বাংলালিংক মিনিট অফার দেখার কোড গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর্টিকেলটিতে বাংলালিংক মিনিট অফার প্যাকেজসহ মিনিট দেখার কোড সম্পর্কে আলোচনা করা হবে। তাই আপনাদের আর্টিকেলের প্রতিটি অংশ ধৈর্য সহকারে পড়ার জন্য অনুরোধ করা হলো।
ভূমিকা
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংক, যা সাশ্রয়ী কলরেট ও আকর্ষণীয় মিনিট অফারের জন্য পরিচিত। অনেক গ্রাহকই নিয়মিতভাবে বাংলালিংকের মিনিট অফার ব্যবহার করেন, তবে অনেক সময় সঠিক কোড না জানার কারণে পছন্দের অফারটি কেনা বা চেক করা কঠিন হয়ে যায়।
আরো পড়ুনঃ জিপি মিনিট অফার দেখার কোড
আরো পড়ুনঃ বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
তাই, বাংলালিংক মিনিট অফার দেখার সঠিক কোড জানা খুবই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা আপনাকে বাংলালিংক মিনিট অফার চেক করার আপডেটেড কোড ও সহজ পদ্ধতি জানাবো, যাতে আপনি ঝামেলামুক্তভাবে আপনার প্রয়োজনীয় মিনিট প্যাক কিনতে ও ব্যালেন্স চেক করতে পারেন।
বাংলালিংক মিনিট অফার দেখার কোড
বাংলালিংক সিমে মিনিট অফার প্যাকেজ কিনতে চান তাহলে অবশ্যই কোড ডায়াল করে অফার গুলো দেখতে পারেন। পাশাপাশি যাদের স্মার্টফোনে ইন্টারনেট নেই তারাও চাইলে এই কোডটি ব্যবহার করে মিনিট অফার গুলো দেখতে পারবেন।
আর যাদের বাটন ফোন রয়েছে তারা কিন্তু সহজেই কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক মিনিট অফার গুলো সব দেখে নিতে পারবেন। বাংলালিংক মিনিট অফার দেখার কোড হলো *1100# । মিনিট অফার দেখার জন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- প্রথমে মোবাইল ফোনে ডায়াল প্যাডে যান।
- ডায়াল প্যাডে গিয়ে *1100# বাংলালিংক ইউএসএসডি কোড টি ডায়াল করুন।
- অবশ্যই মোবাইলে বাংলালিংক সিম থাকতে হবে এবং বাংলালিংক সিম ব্যবহার করে ডায়াল করতে হবে।
- কিছুক্ষণ সময়ের মধ্যেই মোবাইলের স্ক্রিনে বাংলালিংকের সকল মিনিট অফার গুলো প্রদর্শিত হবে।
এভাবে আপনি বাংলালিংক মিনিট অফার দেখার কোডটি ডায়াল করে মিনিট প্যাকেজ সহ সকল অফার গুলো দেখতে পারবেন।
বাংলালিংক মিনিট অফার ও প্যাকেজ সমূহ
আমরা এখন কিছু বাংলালিংক মিনিট অফার গুলো সম্পর্কে জানব। বাংলালিংক প্রতিনিয়ত নতুন নতুন মিনিট অফার দিয়ে থাকে। এছাড়াও বর্তমানে বাংলালিংক কম দামে আকর্ষণীয় মিনিট প্যাকেজ প্রদান করছে যা আপনাদের সামনে এখন তুলে ধরা হবে।
বাংলালিংক ১৭০ মিনিট ১০ দিনঃ বাংলালিংক সিমের ১৭০ মিনিট ১০ দিন মেয়াদের মিনিট অফারটির মূল্য ১৩৭ টাকা। এই অফারটি নিতে ডায়াল করুন *121*137#। তবে আপনি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করেও মিনিট অফারটি নিতে পারবেন।
বাংলালিংক ১৫০ মিনিট ৫ দিনঃ বাংলালিংকের ১৫০ মিনিট ৫ দিন মেয়েদের অফারটি পাচ্ছেন মাত্র ১১৭ টাকায়। অফার নেওয়ার কোডটি হল *121*117#।
