প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন আপনার সন্তানের জন্য কোন ব্যান্ডের গুড়া দুধ ভালো। যদি না জানেন তাহলে এখনি আজকে পুরো আর্টিকেলের মাধ্যমে বাচ্চাদের দুধ কোনটা ভালো ও কোন ব্র্যান্ডের গুড়া দুধ ভালো সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জেনে নিন।
আমরা আর্টিকেলে বিভিন্ন ব্যান্ডের গুড়া দুধ ও বাচ্চাদের জন্য কোন গুড়া দুধটি ভালো হবে তা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনার সন্তানদের পুষ্টিকর দুধ খাওয়ানোর মাধ্যমে দুধের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন।
বাচ্চাদের দুধ কোনটা ভালো
আপনারা সকলেই জানেন একজন শিশুর ক্ষেত্রে মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই। তবে অনেক সমস্যার কারণে মা তার বাচ্চাকে পরিপূর্ণভাবে দুধ খাওয়াতে পারে না। এছাড়াও অনেক মা আছেন যারা বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি অন্যান্য প্যাকেট জাতীয় দুধ খাওয়াতে চান।
তবে কোন দুধ আপনার সন্তানের জন্য ভালো হবে সেই সম্পর্কে হয়তো সঠিক তথ্য জানেন না। আর এজন্যই আমরা বাচ্চাদের জন্য কোন কোম্পানি দুধ ভালো হবে সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বাজারে প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানির প্যাকেট জাত দুধ বের হচ্ছে।
তবে সেগুলোর মধ্যে কোন দুধ গুলো ভালো হবে তা আপনাদের এখন জানানো হবে। বর্তমানে দুধ উৎপাদনকারী কিছু জনপ্রিয় কোম্পানির নাম নিচে দেওয়া হল।
- প্রাণ- pran
- নিডো – Nido
- ক্লোভার – clover
- ডানো – Dano
উল্লেখিত কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে উচ্চমানের দুধ উৎপাদন করছে। তাদের উৎপাদন করা প্যাকেটজাত গুড়া দুধ ও তরল দুধ দুটো রয়েছে। তবে আমাদের জানামতে এই কোম্পানির দুধগুলো সাধারণত একটু বেশি দাম হয়ে থাকে।
উল্লেখিত কোম্পানি দুধগুলো আপনি প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে কিনতে পারবেন। আপনারা চাইলে উপরে উল্লেখিত জনপ্রিয় কোম্পানির প্যাকেটজাত দুধগুলো আপনাদের সন্তানদের খাওয়াতে পারেন।
কোন ব্র্যান্ডের গুড়া দুধ ভালো
বর্তমান প্রেক্ষাপটে বাজারে প্রায় বিভিন্ন কোম্পানি রয়েছে যারা প্রতিনিয়ত উন্নত মানের দুধ উৎপাদন করছে। তবে বাজারে কিছু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা দুধের মধ্যে ভেজাল মিশিয়ে দুধের গুঁড়ো তৈরি করছে।
আরো পড়ুনঃ filwel gold খেলে কি মোটা হয়? কেন খাওয়া উচিত
আরো পড়ুনঃ মালটিভিট প্লাস খেলে কি মোটা হয়
সেগুলো বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের মানসিক বিকাশের সমস্যার পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে আমরা যাচাই-বাছাই করে কয়েকটি দুধের ব্যান্ডের নাম খুঁজে বের করেছি যেগুলো খাওয়ালে বাচ্চাদের কোন ধরনের সমস্যা হবে না। তবে ব্যান্ডের দুধগুলো আসল নকল হয়ে থাকে।
