- আরেকটি এয়ারটেল ব্যালেন্স দেখার ইউএসডি কোড হলো *৭৭৮#
উল্লেখিত দুটি ইউএসডি কোডের মধ্যে যেকোন একটি ব্যবহার করেই airtel সিমের ব্যালেন্স দেখতে পারেন।
ওয়েবসাইটে প্রবেশ করে airtel balance চেক
এয়ারটেল সিমের ওয়েবসাইট ব্যবহার করেও সরাসরি ব্যালেন্স চেক করতে পারেন। ওয়েবসাইটে প্রবেশ করে কিভাবে সিমের ব্যালেন্স চেক করবেন তা দেখানো হলোঃ
- ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম এয়ারটেল সিমের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এয়ারটেল সিমের https://www.bd.airtel.com/en এই ওয়েবসাইটের মাধ্যমে সকল সার্ভিস গুলো নিতে পারবেন।
- ওয়েবসাইটে প্রবেশ করা হয়ে গেলে মাই অ্যাকাউন্ট নামক অপশনে ক্লিক করুন।
- এবার লগইন করার জন্য আপনার ফোন নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করুন।
- অনেক সময় ওটিপি আসতে পারে, সেই ওটিপি কোড দিয়ে লগইন করুন।
- এরপর আপনার একাউন্ট ডিটেলসে ক্লিক করুন।
- এখন আপনি একাউন্টে থাকা বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন এবং অন্যান্য সার্ভিস গুলো নিতে পারবেন।
এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড
এয়ারটেল সিমে মিনিট কিনে ব্যবহার করছেন, কত মিনিট আছে তা জানতে পারছেন না। তাহলে এই অংশের মাধ্যমে মিনিট ব্যালেন্স জানার উপায় গুলো জেনে নিন। এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক করার নির্দিষ্ট কোড রয়েছে। সেই ইউএসডি কোড ডায়াল করে সরাসরি দ্রুত সময়ে এয়ারটেল সিমে মিনিট ব্যালেন্স চেক করে নিতে পারেন। নিম্নের পদ্ধতি অনুসরণ করে মিনিট ব্যালেন্স চেক করুন।
- সর্বপ্রথম মোবাইল ফোনের নম্বর ডায়াল করার অ্যাপস এ যাবেন।
- ডায়াল প্যাডে গিয়ে *৭৭৮*০# USSD কোডটি ডায়াল করুন।
- কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে মেসেজের মাধ্যমে এয়ারটেল মিনিট ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও আপনি সরাসরি My Airtel অ্যাপ ব্যবহার করেও এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক করতে পারেন। অ্যাপটি মোবাইলে ডাউনলোড করুন এবং একাউন্টে লগইন করে নিন। আর ড্যাশবোর্ড থেকে আপনি ব্যালেন্স সহ মিনিট ব্যালেন্স দেখতে পারবেন।
শেষ কথা
আজকের আর্টিকেলে এয়ারটেল ব্যালেন্স চেক করার কয়েকটি পদ্ধতি ও airtel মিনিট চেক কোড সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনার পদ্ধতি গুলোর মধ্যে যেটি সহজ মনে হয়েছে, সেটি অনুসরণ করে ব্যালেন্স চেক করুন। আর মিনিট ব্যালেন্স আপনি সরাসরি কোড ডায়াল করে অথবা অ্যাপস ব্যবহার করেই দেখে নিতে পারেন।