যারা গেমার রয়েছেন তারা অনেকেই গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় প্রশ্নটি করে থাকেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা আর্টিকেলটিতে গেম খেলে ইনকাম করার উপায় গুলো নিয়ে হাজির হয়েছি।
কিছু বৈধ উপায় রয়েছে যেগুলো অবলম্বন করে আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। গেম খেলে টাকা ইনকাম করা খুব একটা কঠিন বিষয় নয়, সঠিক পদ্ধতি জানলে সহজে ইনকাম করা যায়। কিভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
গেম খেলার জন্য হাজারো অ্যাপ পাবেন। তবে সকল গেম খেলার অ্যাপ গুলোতে ইনকাম করা সম্ভব হয় না। কিছু গেম খেলার অ্যাপ রয়েছে যারা গেম খেলার বিনিময়ে আমাদের ইনকাম দিয়ে থাকে। আর কিছু গেম খেলার অ্যাপস রয়েছে যেখানে গেম খেলে কোন টাকা ইনকাম করা যায় না। তবে সেখানে আপনি ভিন্ন উপায়ে গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। আর এই উপায়গুলোই আপনাদের জানাবো।
গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়?
গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় সম্পর্কে এখন জানানো হবে। যদি আপনি একজন গেমার হয়ে থাকেন তাহলে একাধিক উপায়ে টাকা উপার্জন করার জন্য প্রস্তুতি নিতে পারেন। কারণ গেম খেলে ইনকাম করার উপায় এর অভাব নেই।
প্রচুর বৈধ উপায় রয়েছে যেখানে আপনি গেম খেলেই ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু গেম খেলে ইনকাম করতে হলে কিছুটা পরিশ্রম করতে হয়। তবে যারা প্রফেশনাল গেম নন তারা কিন্তু গেম খেলে সহজে খুব একটা বেশি আয় করতে পারবেন না।
যারা দক্ষ প্রফেশনাল গেমার রয়েছেন তারা প্রফেশনাল ভাবে বিভিন্ন উপায়ে গেম খেলে প্রতি মাসে অন্তত ২০ থেকে ৩০ হাজার টাকা বা তার বেশি ইনকাম করতে পারেন। নিম্নে গেম খেলে টাকা ইনকাম করার বৈধ ও কার্যকরী উপায় গুলো আলোচনা করা হলোঃ
১. ইস্পোর্টস (Esports) টুর্নামেন্টে অংশগ্রহণ
আপনি কি প্রফেশনাল গেমার, যদি প্রফেশনাল গেমার হন তাহলে Esports টুর্নামেন্ট অংশগ্রহণ করেই টাকা ইনকাম করতে পারেন। Esports টুর্নামেন্টের সাধারণত দক্ষ গেমারা অংশগ্রহণ করে থাকে। তাই আপনি যদি দক্ষ প্রফেশনাল গেমার হয়ে থাকেন তাহলে আপনি এখানে অংশগ্রহণ করে ইনকাম করতে সক্ষম হবেন।
আপনাকে Esports টুর্নামেন্টে অংশগ্রহণ করে অবশ্যই জিততে হবে। যদি আপনার টিম অথবা আপনি গেমের টুর্নামেন্টে বিজয় লাভ করেন তাহলে আপনি বড় অংকের প্রাইজ মানি পেতে পারেন। বর্তমান সময়ে গেম যারা খেলেন তারা সাধারণত এই উপায়ে বেশি ইনকাম করে থাকে।
আরো পড়ুনঃ ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়
আরো পড়ুনঃ ফেসবুক থেকে কিভাবে ৫শ টাকা আয় করা যায়
তাই আমি বলব আপনি যদি গেম খেলায় অভিজ্ঞ হন এবং দক্ষতা রয়েছে তাহলেই অংশগ্রহণ করুন , আর প্রাইজ মানি নিয়ে টাকা ইনকাম করুন। বিভিন্ন ধরনের গেম নিয়ে Esports টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশেষ করে বর্তমানের জনপ্রিয় গেম গুলোতে প্রায়ই টুনামেন্ট এর আয়োজন করা হয়ে থাকে।