কারণ অসাধু ব্যবসায়ীরা একই ধরনের প্যাকেট তৈরি করে নকল দুধ বিক্রি করে থাকে। এজন্য অবশ্যই সাবধানতার সাথে কোম্পানির আসল প্যাকেটজাত দুটি ক্রয় করতে হবে। দুধ কেনার সময় যাচাই-বাছাই করে চেক করে নিবেন। নিম্নে কয়েকটি ব্যান্ডের নাম বলা হলো যারা বর্তমানে ভালো গুড়া দুধ তৈরি করছে।
- Milk Vita – মিল্ক ভিটা
- Dairy Fresh – ডেইরি ফ্রেস
- Milk fresh – মিল্ক ফ্রেশ
- Iglu – ইগলু
- Pran Milk – প্রান মিল্ক
- Aarong dairy – আড়ং ডেইরি
- Farm fresh milk – ফার্ম ফ্রেশ মিল্ক
- আকিজ গ্রুপ – আকিজ মিল্ক
- ডানো (Dano)
- Nan milk – নান মিল্ক
- Lactogen – ল্যাকটোজেন
- Prima milk – প্রাইমা মিল্ক
- বেবি কেয়ার (Baby Care)
- বায়োমিল (Biomil)
উল্লেখিত কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে সহজলভ্য ভাবে গুড়া দুধ তৈরি করে বিক্রি করছে। তবে শিশুর জন্য সঠিক গুঁড়া দুধ নির্বাচন করার আগে অবশ্যই শিশুর বয়স, ওজন, এবং স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
গুড়া দুধের দাম সাধারণত বাজারে পরিস্থিতি ও ব্যান্ড অনুসারে পরিবর্তন হয়ে থাকে। সাধারণত, ৪০০ গ্রাম ওজনের একটি প্যাকেটের দাম ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে হতে পারে। তবে সঠিক মূল্য জানার জন্য নিকটস্থ দোকান বা ফার্মেসিতে যোগাযোগ করা পরামর্শ দেওয়া হল।
শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের জন্য মায়ের দুধ খুবই প্রয়োজনীয়। তবে বিশেষ পরিস্থিতিতে গুঁড়া দুধ ব্যবহারের প্রয়োজন হলে, সঠিক ব্র্যান্ড ও পরিমাণ নির্ধারণে বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
ছোট বাচ্চাদের দুধের নাম
বাংলাদেশে বর্তমানে অনেক কোম্পানি দুধ উৎপাদন করছে, আর প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে যারা উৎপাদন করছে। আপনারা কিন্তু সঠিক কোম্পানিটি নির্বাচন করে দুধ ক্রয় করে শিশুদের খাওয়াতে পারেন। আমি নিচে কয়েকটি জনপ্রিয় দুধের নাম তুলে ধরছি।
- pran milk – প্রাণ মিল্ক
- Prima milk – প্রাইমা মিল্ক
- Baby care – বেবি কেয়ার
- Nan milk – নান মিল্ক
- Lactogen formula milk powder – ল্যাক্টোজেন ফর্মুলা মিল্ক পাউডার
তবে আপনি যদি আপনার বাচ্চাকে জন্মের পরবর্তী সময় থেকে কোন ধরনের গুঁড়ো দুধ খাওয়াতে চান তাহলে ল্যাক্টোজেন ফর্মুলা মিল্ক পাউডার খাওয়াতে পারেন। পাশাপাশি আপনি চাইলে উল্লেখিত দুধগুলো খাওয়াতে পারেন। যেকোনো একটি ভালো কোম্পানির দুধ নির্বাচন করে শিশুকে খাওয়াতে পারেন।
বিভিন্ন সূত্রে বা গবেষণায় দেখা গেছে ল্যাকটোজেন ফর্মুলা মিল্ক পাউডার বাচ্চার মায়ের দুধের পরিবর্তে খাওয়ানো যেতে পারে। তবে ল্যাক্টোজেন গুঁড়ো দুধের বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে যার নিম্নে তুলে ধরলামঃ
