ওয়ালটন মিনি ফ্রিজের দাম ও ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা দেখুন

দর্শক বন্ধুরা আপনারা কি ওয়ালটন মিনি ফ্রিজের দাম জানতে চান, তাহলে অবশ্যই আর্টিকেলটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। কারণ আজকের পুরো আর্টিকেলে ওয়ালটন ছোট ফ্রিজের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

ওয়ালটনের ছোট বড় অনেক টাইপের ফ্রিজ রয়েছে, আর সাইজের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। এবার চলুন আমরা ওয়ালটন মিনি ফ্রিজের দাম দেখে আসি। 

ওয়ালটন বাংলাদেশের একটি দেশীয় ব্যান্ড, যারা ইলেকট্রনিক্স আইটেম সহ অন্যান্য প্রোডাক্ট তৈরি করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তারা ইলেকট্রনিক্স আইটেমগুলো তৈরি করে।

মোবাইল থেকে শুরু করে ফ্রিজ পর্যন্ত তৈরি করে থাকে। বাংলাদেশী ইলেকট্রনিক আইটেম হওয়াতে অনেকটা কম দামে ক্রয় করা যায়। এছাড়াও তারা কম দামে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকে।

যার কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ওয়ালটন ব্যান্ডের ইলেকট্রনিক পণ্যগুলো ক্রয় করে থাকে। তারা কিস্তিতে পণ্য কেনার সুযোগ দিয়ে থাকে, যার ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা সহজে কিস্তিতে বেশি দামে ইলেকট্রনিক পণ্য ক্রয় করতে পারে।

আরো পড়ুনঃ ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

আরো পড়ুনঃ রকেট লাইভ চ্যাট করার নিয়ম

আপনারা যারা ওয়ালটন ব্র্যান্ড থেকে ফ্রিজ কিনবেন তাদের অবশ্যই ওয়ালটন মিনি ফ্রিজের দাম কত তা জেনে রাখতে হবে। আমরা দাম গুলো সম্পর্কে এখন জানাবো।

ওয়ালটন মিনি ফ্রিজ কোথায় পাবেন? 

ওয়ালটন মিনি ফ্রিজ আপনি বাংলাদেশের যেকোনো স্থানে ওয়ালটন শোরুমে পেয়ে যেতে পারেন। মূল কথা হলো আপনি ওয়ালটন ফ্রিজ গুলো ওয়ালটন কোম্পানির শোরুমে পাবেন। আর বাংলাদেশের সকল স্থানে ওয়ালটন শোরুম রয়েছে।

আপনি সরাসরি ওয়ালটন শোরুমে গিয়ে ফ্রিজ নির্বাচন করে কিনতে পারবেন। ওয়ালটন শোরুমে মিনি ফ্রিজ সহ মাঝারি ও বড় আকারের ফ্রিজ রয়েছে।

আপনার এলাকায় ওয়ালটন শোরুম কোথায় রয়েছে তা জানার জন্য সরাসরি ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন, অর্থাৎ ওয়ালটনের শোরুমের ঠিকানা জানতে ওয়ালটনের অফিসিয়াল সাইটে ব্রাউজ করে দেখে নিন। তাছাড়াও যাবতীয় তথ্য আপনি ওয়ালটনের ওয়েবসাইট থেকেই জানতে পারেন। তবে আমরা এখন ওয়ালটন ছোট ফ্রিজের দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুনঃ  আমলকি সিরাপ খেলে কি মোটা হওয়া যায়

Walton মিনি ফ্রিজ কেন কিনবেন

বিভিন্ন কারণে ওয়ালটন মিনি ফ্রিজ ক্রয় করতে পারেন, অর্থাৎ ওয়ালটন মিনি ফ্রিজ কেনার একাধিক কারণ রয়েছে। যেমনঃ 

  • ওয়ালটন মিনি ফ্রিজ গুলো অন্যান্য ব্রান্ডের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়, আপনার বাজেটের মধ্যেই আপনি ওয়ালটনের ছোট মিনি ফ্রিজ ক্রয় করতে পারবেন। 
  • ওয়ালটনের মিনি ফ্রিজ গুলো উন্নত মানের হওয়ার কারণে কম বিদ্যুৎ খরচ করে থাকে, যা আপনার কারেন্ট বিল কমাতে অনেকটা সাহায্য করবে।
  • আপনি স্বল্প জায়গায় বাসাতে থাকেন তাহলে ওয়ালটনের মিনি ফ্রিজ ব্যবহার করতে পারেন, ওয়ালটনের মিনি ফ্রিজগুলো আকারে অনেক ছোট হয়ে থাকে যা ঘরের যে কোন স্থানে রাখা যায়।
  • আর ওয়ালটনের মিনি ফ্রিজ গুলো বহুমুখী হয়ে থাকে। যার কারণে এখানে আপনি পানি ঠান্ডা রাখতে পারবেন , ওষুধ সংরক্ষণ করা যাবে , খাবার সংরক্ষণ করা যাবে ইত্যাদি।
  • ওয়ালটন মিনি ফ্রিজ গুলো অনেকটা টেকসই হয়ে থাকে, অর্থাৎ কম দামে আপনি ভালো ফ্রিজ পাচ্ছেন যা দীর্ঘস্থায়ী। এই ফ্রিজগুলো উন্নত মানের ইলেকট্রনিক্স সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। যার ফলে অনেক দিন ফ্রিজ স্থায়ী হয়।

