বন্ধুরা গল্প লিখতে ভালো লাগে তাহলে গল্প লিখেই ইনকাম করার কথা চিন্তা করতে পারেন। বর্তমানে এমন সব সাইট আছে যেখানে গল্প লেখার মাধ্যমেও ইনকাম করার সুযোগ রয়েছে। আপনি গল্প লেখার মাধ্যমেই সেখান থেকে উপার্জন করতে পারবেন।
গল্প ও কনটেন্ট লিখে বিভিন্ন ভাবে আয় করা যাবে। গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট এর সহজ উপায় গুলো আজকের নিবন্ধনে আলোচনা করব। আপনাদের অনেক কিছু জানার আছে তাই নিবন্ধনটি মনোযোগ দিয়ে পড়ুন। তাহলেই গল্প লিখে আয় করার উপায় গুলো জানতে পারবেন।
ওয়েবসাইটে যেমন বাংলা কনটেন্ট লিখে ,টেক রিভিউ করে ,বাংলা স্ক্রিপ্ট লিখে আয় করা যায় ঠিক একই ভাবে গল্প লেখেও ইনকাম করা যায়। আপনি গল্প লিখতে ভালোবাসেন সেক্ষেত্রে গল্প লিখেই আয় করার চেষ্টা করতে পারেন।
বাংলা অথবা ইংরেজি যে কোন ভাষাতেই গল্প লেখা যাবে। নিজের ওয়েবসাইটে গল্প লিখে অথবা অন্যান্য ওয়েবসাইটে গল্প লেখার মাধ্যমে প্রতি মাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। গল্প লিখে কিভাবে ইনকাম করতে পারেন বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই সকলেই বিস্তারিত জানার জন্য তৈরি হয়ে নিন। এবার মূল বিষয়ে ফিরে আসা যাক।
গল্প লিখে ইনকাম করার উপায়
আপনাদের মধ্যে অনেকেই আছে যারা গল্প লিখতে পছন্দ করে থাকেন। যার কারণে তারা প্রায়ই ফেসবুকে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গল্প প্রকাশ করে থাকেন। সময় নষ্ট করে এই গল্প লিখে ফেসবুক ও সোশ্যাল মিডিয়া থেকে লাইক ছাড়া আর কিছুই পাওয়া যায় না।
মূল কথা হলো সোশ্যাল মিডিয়া ও ফেসবুক থেকে কোন ইনকাম পাওয়া যায় না। তবে আপনি কি জানেন গল্প লিখে ইনকাম করা যায়। যদি না জেনে থাকেন তাহলে জানিয়ে রাখি যে গল্প লিখেও সেগুলো বিক্রি করে ইনকাম করার উপায় রয়েছে।
আপনার নিজের লেখা গল্প গুলো আপনি বিভিন্ন সাইটে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। গল্প লিখে টাকা ইনকাম করার বেশ অনেকগুলো পদ্ধতি আছে যা আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনি পদ্ধতিগুলো জেনে সহজে ঘরে বসে অনলাইনে গল্প লেখালেখি করে অর্থ উপার্জন করতে পারবেন। চলুন পদ্ধতি গুলো বিস্তারিত জেনে আসা যাক।
গল্প লিখে অর্থ উপার্জন করার উপায়
গল্প লিখে টাকা উপার্জনের জনপ্রিয় কয়েকটি উপায় রয়েছে, আপনি যদি গল্প লিখতে পারেন অথবা গল্প লেখার দক্ষতা থাকে তাহলে নিচের উল্লেখিত উপায় গুলো অনুসরণ করে গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট নিতে পারেন। নিম্নে গল্প লিখে টাকা ইনকাম করার কয়েকটি উপায় দেওয়া হলোঃ
- ফ্রিল্যান্সিং প্লাটফর্মে গল্প লিখে আয়
- ই-বুক প্রকাশ ও বিক্রি করে আয়
- ব্লগ বা ওয়েবসাইট খুলে গল্প প্রকাশ
- পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা ও গল্প পাঠানো
- ফেসবুক, ইউটিউব ও টিকটক থেকে আয়
- অনলাইন সাবস্ক্রিপশন ও পেইড গ্রুপ
- স্ক্রিপ্ট রাইটিং ও ওয়েব সিরিজের গল্প লেখা
- স্টেজ পারফরম্যান্স ও স্পোকেন ওয়ার্ড পোয়েট্রি
- মগ, টি-শার্ট, পোস্টার প্রিন্টে কবিতা বিক্রি
উপরে উল্লেখিত পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি গল্প কবিতা লিখে টাকা উপার্জন করতে পারেন। আপনি যে কোন ভাষাতে গল্প লিখে উল্লেখিত উপায়ে আয় করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় বাংলা ভাষায় গল্প ও কবিতা লেখা,