- ল্যাক্টোজেন ওয়ান
- ল্যাক্টোজেন টু
- ল্যাকটোজেন থ্রি
- ল্যাক্টোজেন ফর
যদি আপনার শিশুকে জন্ম হওয়ার পরবর্তী সময় থেকে গুঁড়ো দুধ খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ল্যাক্টোজেন 1 খাওয়াতে হবে। আর যদি আপনার বাচ্চার বয়স ৬ মাস বা তার বেশি হয়ে যায় তাহলে আপনি ল্যাক্টোজেন ২ মিল্ক খাওয়াতে পারেন।
এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আমাদের জানামতে বিশেষজ্ঞরা মায়ের বুকের দুধের বিকল্প ফর্মুলা দুধ হিসেবে Mother’s smile prima খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। তবে আপনি অবশ্যই যেকোনো ধরনের দুধ বা গুড়া দুধ শিশুকে খাওয়ানোর পূর্বে রেজিস্টার্ড ডাক্তারের নিকট গিয়ে পরামর্শ নিবেন।
বিশ্বের সতর্কতা ও গুরুত্বপূর্ণ তথ্য
আমাদের জানামতে একজন মা চাইবে তার সন্তানকে সঠিক নিয়মে দুধ পান করাতে। সেক্ষেত্রে এমন পরিস্থিতি যদি হয় যে, মা তার সন্তানকে পরিমাণ মতো দুধ খাওয়াতে পারছে না তখন বিকল্প হিসেবে আপনি উপরের দেখানো দুধগুলি বেছে নিতে পারেন।
তবে দুধগুলো খাওয়ানোর আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তারের পরামর্শ খাওয়াতে হবে। না হলে এই পাউডার দুধ খাওয়ানোই আপনার সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। পরিশেষে বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন।
ফর্মুলা দুধ কোনটা ভালো
কোন ব্যান্ডের গুড়া দুধ ভালো এটি জানার পাশাপাশি ফর্মুলা দুধ কোনটা ভালো হবে সে সম্পর্কে কিছুটা বিস্তারিত জানা উচিত। কারণ সন্তানকে যদি মায়ের দুধের বিকল্প হিসাবে অন্য কোন দুধ খাওয়াতে চান তাহলে অবশ্যই সঠিক ফর্মুলা দুধ নির্বাচন করতে হবে।
তবে ফর্মুলা দুধ কোনটা ভালো হবে সেটা এখন আপনাদের জানানো হবে। বিভিন্ন ডাক্তার ও বিশেষজ্ঞরা প্রায় বিভিন্ন ধরনের কোম্পানির দুধ সাজেস্ট করে থাকে। তবে আমরা এর মধ্যে থেকে কিছু জনপ্রিয় ও বেশি সাজেস্ট করা কিছু দুধের নাম তুলে ধরার চেষ্টা করলাম।
- Lactogen – ল্যাকটোজেন
- Prima milk – প্রাইমা মিল্ক
- Baby care – বেবি কেয়ার
- Nan milk – নান মিল্ক
উল্লেখিত দুধগুলো শিশুকে ফর্মুলা দুধ হিসাবে খাওয়াতে পারেন। বিভিন্ন সূত্রে জানা গেছে উল্লেখিত দুধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক নেই। তবে আপনারা শিশুকে দুধ পান করানোর পূর্বে অবশ্যই একবার হলেও ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করুন।
বাচ্চাদের দুধের বিকল্প কোনটি
আমার মতে একটি শিশুকে দুধের বিকল্প হিসেবে সয়া অথবা মটর দুধ খাওয়ানো যেতে পারে। তবে এইগুলো খাওয়ানোর নির্দিষ্ট সময়ের পর ছাগলের অথবা গরুর দুধ শিশুদের জন্য অনেক উপকারী হয়ে ওঠে। তাই আপনার শিশুর বয়স যদি ছয় মাস বা তার বেশি হয়ে যায় তাহলে আপনি ছাগল অথবা গরুর দুধ খাওয়াতে পারবেন অথবা পারেন।