বাংলালিংক মিনিট অফার ৫ দিনঃ ১১০ মিনিট ৫ দিন মেয়াদের এই বাংলালিংক মিনিট অফারটি পাচ্ছেন মাত্র ৯৭ টাকায়। অফার প্যাকেজটি নিতে বাংলালিংক সিম হতে ডায়াল করুন *121*97# অথবা MY BL অ্যাপ থেকে কিনুন।
বাংলালিংক ৯০ মিনিট ৬৪ টাকায়ঃ বাংলালিংক এর ৯০ মিনিট ৩ দিন মেয়াদের এই অফারটির মূল্য ৬৪ টাকা। আর অফারটি নিতে ডায়াল করুন *121*64#।
বাংলালিংক সিমে মাত্র ৫৭ টাকায় পাচ্ছেন ৭৫ মিনিট। আর এই অফারটির মেয়াদ মাত্র ২ দিন। অফারটি নিতে মোবাইল ফোন থেকে ডায়াল করুন *121*57#।
বাংলালিংক ৯০০ মিনিট ৩০ দিন অফারটির মূল্য ৫৯৭ টাকা। অফারটি নিতে ডায়াল করুন *121*597#।
বাংলালিংক সিমে ৩০ দিন মেয়াদে ৩০০ মিনিট অফারটি নিতে ডায়াল করুন *121*247#। জেনে রাখুন অফারটির মূল্য ২৮৭ টাকা।
বাংলালিংক সিমের আরো বিস্তারিত মিনিট অফার প্যাকেজ গুলো জানার জন্য সরাসরি কোড ডায়াল করতে পারেন। পাশাপাশি আপনি বাংলালিংকের অফিশিয়াল সাইটে গিয়েও সকল মিনিট ও ভয়েস অফার গুলো দেখতে পাবেন। এছাড়াও মাই বাংলালিংক অ্যাপটি যদি মোবাইলে ইন্সটল থাকে তাহলে সেখান থেকে আপনি সকল মিনিট অফার গুলো দেখে সরাসরি কিনতে পারবেন।
বাংলালিংক মিনিট চেক কোড
বাংলালিংক সিমে মিনিট অফার কিনেছেন, তাহলে নিশ্চয় অবশিষ্ট মিনিট চেক করতে হতে পারে। মিনিট ব্যবহার করার পর কত মিনিট অবশিষ্ট আছে তা জানার জন্যই মিনিট চেক করতে হয়।
বাংলালিংক মিনিট চেক করার কিছু কোড রয়েছে, যেগুলো ফোনে ডায়াল করে সহজেই মিনিট ব্যালেন্স চেক করা যায়। বাংলালিংক মিনিট চেক করার কোড হল *১২১*১০০# ।
এই ইউএসএসডি কোড ডায়াল করে সহজে বাংলালিংক সিমের মিনিট অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারবেন। তবে সবচেয়ে সহজ হয় মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে মিনিট ব্যালেন্স চেক করা।
মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে মিনিট চেক
আপনার মোবাইলে যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি বাংলালিংক মিনিট চেক করার কোড ছাড়াই মিনিট ব্যালেন্স সহজে চেক করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই মোবাইল ফোনে MY BL অ্যাপটি ইনস্টল থাকতে হবে।
মাই বাংলালিংক অ্যাপ ইন্সটল করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে MY BL লিখে সার্চ করুন। অ্যাপটি আসলে ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করুন। এখন আপনি অ্যাপটি ওপেন করে বাংলালিংক সিমের নাম্বার দিয়ে লগইন করুন।
লগইন করার সময় আপনার বাংলালিংক সিমে ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোড বসিয়ে আপনি মাই বাংলালিংক অ্যাপটিতে সহজে লগইন করতে পারবেন। আর একবার লগইন হয়ে গেলে আপনি বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স সহ ইন্টারনেট ব্যালেন্স পর্যন্ত সকল কিছু তথ্য চেক করতে পারবেন। চলুন এখন আমরা বাংলালিংক সিমের অন্যান্য কোড গুলো সম্পর্কে জেনে আসি।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
