কোড বসিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সম্পূর্ণ আর্টিকেলে কোড বসিয়ে টাকা উপার্জন করার অ্যাপ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কোড বসানোর কাজ গুলো করার জন্য তেমন অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র কাজ জানলেই এই কাজগুলো করে ডেইলি ইনকাম করা যায়।
আপনি নিশ্চয়ই ক্যাপচা টাইপিং সম্পর্কে জানেন। অনেক সময় ক্যাপচাতে কোড টাইপিং করতে হয় আর সেগুলোকে ক্যাপচা কোড টাইপিং বলা হয়ে থাকে। ক্যাপচাতে সাধারণত বিভিন্ন কোড ও ইংরেজি অক্ষর টাইপিং করে পূরণ করতে হয়।
যার ফলে নির্দিষ্ট ওয়েবসাইট আমাদেরকে ইনকাম দিয়ে থাকে। এমন অনেক সাইট বা অ্যাপস পাবেন যারা ক্যাপচা কোড টাইপিং জব দিয়ে থাকে। আজ আমরা আর্টিকেলটিতে সেই ক্যাপচা টাইপিং করে ইনকাম করার অ্যাপস ও সাইট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কোড বসিয়ে টাকা ইনকাম করার সেরা ৫টি সাইট
বর্তমানে কিন্তু বিভিন্ন ক্যাপচার কোড সাইটে কোড বসিয়ে ইনকাম করা যায়। কোড বসিয়ে ইনকাম করার একমাত্র উপায় হল ক্যাপচা কোডিং সাইটে কাজ করা। ইন্টারনেটে সার্চ করলেই ক্যাপচা পূরণ করে অনেক সাইট পাবেন যেখানে কোড বসিয়ে আয় করতে পারবেন।
আর সেই সাইটগুলো এখন আপনাদের সাথে শেয়ার করা হবে। আমরা বাছাই করে সেরা ৫টি কোড বসিয়ে টাকা আয় করার সাইট সম্পর্কে এখন তুলে ধরব। নিম্নের লিস্টে কোড বসিয়ে টাকা ইনকাম করার সাইটগুলোর তালিকা দেওয়া হলঃ
- 2Captcha
- CaptchaTypers
- Kolotibablo
- MegaTypers
- ProTypers
2Captcha
2Captcha হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ক্যাপচা কোড টাইপিং করে অর্থ উপার্জন করতে পারেন। এটি বিশেষভাবে নতুনদের জন্য ভালো, কারণ এখানে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই।
শুধুমাত্র তাদের দেখানো ইনস্ট্রাকশন অনুযায়ী ক্যাপচা টাইপিং করলেই ইনকাম করা যায়। আপনি যত বেশি ক্যাপচা কোড পূরণ করবেন তত বেশি আয় করতে পারবেন।
2Captcha থেকে ইনকাম করার উপায়ঃ
- প্রথমেই আপনি 2Captcha এর অফিসের ওয়েবসাইটে যাবেন।
- ইমেইল ও ইউজারনেম দিয়ে সাইটটিতে অ্যাকাউন্ট সাইনআপ করে নিন।
- এবার অ্যাকাউন্ট ভেরিফাই করুন (আপনার ইমেইলে একটি কনফার্মেশন লিংক পাঠানো হবে)।
- অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এবার সাইটটিতে লগইন করুন।
- লগইন করার পর Start Work বাটনে ক্লিক করুন।
- এখন আপনাকে কিছু সহজ ক্যাপচা কোড টাইপিং করতে দেওয়া হবে।
- যেখানে আপনি প্রতিটি সঠিক ক্যাপচা টাইপ করার পর নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন।
এভাবে ক্যাপচা কোড টাইপিং করে 2Captcha সাইট থেকে ইনকাম করা যায়।