কারণ বাংলাদেশে আপনি বিভিন্ন সেক্টরে বাংলাতে গল্প কবিতা লিখে টাকা ইনকাম করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ইংরেজিতে গল্প কবিতা লিখে অনেক টাকা উপার্জন করা যাবে। গল্প কবিতা লিখে উল্লেখিত উপায়ে কিভাবে ইনকাম করা যায় তা এখন আমরা বিস্তারিত আলোচনা করব।
ফ্রিল্যান্সিং প্লাটফর্মে গল্প লিখে আয়
বন্ধুরা আপনারা হয়তো ভেবে থাকেন ফ্রিল্যান্সিং প্লাটফর্মে শুধুমাত্র ফ্রিল্যান্সিং কাজগুলো করে ইনকাম করা যায়, বিষয়টি তেমন নয়। আপনারা জানেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কনটেন্ট রাইটিং জব করে আয় করা যায়। আর কনটেন্ট রাইটিং সেক্টরে গল্প ও কবিতা বিষয়গুলো আছে।
আরো পড়ুনঃ ফেসবুক থেকে প্রতিদিন ৫শ টাকা আয় করার উপায়
আরো পড়ুনঃ গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় জানুন
যার ফলে আপনি গল্প কবিতা লিখেও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং সাইটে গল্প লেখার কাজ নিতে পারেন। এখানে ছোট গল্প, স্ক্রিপ্ট বা কনটেন্ট রাইটিংয়ের কাজ পাওয়া যায়, যেখান থেকে প্রচুর অর্থ ইনকাম করা সম্ভব। বর্তমানে জনপ্রিয় কয়েকটি freelancing platform গুলো হলঃ
- Upwork
- Fiverr
- Freelancer
ই-বুক প্রকাশ ও বিক্রি করে আয়
গল্প ও কবিতা লেখার ইচ্ছা আছে, তাহলে ই-বুক প্রকাশ করতে পারেন। আর ই বুক বিক্রি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে কিন্তু গল্প ও লেখাগুলো অনলাইনে ই-বুক আকারে প্রকাশ করে বিক্রি করতে পারেন। আপনি যদি ভালো গল্প ও কবিতা লিখতে পারেন, তাহলে এই মাধ্যমে প্রচুর ইনকাম করা সম্ভব। ই-বুক প্রকাশ করার কয়েকটি সাইট নিম্নে দেওয়া হলঃ
- Amazon Kindle Direct Publishing (KDP)
- Rokomari.com (বাংলাদেশে)
- Google Play Books
এই মাধ্যমে আপনি অনলাইনে ই-বুক প্রকাশ করে সহজেই গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। বিশেষ করে যদি আপনি বাংলাদেশী বই প্রকাশ করার সাইটে বুক পাবলিশ করেন তাহলেই বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
ব্লগ বা ওয়েবসাইট খুলে গল্প প্রকাশ
গল্প ও কবিতা লিখতে ভালোবাসেন, তাহলে ব্লগিং ওয়েবসাইট খুলে সেখানে গল্প কবিতা লিখে পাবলিশ করে টাকা ইনকাম করতে পারেন। ব্লগিং ওয়েবসাইটে অন্যান্য বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখা ছাড়াও গল্প লিখে ইনকাম করা যায়।
এখানে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে সেখানে গল্প প্রকাশ করতে পারেন এবং Google AdSense বা স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন। একটি ওয়েবসাইট বানাতে ডোমেইন ও হোস্টিং লাগে। তবে আপনি ব্লগারে শুধুমাত্র ডোমেইন ক্রয় করে ওয়েবসাইট বানিয়ে সেখানে গল্প লেখা শুরু করতে পারেন।
আর গল্প লিখে পাবলিশ করে বিভিন্ন এড নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে টাকা উপার্জন করতে পারেন। বিজ্ঞাপন দেখানো ছাড়াও এফিলিয়েট মার্কেটিং করে ও স্পন্সর শীপ করে আয় করার সুযোগ আছে। আপনার গল্পের লেখা ওয়েবসাইটে গুগল থেকে প্রচুর ভিজিটর আনতে পারেন এবং বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে গুগল এডসেন্স থেকে আয় করতে পারেন।