তাহলে বুঝতেই পারতেন আপনার বাজেট যদি কম হয় এবং ভালো ফ্রিজ ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে ওয়ালটনের মিনি ফ্রিজ গুলো ক্রয় করতে পারেন। কম বাজেটের ওয়ালটন ফ্রিজ গুলো অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। যাদের বাজেট কম তারা চাইলে ওয়ালটন ফ্রিজ কিনতে পারেন। আর ওয়ালটন মিনি ফ্রিজ কিনতে চাইলে ওয়ালটন ছোট ফ্রিজের দাম জেনে নিন। 

ওয়ালটন মিনি ফ্রিজের দাম ২০২৫ 

আমার এখানে ২০২৫ সালের ওয়ালটন মিনি ফ্রিজের দাম গুলো তুলে ধরার চেষ্টা করব। মূল কথা হলো ওয়ালটন মিনি ফ্রিজের দাম কত তা এখন জানানো হবে। আপনি ওয়ালটনের ছোট ফ্রিজ গুলোর দাম জেনে শোরুমে গিয়ে কিনতে পারেন। নিম্নে ওয়ালটনের মিনি ফ্রিজের দামের তালিকা তুলে ধরা হলোঃ

আরো পড়ুনঃ  মালটিভিট প্লাস খেলে কি মোটা হয়? উপকারিতা জেনে আসুন
ফ্রিজের মডেল নংভলিউম বা সাইজফ্রিজের দাম
WFO-JET-RXXX-XX50 Ltr১৪,০০০ টাকা 
WFS-TE0-C2SA-RD50 Ltr১৫,০০০ টাকা 
WFS-TG2-RBXX-XX72 Ltr১৬,০০০ টাকা
WFS-TN3-RBXX-XX93 Ltr১৬,৬৪১ টাকা
WFD-1B6-RDXX-XX132 Ltr২৪,০০০ টাকা
WFD-1B6-RXXX-XX129 Ltr২৬৫৯০ টাকা
WFA-1N3-ELEX-XX175 Ltr২৭২৯০ টাকা
WFA-1N3-GDES-XX193 Ltr২৭৭৯০ টাকা
WFD-1D4-GDEL-XX144 Ltr২৯৯৯০ টাকা

ওয়ালটনের আরো মিনি ফ্রিজের দাম জানতে ওয়ালটনের অফিশিয়াল সাইটে দেখুন।

কোন কোম্পানির ফ্রিজ ভালো

আমাদের দেশে দেশি-বিদেশি প্রায় অনেক কোম্পানির ফ্রিজ রয়েছে। প্রায় বিভিন্ন ধরনের কোম্পানির ফ্রিজ পাওয়া যায়। তবে সকল কোম্পানির ফ্রিজ গুলোর মধ্যে কোন কোম্পানির ফ্রিজ ভালো হবে তা অনেকেই জানতে চান।

আপনার বাজেটের উপর নির্ভর করে বলা যাবে আপনার জন্য ফোন ফ্রিজটি ভালো হবে। আর যদি আপনি সরাসরি প্রশ্ন করে থাকেন কোন কোম্পানির ফ্রিজ ভালো, তাহলে বলা যায় samsung কোম্পানির ফ্রিজ ভালো, এরপর ভালোর দিক দিয়ে তালিকায় রয়েছে ওয়ালটন ফ্রিজ , সিঙ্গার ফ্রিজ , বাটারফ্লাই ফ্রিজ , ভিশন ফ্রিজ, হিটাচি ফ্রিজ ইত্যাদি।

আপনার বাজেট কত?, মূলত আপনার বাজেটের উপর নির্ভর করে বলা যাবে কোন ফ্রিজটি বেস্ট হবে। আপনি মার্কেটে রিচার্জ করুন আপনার বাজেটে কোন ফ্রিজটি ভালো, তাহলে বুঝতে পারবেন কোন ফ্রিজ ভালো হবে। 

আর ওয়ালটন ফ্রিজ বাংলাদেশ প্রাইস গুলো জেনে রাখুন তাহলে বুঝতে পারবেন ওয়ালটন কোম্পানির কোন মডেলের ফ্রিজটি আপনার জন্য ভালো হবে। ওয়ালটনের প্রায় অনেক মডেলের মিনি ফ্রিজ রয়েছে। এখান থেকে আপনি ওয়ালটন মিনি ফ্রিজ ক্রয় করতে পারবেন। 