আপনি যদি কখনো বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন, তাহলে খুব সহজেই সেই ইমার্জেন্সি ব্যালেন্স চেক করে নিতে পারবেন। বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোডটি হল *১২১*১# । এই কোডটি ডায়াল করেই বাংলালিংক সিমের ব্যালেন্স সহ ইমার্জেন্সি ব্যালেন্স চেক করা যাবে। মোবাইল ফোনের ডায়াল পেডে গিয়ে বাংলালিংক সিম দিয়ে কোডটি ডায়াল করুন।
বাংলালিংক নাম্বার চেক করার কোড
আপনি কি নিজের বাংলালিংক সিমের নাম্বার ভুলে গেছেন, তাহলে চিন্তা করবেন না খুব সহজেই কোড ডায়াল করার মাধ্যমে নিজের বাংলালিংক সিমের নাম্বারটি দেখে নিতে পারবেন। বাংলালিংক নাম্বার চেক করার কোড হচ্ছে *৫১১#।
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড
আপনি কি ইন্টারনেট ছাড়া বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন, তাহলে কোড ডায়াল করার মাধ্যমে সিমের ব্যালেন্সটি দেখে নিতে পারেন। যারা নতুন বাংলালিংক সিম ব্যবহার করেন তারা হয়তো বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড জানেন না।
তাদের কথা চিন্তা করে আমরা এখন জানাবো কিভাবে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে হয়। যদি ফোনে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে খুব সহজেই মাই বাংলালিংক অ্যাপটি ডাউনলোড করে বাংলালিংক সিমের ব্যালেন্স সহ অন্যান্য তথ্য চেক করতে পারবেন। তবে ইন্টারনেট ছাড়া banglalink সিমের ব্যালেন্স চেক করার কোড হলোঃ *১২৪#।
বাংলালিংক এমবি চেক করার কোড
অনেকে বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। যারা বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যবহার করেন তাদের নিশ্চয়ই ইন্টারনেট ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়। আপনার সিমের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য কোড ডায়াল করতে পারেন অথবা মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে এমবি ব্যালেন্স চেক করে নিতে পারেন।
বাংলালিংক সিমে এমবি চেক করার জন্য নির্দিষ্ট কোড রয়েছে, যা আপনি ইন্টারনেট ছাড়াই ডায়াল করে এমবি ব্যালেন্স চেক করতে পারবেন। বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোডটি হচ্ছে *৫০০০*৫০০#। এই কোড ডায়াল করলে সহজেই সিমের অবশিষ্ট এমবি ব্যালেন্স দেখতে পারবেন।
শেষ কথা
বাংলালিংক সিমে মিনিট ব্যালেন্স কিভাবে চেক করতে হয় এবং মিনিট অফার কিভাবে দেখতে হয় তার উপায় গুলো সহজভাবে আর্টিকেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলে আপনি কোড ডায়াল করার মাধ্যমে banglalink সিমের সকল সার্ভিস গুলো নিতে পারবেন।
আমরা আর্টিকেলটিতে প্রয়োজনীয় বাংলা লিংক সিমের কোড গুলো শেয়ার করেছি যেগুলো ব্যবহার করে তাদের সার্ভিস গুলো ইন্টারনেট ছাড়াই নিতে পারেন, বিশেষ করে যারা বাটন ফোন ব্যবহার করেন তাদের জন্য এই কোড গুলো খুবই জরুরী। তবে যাদের স্মার্টফোন আছে তারা মাই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে সকল সার্ভিস গুলো নিতে পারেন।