পাশাপাশি অন্যান্য অ্যাড নেটওয়ার্ক আছে যারা এড দেখানোর সুযোগ দেয় এবং ইনকাম করা যায়। যেখানে আপনি সর্বনিম্ন ১০০ ডলার বা পাঁচ ডলার হলেই টাকা তুলতে পারবেন। এই মাধ্যমেই গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট নেয়া সম্ভব তা আমরা দেখিয়ে দিলাম।
পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা ও গল্প পাঠানো
বর্তমানে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে , পত্রিকায় গল্প পাঠিয়ে কিছু টাকা ইনকাম করা যায়। যদি আপনি সুন্দর গল্প লিখতে পারেন তাহলে এই মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব না থাকে। এভাবে বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন, ও অনলাইন পোর্টালে গল্প পাঠিয়ে সম্মানী পেতে পারেন। বর্তমানের জনপ্রিয় কিছু সংবাদ মাধ্যম ও ম্যাগাজিন গুলো হলোঃ
- প্রথম আলো
- কালের কণ্ঠ
- দৈনিক ইত্তেফাক
- Unmad Magazine (উন্মাদ)
- Kali O Kalam (কালি ও কলম)
আর এই মাধ্যমে গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট সহজেই নেওয়া যাবে। আপনি অনলাইনের মাধ্যমে তাদের কাছে গল্প পাঠাবেন, তাদের পছন্দ হলে তারা ম্যাগাজিনে প্রকাশ করবে এবং আপনি তাদের কাছে থেকে বিকাশের মাধ্যমে সম্মানী বা পেমেন্ট পেতে পারেন।
ফেসবুক, ইউটিউব ও টিকটক থেকে আয়
Facebook/Instagram Reels & TikTok: আপনার নিজের লেখা গল্প ও কবিতা আবৃত্তি করে ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। এখানে আপনি ভিডিও বানিয়ে আপলোড করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে উপার্জন করতে পারবেন।
YouTube Monetization: এই মাধ্যমে কবিতা আবৃত্তি, অডিও গল্প তৈরি করে চ্যানেল মনিটাইজ করে আয় করতে পারেন।
Facebook Subscriptions & Stars: ফেসবুকের এই মাধ্যম থেকেও আয় করা সম্ভব।পেইড মেম্বারশিপ চালু করে গল্প বা কবিতার এক্সক্লুসিভ কনটেন্ট বিক্রি করে আয় করতে পারেন।
অনলাইন সাবস্ক্রিপশন ও পেইড গ্রুপ
অনলাইনে অনেক সাবস্ক্রিপশন গ্রুপ রয়েছে যেখানে পাঠকরা পেইড সাবস্ক্রিপশন নিয়ে গল্প কবিতা পড়ে থাকে। এছাড়াও তারা পেইড গ্রুপে জয়েন হয়ে গল্প কবিতা পড়ে। এই মাধ্যমে ইনকাম করা সহজ। আপনি সরাসরি ফেসবুকে নিজের একটি পেইড গ্রুপ খুলতে পারেন।
আর পেইড গ্রুপে আপনি এক্সক্লুসিভ আকর্ষণীয় গল্প কবিতা লিখে প্রকাশ করবেন। যারা কবিতাও গল্প পড়তে ভালোবাসে তারা পেইড গ্রুপে জয়েন করবে। তাই সর্বশেষ বলা যায় আপনি Facebook Paid Group খুলে সেখানে গল্প-কবিতা প্রকাশ করতে পারেন এবং ইনকাম করতে পারেন।
তবে অনলাইনে আরো কয়েকটি সাইট আছে যেখানে গল্প কবিতা প্রকাশ করে গ্রাহকদের কাছ থেকে আয় করা যায়। এমনই একটি সাইট হল Patreon.com। এখানে পাঠকরা সাধারণত মাসিক সাবস্ক্রিপশন প্যাক কিনে গল্প ও কবিতা পড়ে থাকে। আপনার নিজস্ব প্রোফাইল খুলে সেখানে গল্প প্রকাশ করে সাবস্ক্রিপশন প্যাক এর মাধ্যমে এই সাইট থেকে আয় করতে পারেন।
স্ক্রিপ্ট রাইটিং ও ওয়েব সিরিজের গল্প লেখা
গল্প কবিতা লিখে আয় করার আরেকটি জনপ্রিয় উপায় হল স্ক্রিপ্ট রাইটিং। এই উপায়ে আপনি নিজের লেখা গল্প নাটক বা সিনেমার স্ক্রিপ্ট হিসেবে বিক্রি করতে পারেন। এই উপায় কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। আপনি বিভিন্ন ফিল্ম, ওয়েব সিরিজ এবং নাটকের জন্য স্ক্রিপ্ট লেখার কাজ করতে পারেন।বাংলাদেশ অনেক প্লাটফর্ম আছে যারা স্ক্রিপ্ট বা গল্প লেখার কাজ দিয়ে থাকে। কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলঃ
