বাড়ির আশেপাশে থাকা wifi password বের করুন মাত্র ৫ সেকেন্ডে

বাড়ির আশেপাশে থাকা wifi password বের করতে চাচ্ছেন, তাহলে অনুসরণ করুন আর্টিকেলটিতে দেখানো কিছু সহজ উপায়। আমরা কিছু বৈধ কার্যকরী উপায় শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি সহজেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে ব্যবহার করতে পারবেন। বিস্তারিত সকল তথ্য জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করা হলো।

বাড়ির আশেপাশের থাকা WiFi পাসওয়ার্ড বের করা বা অনুমতি ছাড়া অন্যের WiFi ব্যবহার করা বেআইনি এবং অনৈতিক। তাই সকলেই আমরা ওয়াইফাই মালিকের অনুমতি নিয়ে পাসওয়ার্ড বের করে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করব। অনুমতি ছাড়া কখনোই আপনি অন্য কারো ওয়াইফাই ব্যবহার করতে যাবেন না। তবে কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় তা আমরা এখন দেখাবো।

সারসংক্ষেপ

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, বিনোদন কিংবা দৈনন্দিন যোগাযোগ সবকিছুর জন্যই ইন্টারনেট প্রয়োজন। তবে অনেক সময় দেখা যায়, আমাদের নিজেদের ইন্টারনেট সংযোগ থাকে না বা মোবাইল ডাটার সীমাবদ্ধতার কারণে WiFi সংযোগের প্রয়োজন হয়। অনেকের মনেই তখন প্রশ্ন জাগে বাড়ির আশেপাশের WiFi পাসওয়ার্ড কীভাবে বের করা যায়?

অনেকে মনে করেন, আশেপাশের ওয়াইফাই সংযোগে যুক্ত হওয়ার সহজ উপায় আছে, কিন্তু বাস্তবে এটি এতটা সহজ নয়। তাছাড়া, অনুমতি ছাড়া অন্যের WiFi ব্যবহার করা আইনত অপরাধ এবং নৈতিকভাবেও সঠিক নয়।

তবে, যদি আপনি নিজের WiFi পাসওয়ার্ড ভুলে যান, কিংবা বৈধ উপায়ে কোনো নেটওয়ার্কের সংযোগ পেতে চান, তাহলে কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে।

এই আর্টিকেলে আমরা আলোচনা করবো কিভাবে বাড়ির আশেপাশে থাকা wifi password বের করা যায় মাত্র কয়েক সেকেন্ডে। এছাড়াও আর আলোচনা করা হবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অ্যাপস , পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট ও ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে। বিষয়গুলো জানতে হলে আর্টিকেলের প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

বাড়ির আশেপাশে থাকা wifi password বের করুন

আপনার বাড়ির আশেপাশে থাকা ওয়াইফাই যদি আপনার ডিভাইসে কানেক্ট থাকে তাহলে আপনি শুধুমাত্র পাসওয়ার্ড বের করতে পারবেন। অন্যথায় মোবাইলে wi-fi কানেক্ট না থাকলে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন না।

আরো পড়ুনঃ ইমু ডাউনলোড হচ্ছে না কেন

আরো পড়ুনঃ পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

যদি আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে আপনার আশেপাশে যে সকল বাড়িতে ওয়াইফাই সংযোগ রয়েছে সেই সকল বাড়িতে গিয়ে মালিকের সাথে যোগাযোগ করে ওয়াইফাই কানেক্ট করে নিন।

যদি আপনার পাশের বাড়ির সাথে সুসম্পর্ক থাকে তাহলে আপনি সহজেই ফ্রিতে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। আর একবার আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে আপনি সহজেই বাড়ির আশেপাশে থাকা wifi password বের করতে পারবেন।

আরো পড়ুনঃ  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয় ২০২৫

পাসওয়ার্ড বের করে আপনি আপনার অন্যান্য মোবাইল ডিভাইসেও ব্যবহার করতে পারবেন। আবারও সকলকে বলছি যদি বাড়ির মালিক আপনাকে ওয়াইফাই কানেক্ট করে দেয় তাহলেই আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন।

এজন্য আপনারা অবশ্যই বাড়ির আশপাশে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন। চলুন এবার জানা যাক কিভাবে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায়। ওয়াইফাই সংযোগযুক্ত মোবাইল ফোন ব্যবহার করে কিছু স্টেপে আপনি সহজেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন। নিম্নের পদ্ধতি গুলো অনুসরণ করুন।