আপনি এখানে বিভিন্ন গেমের প্রতিযোগিতায় (PUBG, Free Fire, Dota 2, CS:GO) অংশগ্রহণ করে পুরস্কার জিততে পারেন। এছাড়াও অনেক বড় টুর্নামেন্টে লক্ষ লক্ষ ডলার প্রাইজমানি থাকে। সেগুলোতে অংশগ্রহণ করে বিজয় লাভ করলে ব্যাপক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
২. স্ট্রিমিং ও কনটেন্ট ক্রিয়েশন
আপনি সারাদিন গেম খেলেন তাহলে সেই গেমের ভিডিও বানিয়েই টাকা ইনকাম করতে পারেন। যখনই আপনি গেম খেলেন তখনই স্ক্রিন রেকর্ডার অন করে গেমের ভিডিও রেকর্ড করবেন। এরপর এডিট করে ইউটিউব প্লাটফর্মে আপলোড করবেন।
তবে যে কোন গেমের ভিডিও বানিয়ে ইনকাম করা যায় না, আপনি যদি জনপ্রিয় গেমের ভিডিও তৈরি করেন যেগুলো গ্রাহকরা বেশি দেখে থাকে, সেক্ষেত্রেই ইউটিউব থেকে বেশি টাকা উপার্জন করতে পারবেন। বিভিন্ন প্লাটফর্মে গেমের লাইভ স্ট্রিম করে রিঅ্যাকশন দিয়ে আয় করা যায়।
- YouTube Gaming: গেম খেলার ভিডিও আপলোড করে মনিটাইজেশন (বিজ্ঞাপন, স্পন্সরশিপ, সুপার চ্যাট) থেকে আয় করতে পারেন।
- Facebook Gaming: ফেসবুকে লাইভ স্ট্রিমিং করে দর্শকদের থেকে স্টার্স ও স্পন্সরশিপ থেকে ইনকাম করা সম্ভব।
- Twitch: এখানে আপনি গেম এর লাইভ স্ট্রিম করে ডোনেশন, সাবস্ক্রিপশন এবং স্পন্সরশিপ থেকে উপার্জন করতে পারবেন।
৩. ইন-game আইটেম বিক্রি
গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় এর উপায় সমূহের মধ্যে গেমের আইটেম বিক্রি উপায়টি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এমন অনেক গেমার রয়েছে যারা সাধারণত গেম খেলে না কিন্তু গেমের ভিতরে থাকা বিভিন্ন ধরনের আইটেম গুলো বিক্রি করে টাকা ইনকাম করে থাকে।
যেমনঃ ফ্রী ফায়ার গেমের ভিতরে থাকা আইটেমগুলো বিক্রি করে ইনকাম করা যায়। ফ্রী ফায়ার গেম এর ভেতরে আকর্ষণীয় বান্ডেল ও অফার গুলো নেওয়ার জন্য ডায়মন্ড টপ আপ করতে হয়। আর গেমারা এই ডায়মন্ড টপ সার্ভিস দিয়ে ইনকাম করে থাকে। ইন গেম আইটেম বিক্রি করে যেভাবে ইনকাম করবেনঃ
- বিভিন্ন গেমের স্কিন, অ্যাকাউন্ট, ভ্যালুয়েবল আইটেম বিক্রি করে অর্থ উপার্জন করা যায়।
- CS:GO, Dota 2, Valorant, PUBG, Free Fire এর স্কিন মার্কেটে ভালো দাম বিক্রয় হয়ে থাকে।
৪. প্লে-টু-আর্ন (Play-to-Earn) গেমস
এখানে মূলত সরাসরি গেমগুলো খেলে টাকা ইনকাম করা যায়। অনেকে আছে যারা খুব একটা পরিশ্রম করতে চান না তারা কিন্তু চাইলে সরাসরি গেম খেলে ইনকাম করতে পারেন। গেম খেলে সরাসরি টাকা ইনকাম করা যায় এই ধরনের প্রচুর অ্যাপস পাবেন।
যেখানে আপনি গেম খেলার বিনিময়ে সামান্য কিছু ইনকাম করতে পারবেন। গেম খেলে ইনকাম করার অ্যাপস গুলোতে খুব একটা বেশি টাকা ইনকাম করা সম্ভব হয় না। তারা খুব সামান্য পরিমাণে ইনকাম দিয়ে থাকে। নিম্নে সরাসরি ইনকাম করা যায় এই ধরনের গেমের প্লাটফর্মে তালিকা দেওয়া হলঃ
- Axie Infinity (NFT গেম)
- Taka Income Pro
- Gods Unchained
- Free Cash
- Daily taka
- Bikash quize
- Decentraland
- Workupjob
৫. গেম টেস্টিং ও বাগ রিপোর্টিং
বর্তমানে বিভিন্ন গেম ডেভেলপাররা তাদের গেম পরীক্ষার জন্য পেমেন্ট করে থাকে। আপনি তাদের গেমগুলো টেস্ট করে অথবা পরীক্ষা করে ফিডব্যাক দিয়ে ডলার ইনকাম করতে পারেন। বেশিরভাগ বিদেশি গেম ডেভলপাররা এই ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।