- Netflix
- Hoichoi
- Chorki
- Bioscope
- Bongo BD
উল্লেখিত প্লাটফর্মে আপনার গল্প লেখাগুলো দিয়ে ইনকাম করতে পারেন। পাশাপাশি আপনি যদি নাটকের জন্য গল্প লিখতে পারেন তাহলে বাংলাদেশি নাটকের জন্য নির্মাতাদের সাথে যোগাযোগ করতে পারেন।
মগ, টি-শার্ট, পোস্টার প্রিন্টে কবিতা বিক্রি
গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট নেয়ার আরেকটি মাধ্যম হলো মগ, টি-শার্ট, পোস্টার প্রিন্টে কবিতা বিক্রি। বন্ধুরা এই মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম করা যাবে, যদি আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। এখানে আপনি আপনার কবিতা বা উক্তি মগ, টি-শার্ট, বা পোস্টারে প্রিন্ট করে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন।
বর্তমানে অনেকে আছে যারা গল্প কবিতা লেখা টি-শার্ট ও মগ, অন্যান্য আইটেম পছন্দ করে থাকে। আপনি এই প্রোডাক্টগুলো অনলাইন এর মাধ্যমে বিক্রয় করতে পারেন। অনলাইনে সকল পণ্যের বেশ চাহিদা আছে। আকর্ষণীয় উক্তি মগে বা টি-শার্টে প্রিন্ট করে বিক্রি করতে পারেন।
এভাবে কিন্তু সহজেই ইনকাম করা সম্ভব হবে। তবে এক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন রয়েছে। আপনি যদি টাকা ইনভেস্ট করতে পারি তাহলে এই মাধ্যম থেকে আয় করতে পারেন।
গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট সহজ উপায়
গল্প কবিতা লিখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে বিভিন্ন সাইটে গল্প লিখে আয় করতে পারেন, যারা মূলত বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রদান করে থাকে। গল্প কবিতা লিখে আরো বিভিন্ন মাধ্যমে আয় করে বিকাশে পেমেন্ট নেওয়া সম্ভব। গল্প কবিতা লিখে টাকা ইনকাম করার কয়েকটি সেরা উপায় নিম্নে দেওয়া হলোঃ
- অন্যান্য ওয়েবসাইটে গল্প কবিতা লিখে আয়
- গল্পের বই প্রকাশ করে আয়
উল্লেখিত এই দুইটি উপায়ে কিন্তু গল্প লিখে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়া যাবে। উল্লেখিত উপায়ে যেকোনো ভাষাতে আপনি গল্প লিখে টাকা উপার্জন করতে পারবেন। নিম্নে উপাগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
গল্প লিখে আয় করার ওয়েবসাইট
বাংলাদেশে গল্প লিখে টাকা আয় করার অনেকগুলো ওয়েবসাইট আছে, যেখানে তারা গল্প লেখা সুযোগ করে দেয় এবং আপনি সেখান থেকে আয়ও করতে পারবেন। আপনি যেকোন ভাষাতে গল্প লিখে ইনকাম করতে পারবেন। ইংরেজি বা বাংলা দুটো ভাষাতেই গল্প লিখে ইনকাম করা যাবে।
আকর্ষণীয় গল্প লেখার দক্ষতা থাকলে নিচের দেওয়া ওয়েবসাইট গুলোতে গল্প প্রকাশ করে প্রতি সপ্তাহে টাকা পেমেন্ট নিয়ে আয় করতে পারেন। গল্প লেখালেখি করে আয় করার কয়েকটি ওয়েবসাইটের তালিকা দেওয়া হল।
- লেখক ডট মি
- ট্রিকবিডি
- টেকটিউনস
- গ্রাথোড়
- জে আইটি
উল্লেখিত ওয়েবসাইট গুলো ছাড়াও আরো অনেক ধরনের সাইট বাংলাদেশে আছে যেখানে গল্প লেখা ইনকাম করতে পারেন। উল্লেখিত ওয়েবসাইটগুলোতে অনেকেই প্রতিদিন বাংলা বিষয়ে আর্টিকেল লিখে , কন্টেন্ট লিখে , গল্প কবিতা লিখে ইনকাম করছে।