2Captcha সাইটে ইনকামের পরিমাণঃ
এখানে সাইটটিতে Normal Captcha ক্যাপচা কোড পূরণে $0.30 – $1.00 ইনকাম দেওয়া হয়। তবে এই ইনকাম সাধারণত প্রতি হাজার ক্যাপচা পূরণে দেয়া হয়। আর প্রতি হাজার reCAPTCHA পূরণ করলে $1.50 – $2.50 ডলার ইনকাম দিয়ে থাকে।
এছাড়াও প্রতি হাজার FunCaptcha কোড পূরণ করলে সবচেয়ে বেশি $1.50 – $2.00 ডলার ইনকাম পাবেন। আরো অন্যান্য ইনকাম সম্পর্কিত বিস্তারিত তথ্য তাদের সাইটে সরাসরি গিয়ে দেখে নিতে পারেন।
- সাধারণ ক্যাপচা (যেমন শব্দ বা ছবি টাইপ করা) থেকে প্রতি ১০০০ ক্যাপচায় $০.৩০ থেকে $১ ইনকাম হয়।
- তবে রিক্যাপচা বা FunCaptcha টাইপের ক্ষেত্রে প্রতি ১০০০টি ক্যাপচায় $১.৫০ থেকে $২.৫০ আয় করা সম্ভব।
নতুনদের জন্য গড় আয়ঃ
- নতুনরা এখানে প্রতি ঘন্টায় $০.৩০ থেকে $১ ডলার উপার্জন করতে পারবেন।
- এক্ষেত্রে অবশ্যই দ্রুত টাইপিং স্পিড বা দক্ষতা থাকতে হবে।
- তবে ডেইলি ৫-৬ ঘণ্টা কাজ করলে $২ থেকে $৫ আয় করা যায়।
- আর নতুনরা প্রতিমাসের ঘরে ৫ থেকে ১৫ হাজার টাকা এই ক্যাপচা কোড টাইপিং করে আয় করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে প্রচুর সময় দিয়ে কাজ করতে হবে।
পেমেন্ট পদ্ধতিঃ
- Perfect Money
- Bitcoin (BTC)
- Payeer
- Litecoin (LTC)
CaptchaTypers
CaptchaTypers হলো একটি অনলাইন ক্যাপচা টাইপিং সাইট, এখানে আপনারা চাইলে ক্যাপচা কোড বসিয়ে টাকা ইনকাম করতে পারেন। এই সাইটটিতে কাজ করতে হলে বেশ কিছু নিয়ম মেনে কাজ করতে হয়। সাইটে কাজ করার জন্য নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো অনুসরণ করে আপনি কাজ করলে অবশ্যই এই সাইট থেকে প্রতিদিন 200 থেকে 300 টাকা আয় করতে পারবেন।
আরো পড়ুনঃ নগদ থেকে টাকা ইনকাম করার উপায়
আরো পড়ুনঃ কোন অ্যাপ রিয়েল ইনকাম দেয় দেখুন
এই সাইট থেকে ইনকাম করার জন্য সাইটটিতে একাউন্ট খুলুন। gmail ও ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করে নিন। এরপর তাদের সাইটে লগইন করে ক্যাপটা কোড টাইপিং কাজ শুরু করুন। এই সাইটে সাধারণত প্রতি হাজার ক্যাপচা পূরণে পেমেন্ট প্রদান করে থাকে।
তাই আপনাকে সর্বনিম্ন ১ হাজার ক্যাপচা কোড টাইপিং করতে হবে। এই সাইট থেকে ক্যাপচা কোড টাইপিং করে বেশি ইনকাম করতে হলে অবশ্যই নির্ভুলভাবে ক্যাপচা পূরণ করতে হবে। তাহলে আপনি একটু বেশি টাকা আয় করতে পারবেন।
এই সাইটের সাধারণত ডলার ইনকাম হয়, অর্থাৎ আপনি ডলারে পেমেন্ট পাবেন। এজন্য অবশ্যই আগে থেকেই ডলার পেমেন্ট পদ্ধতিগুলো সেট করে রাখবেন। এই সাইটটি Perfect Money পেমেন্ট পদ্ধতিতে সকল ইউজারদের পেমেন্ট প্রদান করে থাকে।