  • প্রথমেই আপনার যেই ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করা হয়েছে সেই ডিভাইসের ওয়াইফাই সেকশনে যান। 
  • এখন আপনার মোবাইল যেই ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে সংযোগ রয়েছে তার ওপর ক্লিক করুন। নিম্নে ছবির মাধ্যমে দেখানো হলোঃ
বাড়ির আশেপাশে থাকা wifi password
বাড়ির আশেপাশে থাকা wifi password
  • আমরা ছবিতে লাল কালি দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আপনি ওয়াইফাই সংযোগযুক্ত নামটিতে ক্লিক করবেন। 
  • এখন আপনি Wi-Fi QR Code নামক একটি অপশন পাবেন, আর এই অপশনের মাধ্যমে যে কোন সংযোগযুক্ত ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখা যাবে। 
  • Wi-Fi QR Code নামক অপশনটিতে ক্লিক করুন।

Screenshot 165

কিউ আর কোড অপশনটিতে ক্লিক করলেই সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনে একটি কিউআর কোড শো করবে। তবে আপনার মোবাইল ফোনের এন্ড্রয়েড ভার্সন যদি উন্নত মানের হয়ে থাকে তাহলে আপনি সরাসরি ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন। যেমনটা নিচের ছবিতে দেখানো হলোঃ

WiFi password show
WiFi password show

ছবি দেখতে পাচ্ছেন কিউআর কোড সহ পাসওয়ার্ড পর্যন্ত দেখিয়ে দিচ্ছে। তবে আপনার মোবাইল ফোনের সফটওয়্যার ভার্সন যদি কম হয়ে থাকে তাহলে আপনি শুধুমাত্র কিউআর কোড পেতে পারেন।

তবে আপনি চাইলে এখন সেই QR Code স্ক্যান করে পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন। এর জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে QR Code স্ক্যানার ডাউনলোড ব্যবহার করতে পারেন। 

এভাবে সহজেই আপনি বাড়ির আশেপাশে থাকা wifi password বের করতে পারেন মাত্র পাঁচ সেকেন্ডে।

বিশেষ দ্রষ্টব্যঃ শুধুমাত্র আপনার মোবাইল ফোনে আগে থেকেই ওয়াইফাই সংযোগ থাকলে এই পদ্ধতিতে পাসওয়ার্ড বের করা যাবে। অর্থাৎ যেই ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড বের করবেন, সেই ওয়াইফাই নেটওয়ার্ক আপনার ফোনে কানেক্ট থাকতে হবে।

কানেক্ট না থাকলে আপনি কখনোই এই পদ্ধতিতে পাসওয়ার্ড বের করতে পারবেন না। তাই সকলকে বলব আগে আপনি ওয়াইফাই মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক আপনার মোবাইলে সংযোগ করে নিন। 

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অ্যাপস

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অনেকগুলো অ্যাপস রয়েছে। তবে আমার জানামতে বেশিরভাগ অ্যাপস গুলোই সঠিকভাবে কাজ করে না। আপনার ডিভাইসে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট থাকলে তখনই আপনি সেই অ্যাপসগুলো ব্যবহার করে পাসওয়ার্ড বের করতে পারবেন। গুগল প্লে স্টোরে কিছু অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায় যেমনঃ

আপনার যদি রাউটারে এক্সেস থাকে তাহলেই আপনি উপরোক্ত অ্যাপস গুলো ব্যবহার করে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। 

আরো পড়ুনঃ  ইমু ডাউনলোড হচ্ছে না কেন? কারণ ও সমাধান দেখুন

প্রথমে আপনার মোবাইলটি যে রাউটার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট রয়েছে তার আইপি এড্রেস জেনে নিবেন। আমার জানামতে বেশিরভাগ রাউটারের আইপি অ্যাড্রেস 192.168.1.1 বা 192.168.0.1 হয়ে থাকে। 

তবে আপনি চাইলে মোবাইল ফোনের ওয়াইফাই সেকশনে গিয়ে কানেক্ট করা ওয়াইফাই নেটওয়ার্কের উপর ক্লিক করে রাউটারের বা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দেখতে পারেন। আইপি অ্যাড্রেস দেখে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এড্রেসটি লিখুন এবং সার্চ করুন।

এখন আপনার স্কিনে ওয়াইফাই রাউটার পেইজে লগইন করার জন্য এডমিন পাসওয়ার্ড চাইবে। আর এই এডমিন পাসওয়ার্ড সাধারণত ওয়াইফাই রাউটার এর পিছনে স্টিকারে লেখা থাকে। সেখান থেকে আপনি দেখে লগইন করে নিতে পারবেন।

তবে সকল ওয়াইফাই রাউটারের একটি ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড থাকে যেগুলো ইন্টারনেট থেকেও দেখে নিতে পারেন। শুধু মাত্র রাউটারের মডেল নাম্বার দিয়ে সার্চ করলেই পাওয়া যায়। 