এখান থেকে আপনি বিকাশ , নগদ , মোবাইল রিচার্জ ইত্যাদি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। যদি আপনার গল্প লেখার অভ্যাস থাকে তাহলেই এই সকল সাইট থেকে আয় করুন। বিশেষ করে আপনি যদি বাংলা গল্প কবিতা লেখায় দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে এই সকল সাইটে কনটেন্ট রাইটিং জব করে প্রতি সপ্তাহে বা প্রতিদিন পেমেন্ট নিতে পারেন।
লেখক ডট মিঃ গল্প ও উপন্যাস লিখে আয় করার অন্যতম ওয়েবসাইট হলো লেখক ডট মি। তারা গল্প ও কবিতা লেখার জন্য পেমেন্ট প্রদান করে থাকে। আপনার নিজের লেখা আকর্ষণীয় ইউনিয়ন গল্পটি প্রকাশ করে এই সাইট থেকে ইনকাম করতে পারেন।
তারা বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রদান করে থাকে। এই সাইটটিতে গল্প ও কবিতা লিখে আয় করার জন্য কনটেন্ট রাইটিং জব এর জন্য আবেদন করতে হবে। বাকি তথ্য আপনি তাদের অফিসিয়াল সাইটে গিয়ে যোগাযোগ করে জেনে নিন। তাদের সাইটে গেলে দেখতে পাবেন, তারা প্রচুর গল্প কবিতা ও উপন্যাস প্রকাশ করেছে।
ট্রিকবিডিঃ trickbd মূলত একটি অনলাইন টেক রিলেটেড ওয়েবসাইট, যেখানে অনেকেই তাদের জ্ঞান প্রকাশ করার জন্য লেখালেখি করে থাকে। এই ওয়েবসাইটে আপনি টেক রিলেটেড কনটেন্ট লিখে আয় করার পাশাপাশি গল্প কবিতা লিখে আয় করতে পারবেন।
যদি আপনার পরিপূর্ণ গল্প লেখার দক্ষতা থাকে তাহলে এখান থেকে আয় করা যাবে। ট্রিক বিডি সাইট থেকে এখন বর্তমানে প্রতিদিন পেমেন্ট পাওয়া যাচ্ছে। পাশাপাশি তারা সপ্তাহেও পেমেন্ট করে থাকে।
যদি আপনি প্রতিদিন কন্টেন্ট লিখে থাকেন অর্থাৎ বাংলা গল্প বা কবিতা লিখেন তাহলে তাদের কাছ থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারেন। বাকি বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল সাইটে ভিজিট করুন।
গল্পের বই প্রকাশ করে আয়
গল্প লিখে সেগুলো আপনি প্রিন্টেড বই আকারে প্রকাশ করে টাকা উপার্জন করতে পারেন। অনেক প্রকাশক রয়েছে যারা বই প্রকাশ করে থাকে তাদের সাহায্য নিবেন। বর্তমানে পাঠক সমাবেশ, আদর্শ, বেঙ্গল পাবলিকেশনস, ভাষাচিত্র ইত্যাদি প্রকাশনীতে গল্প বা কবিতার বই প্রকাশ করলে রয়্যালটি বা সম্মানী পাবেন।
আর এভাবে প্রকাশনী থেকে বই প্রকাশ করে গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট সহজেই নিতে পারেন। এছাড়াও বই প্রকাশ করে আয় করার আরেকটি উপায় আছে, সেটি হল স্ব-প্রকাশনা (Self-Publishing)।
এখানে আপনাকে নিজের উদ্যোগে প্রিন্ট করে বই বিক্রি করতে হবে। বিভিন্ন মেলায় অথবা বই উদ্বোধনী অনুষ্ঠানে বই প্রকাশ করতে পারেন। এছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বই বিক্রি করে আয় করা যায় যেমনঃ একুশে বইমেলা, রকমারি, বইবাজার।
উপসংহার
পরিশেষে বলা যায় গল্প কবিতা লিখেও আয় করার অনেক উপায় আছে, যার মাধ্যমে যে কোন ব্যক্তি যারা গল্প লিখতে পছন্দ করে তারাও আয় করতে পারবে। গল্প কবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়, যারা প্রকৃতপক্ষে গল্প কবিতা লিখতে ভালোবাসেন তারাই কিন্তু লেখালেখি করে আয় করতে পারবেন।
পাশাপাশি উপন্যাস ও উক্তি লিখেও বিভিন্ন ভাবে ইনকাম করা যাবে যা আমরা আজকের নিবন্ধনের বিস্তারিত জানিয়ে দিয়েছি। গল্প কবিতা লিখে আয় বিকাশ পেমেন্ট নেয়া কিন্তু খুব সহজ যদি আপনি আমাদের দেখানো সহজ উপায় গুলো অনুসরণ করেন। যারা গল্প লেখেন ধৈর্য সহকারে পরিশ্রম করে গল্প লিখতে থাকুন নিশ্চয়ই ইনকাম করতে পারবেন।
1 thought on “গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট সহজ উপায়ে নিন”