পাশাপাশি আপনি অন্যান্য ডিজিটাল কারেন্সির মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাইটটি থেকে বেশি ইনকাম করার জন্য reCAPTCHA কোড টাইপিং করবেন। এই ক্যাপচা কোড টাইপিং করলে তারা বেশি ইনকাম দিয়ে থাকে।
Kolotibablo
বর্তমানে Kolotibablo হলো একটি জনপ্রিয় ক্যাপচা টাইপিং ওয়েবসাইট। যেখানে ক্যাপচা কোড টাইপিং করে বা ক্যাপচা সলভ করে প্রচুর অর্থ আয় করা যায়। যারা ক্যাপচা টাইপিং করে ইনকাম করার জনপ্রিয় সাইটগুলো খুঁজছেন তাদেরকে বলব এই সাইটে কাজ করুন।
কারণ এই সাইটটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, তার কারণ তারা বেশি পরিমাণ ইনকাম দিয়ে থাকে। এছাড়াও এটি দীর্ঘদিন ধরে বিশ্বস্তভাবে পেমেন্ট প্রদান করছে। যার কারণে কম বেশি সকলেই এই ক্যাপচা সাইটে কাজ করতে চাই।
এই সাইটটিতে প্রতি হাজার নরমাল ক্যাপচা পূরণ করলে $0.35 – $1.00 ডলার পাবেন। পাশাপাশি প্রতি হাজার Complex Captcha কোড টাইপিং করলে $2.00 – $3.00 ডলার ইনকাম পাওয়া যায়। এছাড়াও এই সাইটে যারা নিয়মিত কাজ করবেন তারা প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবেন।
তাই সকলকে বলবো সাইটে একাউন্ট খুলে নিয়মিত কাজ করুন আর ঘরে বসে ক্যাপচার টাইপিং করে ইনকাম করুন। বর্তমানে হাজার হাজার স্টুডেন্ট ক্যাপচা চাকরির দৈনিক পেমেন্ট বিকাশ নিচ্ছে।
MegaTypers
বর্তমানে ক্যাপচা টাইপিং করে ইনকাম করার আরেকটি জনপ্রিয় সাইট হল MegaTypers। এখানেও ক্যাপচা কোড টাইপিং করে ইনকাম করা যায়। যারা পার্ট টাইম অনলাইন ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু এই সাইটগুলোতে কাজ করতে পারেন।
তবে এই সাইটগুলো থেকে খুব একটা বেশি আয় করা সম্ভব নয়। কিন্তু আপনি এখানে বেশি সময় নিয়ে কাজ করলে হয়তো প্রতিদিন দুই থেকে তিন ডলার আয় করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 200 থেকে 300 টাকা আয় করা যাবে।
এই সাইটে কাজ করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য সর্বপ্রথম তাদের ওয়েবসাইটে যান। এরপর একাউন্ট খুলে স্টার্ট ওয়ার্ক অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে ক্যাপচা আসতে শুরু করবে, এবার আপনি ইচ্ছা মতো ক্যাপচা টাইপিং করে টাকা উপার্জন করতে পারবেন।
ProTypers
কোড বসিয়ে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট হলো ProTypers। এই সাইটটিতে ব্যবহারকারীরা ক্যাপচা কোড টাইপিং করে প্রতিদিন ইনকাম করতে পারবে। যারা দ্রুত টাইপিং করতে পারেন তারা হয়তো এখান থেকে বেশি আয় করতে পারবেন।
এর জন্য সকলকে বলবো প্রথমে আপনারা কম্পিউটার কিবোর্ডে দ্রুত টাইপিং শিখে নিন অথবা মোবাইলে দ্রুত টাইপিং শিখুন। তাহলে এই সকল সাইটগুলো থেকে ক্যাপচা টাইপিং জব করে ইনকাম করতে পারবেন। এই সকল সাইটে সহজেই ক্যাপচা চাকরির দৈনিক পেমেন্ট বিকাশ পাওয়া যায়।