বাংলাদেশের ভালো ওয়ালটন ফ্রিজ কোনটি

বাংলাদেশের ওয়ালটনের ফোন ফ্রিজটি সবচেয়ে ভালো তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ প্রতিনিয়ত ওয়ালটন কোম্পানি নতুন নতুন মডেলের ফ্রিজ লঞ্চ করছে। আর নতুন মডেলের আপডেট ফ্রিজ গুলো বিভিন্ন ধরনের আধুনিক ফিচার নিয়ে আসে।

গুণগত উন্নত মানের বৈশিষ্ট্যের কারণে নতুন ফ্রিজ গুলো ভালো হয়ে থাকে। আপনি আপডেট মডেলের ওয়ালটন ফ্রিজ কেনার চেষ্টা করুন, কারণ নতুন মডেলের উন্নত মানের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করা হয় এবং নতুন ফিচার যোগ করা হয়।

যার কারণে আপডেট ফ্রিজ গুলো বেশি ভালো হয়ে থাকে। ওয়ালটন ফ্রিজ দাম কত তা জানার পরেই আপনি বুঝতে পারবেন কোন ফ্রিজটি ভালো। বাংলাদেশের বাজারে প্রচলিত কমবেশি সকল ফ্রিজগুলোই ভালো হয়ে থাকে।

আরো পড়ুনঃ  কোন ব্র্যান্ডের গুড়া দুধ ভালো ও বাচ্চাদের দুধ কোনটা ভালো দেখে নিন

তবে যদি ওয়ালটন ফ্রিজের কথা বলেন তাহলে বলব 2025 সালের আপডেট মডেলের ফ্রিজ গুলো ক্রয় করুন। অনেক বেশি ফিচার পাবেন। 

Walton ফ্রিজের দাম ২০২৫ 

আমরা এখন অনেকগুলো মডেলের ওয়ালটন ফ্রিজের দাম গুলো তুলে ধরার চেষ্টা করব। যারা ওয়ালটন কোম্পানির ফ্রিজ ক্রয় করতে চান ,বিশেষ করে নতুন মডেল কিনতে চান তারা এখন এই অংশটি ভালো করে পড়বেন। কারণ এখানে ওয়ালটনের আপডেট মডেলের ফ্রিজের দাম গুলো আলোচনা করা হবে। নিম্নে ওয়ালটন কোম্পানির ফ্রিজের দাম তুলে ধরা হলোঃ

  • Walton WFC-3F5-GDEH-XX (Inverter) মডেলের ফ্রিজের দাম ৫৪ হাজার টাকা। 
  • WFE-2H2-GDXX-XX (265 Ltr) ওয়ালটন ফ্রিজের দাম ৪৩২০০ টাকা
  • WFB-2E0-GJXB-SX-P ( 250 Ltr) মডেলের ফ্রিজের দাম ৪৪০০০ টাকা।
  • WFA-1N3-GDXX-XX ( 193 Ltr) ওয়ালটন ফ্রিজের দাম ২৬৫০০ টাকা।
  • WFC-3F5-GDEL-XX ( 380 Ltr) ওয়ালটন ফ্রিজের দাম ৫১৫০০ টাকা।
  • WFC-3F5-GDEH-XX (INVERTER) ওয়ালটন ফ্রিজের দাম ৫৪০০০ টাকা।

ওয়ালটন ফ্রিজের দাম গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য সরাসরি ওয়ালটন অফিসিয়াল সাইটে ভিজিট করুন। ওয়ালটনের ফ্রিজের দাম জানার জন্য তাদের অফিসিয়াল সাইট https://waltonbd.com। 

উপসংহার – walton মিনি ফ্রিজ দাম

পরিশেষে বলা যায় খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংরক্ষণের জন্য ফ্রিজ কেনা অবশ্যক। তবে যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে কম দামে ওয়ালটনের মিনি ফ্রিজ গুলো কিনতে পারেন। আর আমরা আর্টিকেলে ওয়ালটন মিনি ফ্রিজের দাম কত তা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

ওয়ালটনের ছোট ফ্রিজ গুলো কম দামে ভালো সার্ভিস দিয়ে থাকে, এছাড়াও ওয়ালটনের আরো অনেকগুলো আপডেট মডেলের ফ্রিজ গুলোর দাম জানালাম। 

দয়া করে মনে রাখবেন, মূল্য সময়ের সাথে পরিবর্তিত হতে পারে এবং বিভিন্ন বিক্রেতার মধ্যে পার্থক্য থাকতে পারে। ওয়ালটন মিনি ফ্রিজের দাম সর্বশেষ মূল্য সম্পর্কে জানতে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ ওয়ালটন শোরুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

Leave a Comment