তবে একটি গবেষণায় দেখা গেছে একটি শিশুর জন্য গরুর দুধের চেয়ে বেশি ছাগলের দুধ উপকারী। এছাড়াও আপনি আপনার এলাকার বুজুর্গ মানুষদের জিজ্ঞেস করলে তারা অবশ্যই গরুর দুধের বদলে ছাগলের দুধ বেশি পুষ্টিকর বলে দাবি করবেন। তাই আপনার শিশুর বয়স যদি ছয় মাস বা তার অধিক হয়ে যায়।
আর আপনি যদি চান আপনার শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ছাগলের দুধ অথবা গরুর দুধ অথবা লেখ্টরাজ ফর্মুলা দুধ পাউডার খাওয়াতে পারেন। এতে করে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধি পাবে। আর এটি শিশুর মস্তিষ্ক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনি অবশ্যই উপরে দেখানোর নিয়ম মেনে চলবেন।
বাচ্চাদের জন্য কোন দুধ ভালো হবে
বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশে দুধ খাওয়াতে হয়। মায়ের দুধের পাশাপাশি বাজারে থাকা অনেক ধরনের দুধ রয়েছে যেগুলো বাচ্চাদের সেবন করাতে পারেন। তবে আমরা আর্টিকেলটিতে অনেক ধরনের জনপ্রিয় কোম্পানির দুধের নাম তুলে ধরেছি যেগুলো প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে।
পাশাপাশি আমরা ফর্মুলা দুধ এর নাম গুলো তুলে ধরছি যেগুলো শিশুদের খাওয়ানো যেতে পারে। শিশুর শারীরিক বিকাশের জন্য অবশ্যই দুধ প্রয়োজনীয়। তবে শিশু জন্মের পর অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। মায়ের দুধের বিকল্প হিসেবে অনেক কোম্পানির দুধ পাবেন যা আর্টিকেল দিতে তুলে ধরেছি সেগুলোর মধ্য থেকে একটি বেছে নিন এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী শিশুকে খাওয়ান।
উপসংহার – কোন ব্র্যান্ডের গুড়া দুধ ভালো
আজকের সম্পূর্ণ আর্টিকেলটি আমরা অনেকগুলো ব্যান্ডের গুড়া দুধ সম্পর্কে আলোচনা করেছি। পাশাপাশি বাচ্চাদের দুধ কোনটা ভালো সে সম্পর্কে জানানো হয়েছে। জন্মের পর অবশ্যই শিশুকে মায়ের দুধ খাওয়াবেন।
আর বয়স বেশি হলে তখন আপনি গুড়া দুধ অথবা প্যাকেট জাত দুধ খাওয়াতে পারেন। কোন ব্যান্ডের গুড়া দুধ ভালো হবে সে সম্পর্কে কিছুটা বলেছি, যদি ভালো করে আর্টিকেলটি করেন তাহলে অবশ্যই আপনার শিশুর জন্য কোন ব্যান্ডের দুধটি ভালো হবে তা জানতে পারবেন।
FAQs – বাচ্চাদের দুধ কোনটা ভালো
২ মাসের বাচ্চার দুধের পরিমাণ -১২০ থেকে ১৫০ মিলি লিটার।
ফল এবং একক শাকসবজি। পাশাপাশি মায়ের দুধ খাওয়াতে হবে।
নবজাতকের সবচেয়ে ভালো দুধ-মায়ের বুকের দুধ।
BIOMIL - 1
৪ থেকে ৬ আউন্স ফর্মুলা প্রতি চার ঘন্টায়।২ মাসের বাচ্চার দুধের পরিমাণ কত?
৬ মাসের বাচ্চার খাবার?
নবজাতকের সবচেয়ে ভালো দুধ?
বাংলাদেশের ৬ মাসের শিশুর জন্য কোন ফর্মুলা দুধ খাওয়া উচিত?
৩ মাসের বাচ্চার সূত্র কত হওয়া উচিত?