সাইটি থেকে আয় করার জন্য প্রথমে তাদের অফিসিয়াল সাইটে যান এবং অ্যাকাউন্ট খুলুন। gmail ও ইউজার নেম দিয়ে একাউন্ট খুলতে হবে। সঠিকভাবে একাউন্ট খুলে একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন।
এরপর Start Typing বাটনে ক্লিক করে ক্যাপচা টাইপিং কাজ শুরু করুন। এখানে আপনি ১০০০ চ্যাপচা টাইপিং করলেই সর্বনিম্ন $1.50 ডলার পাচ্ছেন। ইনকাম করা অর্থ আপনার একাউন্টে জমা হবে। আর সেগুলো আপনি ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে উত্তোলন করতে পারবেন।
কোড বসিয়ে টাকা ইনকাম করার উপায়
কোড বসিয়ে অনেকভাবে বিভিন্ন সাইট থেকে আয় করা সম্ভব। কিভাবে কোন উপায়ে আয় করবেন সে সম্পর্কে আপনাদের এখন কিছুটা ধারণা দেওয়া হবে। কোড বসিয়ে ইনকাম করার একাধিক উপায় আছে যা আপনাদের সাথে এখন শেয়ার করব। নিম্নে উপায়গুলো সম্পর্কে কিছুটা আলোচনা করা হলোঃ
রেফারেল কোড ব্যবহার করে ইনকাম
অনেক ওয়েবসাইট ও অ্যাপ তাদের ব্যবহারকারীদের রেফারেল লিংক বা কোড শেয়ার করার মাধ্যমে কমিশন দেয়। আপনি চাইলে সে সকল সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে রেফার করার মাধ্যমে আয় করতে পারেন। আপনি সাইট থেকে রেফার লিংক কপি করে বন্ধুদের সাথে শেয়ার করে কমিশন পেতে পারেন। এই উপায়ে অনেক সাইট থেকে আয় করা যায়।
রেফার কোড ব্যবহার করে কিভাবে আয় করতে হয় তা সম্পর্কে আমরা ইতিমধ্যেই অন্য একটি আর্টিকেলে জানিয়ে দিয়েছি। সেখানে আমরা রেফার করে ইনকাম করার উপায় ভালোভাবে জানিয়েছি। সকলকে অনুরোধ করা হলো সেই আর্টিকেলটি সম্পূর্ণ ভালো করে পড়ুন।
কোডিং বা স্ক্রিপ্ট ব্যবহার করে ইনকাম
Google AdSense Auto Ads Code: আপনার যদি ব্লগিং সাইট থাকে এবং সেখানে যদি গুগল এডসেন্স অ্যাপ্রভাল থাকে। তাহলে আপনি নিজের সাইটে Google AdSense Auto Ads Code বসিয়ে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারেন।
লেখকের মন্তব্য
পরিশেষে বলা যায় ক্যাপচা কোড টাইপিং করে অনলাইন থেকে সহজে ইনকাম করা যায়। যদি আপনার দক্ষতা নাও থাকে তাহলে আপনি ক্যাপচা কোড বসিয়ে আয় করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে।
আমরা বাছাই করে অনেকগুলো সেরা ক্যাপচা কোড টাইপিং সাইডগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেখানে ইনকাম করার উপায় গুলো সঠিকভাবে উপস্থাপন করেছি। যদি আপনি দীর্ঘ সময় ধরে সে সকল সাইটে কাজ করেন তাহলে হয়তো বেশি টাকা আয় করতে পারবেন। কোড বসিয়ে টাকা ইনকাম করার সাইট ও উপায় সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করুন।