আপনি তাদের গেমের রিভিউ করে অথবা ফিডব্যাক দিয়ে টাকা ইনকাম করতে পারেন। গেম টেস্টিং করে ফিডব্যাক প্রদান করে ইনকাম করা যায় এই ধরনের অনেক সাইট রয়েছে। এর মধ্যে ফ্রি ক্যাশ(freecash) সাইটটি অন্যতম। এছাড়াও Beta Tester বা QA Tester হিসেবে কাজ করলে ভালো উপার্জনের সুযোগ থাকে।
৬. গেমিং ব্লগ/ওয়েবসাইট তৈরি
ডিজিটাল যুগে আপনি গেমের রিভিউ প্রদান করে অথবা গেমের টিপস এন্ড ট্রিকস দিয়েও টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্লাটফর্মে ভিডিও লাইভ স্ট্রিম করতে হবে। এখানে গেম রিভিউ, টিপস & ট্রিকস, গাইড তৈরি করে Google AdSense ও স্পন্সরশিপ থেকে ইনকাম করা যায়।
ইউটিউবে মনিটাইজেশন নিয়ে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা যায়। এছাড়াও স্পন্সারশিপ থেকেও প্রচুর টাকা আয় করা সম্ভাবনা থাকে।
৭. গেম ট্রেনিং ও বুস্টিং সার্ভিস
আপনি কোন গেমে খুবই দক্ষ তাহলে সেই গেম নিয়ে কোচিং করিয়ে আয় করতে পারেন। মূলত আপনি দক্ষ গেমার হলে নতুনদের প্রশিক্ষণ দিয়ে আয় করতে পারেন। এই উপায়টি গেমারা ভালই অবলম্বন করছে। কারণ এখান থেকে সহজে আয় করা যাচ্ছে।
আপনি সরাসরি নতুন গেমারদের ট্রেনিং প্রদান করে গেম খেলা শিখিয়ে তাদের কাছ থেকে নির্দিষ্ট চার্জ নিয়ে আয় করতে পারেন। তাছাড়াও ইউটিউব এর মাধ্যমেও গেমের প্রশিক্ষণ দিতে পারেন এবং google এডসেন্স থেকে আয় করতে পারেন।
যারা নতুন গেম খেলে থাকে তারা প্রায় বুস্টিং সার্ভিস নিয়ে থাকে। বেশিরভাগ জনপ্রিয় গেম গুলো যারা খেলে তারা বুস্টিং নেয়। League of Legends, Valorant, PUBG, Free Fire ইত্যাদি গেম গুলোতে বুস্টিং সার্ভিস জনপ্রিয়। তাই আপনি উল্লেখিত গেমগুলোর জন্য বুস্টিং সার্ভিস চালু করতে পারেন।
৮. গেম ডেভেলপমেন্ট
আপনি কোডিং , প্রোগ্রামিং জানেন তাহলে গেম তৈরি করে বিক্রি করে ইনকাম করতে পারেন। বর্তমানে গেম বানিয়ে Steam, Epic Games Store, Play Store-এ বিক্রি করা যায়। আকর্ষণীয় গেম হলে অনেক টাকা উপার্জন করা সম্ভব।
উন্নত মানের গেম বানানোর চেষ্টা করুন এবং সেগুলো বিক্রি করে প্রচুর অর্থ আয় করতে পারবেন। তাছাড়াও জনপ্রিয় গেমের মোড ভার্সন বানিয়েও টাকা ইনকাম করা যায়। তবে গেম বানানোর জন্য অবশ্যই প্রোগ্রামিং সেক্টরে দক্ষ হতে হবে। যদি আপনি প্রোগ্রামিং জানেন তাহলেই গেম তৈরি করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়।
শেষ কথা
গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় তা সম্পর্কে বিস্তারিত তথ্য এ টু জেড আর্টিকেলটিতে জানিয়ে দিয়েছি। দক্ষতা অনুযায়ী একটি অথবা একাধিক উপায় বেছে নিতে পারেন। আর সেই উপায়গুলো অনুসরণ করে পরিশ্রম করে কাজ করবেন তাহলেই ইনকাম করতে পারবেন । যারা সারাদিন বাড়িতে বসে গেম খেলেন তাদেরকে বলব অযথা গেম খেলে সময় নষ্ট করবেন না।
অবশ্যই যে গেম খেলে ইনকাম করা যায় সেই গেমগুলো খেলার চেষ্টা করবেন। আর গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় তা তো দেখিয়ে দিলাম। উপায় গুলো ভালো করে পড়ুন তাহলে আপনি সারাদিন গেম খেলেও ইনকাম করতে পারবেন।