রাউটার এডমিন পেজে লগইন হয়ে গেলে আপনি এখন রাউটারের Wireless Settings বা WiFi Settings-এ গিয়ে পাসওয়ার্ড দেখতে পারবেন। এভাবে কিন্তু সহজেই কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায়। এক্ষেত্রে আপনার এই প্রসেসটি করতে ১ মিনিট সময় লাগতে পারে।  

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট – WiFi password show

পাসওয়ার্ড ছাড়া কোনভাবেই যে কোন ওয়াইফাই কানেক্ট করা সম্ভব নয়। অর্থাৎ আপনি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না। তবে আপনার হাতের কাছে যদি ওয়াইফাই রাউটারটি থাকে তাহলে আপনি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করতে পারবেন।

কিন্তু এক্ষেত্রে আপনার মোবাইলে WPS নামক অপশনটি থাকতে হবে। বর্তমানে এই অপশনটি সকল মোবাইলে এভেলেবেল নেই। যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি ওয়াইফাই রাউটারটির সাহায্য নিয়ে পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করে নিতে পারেন।

এই পদ্ধতিতে আপনি নিজের ওয়াইফাই কানেক্ট করতে পারেন। যদি আপনি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলেই এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। কিভাবে এই পদ্ধতিতে ওয়াইফাই কানেক্ট করতে হয় তার নিয়মগুলো দেখুন।

  • প্রথমে আপনার মোবাইলের সেটিংস এ গিয়ে ওয়াইফাই সেকশনে যান। 
  • এখন আপনাকে ওয়াইফাই সেটিং এ যেতে হবে, ওয়াইফাই সেটিং এ আপনি WPS Button নামক একটি অপশন পাবেন। যেখানে আপনি ক্লিক করে রাউটারের সাথে কানেক্ট করার জন্য অনুরোধ করতে পারেন।
  • মোবাইলের WPS Button অপশনটি ক্লিক করুন। 
  • এবার আপনার হাতের কাছে রাউটার থাকলে রাউটারের পিছনে দিকে WPS নামক একটি বাটন পাবেন সেখানে 20 থেকে 30 সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখুন। রাউটারটি এখন ১ মিনিটের জন্য WPS মোডে চালু হয়ে যাবে।
  • যার ফলে এখন যেকোনো ব্যক্তি মোবাইল ফোনের WPS Button অপশনটিতে ক্লিক করে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করে নিতে পারবে। 

এই পদ্ধতিতে একমাত্র যাদের কাছে রাউটার থাকবে তারাই ওয়াইফাই কানেক্ট করতে পারবে। তবে আপনি আত্মীয় বা পরিচিত ব্যক্তিদের বাড়িতে গিয়েও এই পদ্ধতিতে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগ করে নিতে পারেন। তবে এক্ষেত্রে মালিকের অবশ্যই অনুমতি নিবেন।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার কিছু নিয়ম রয়েছে যা ইতিমধ্যে আমরা অন্যান্য পয়েন্টে শেয়ার করেছি। তবে আরো কিছু নিয়ম এখন শেয়ার করব। আপনার মোবাইলে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আপনি সহজেই বিভিন্ন উপায়ে বের করে নিতে পারেন। নিম্নে কয়েকটি উপায়ে শেয়ার করা হলোঃ

আরো পড়ুনঃ  ফেসবুক ডাউনলোড হচ্ছে না কেন ও নতুন ফেসবুক ডাউনলোড করার নিয়ম

১. WiFi Router এর মাধ্যমে পাসওয়ার্ড খুঁজে বের করা

আপনার যদি রাউটারের অ্যাক্সেস থাকে, তাহলে ব্রাউজারে গিয়ে নিচের স্টেপ অনুসরণ করুনঃ

  • ব্রাউজারে লিখুনঃ 192.168.1.1 বা 192.168.0.1 
  • রাউটারের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন (ডিফল্ট ইউজারনেম-পাসওয়ার্ড রাউটারের গায়ে লেখা থাকতে পারে)
  • Wireless Settings বা WiFi Settings-এ গিয়ে পাসওয়ার্ড দেখতে পারবেন।

২. কম্পিউটার ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড দেখা

যদি পূর্বে কম্পিউটারে WiFi সংযুক্ত করা থাকে, তাহলে আপনি নিম্নের পদ্ধতি অনুসরণ করুন। এই পদ্ধতিতে শুধুমাত্র কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যাবে। যদি আপনার কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করা না থাকে তাহলে কখনোই আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন না।

  • প্রথমে কম্পিউটারে Command Prompt (cmd) ওপেন করুন
  • এবার টাইপ করুনঃ netsh wlan show profile name=”WiFi_Name” key=clear ।
  • এখন আপনি রান কমান্ডে ক্লিক করবেন তাহলেই Key Content অংশে পাসওয়ার্ড দেখতে পাবেন।

৩. WiFi QR Code স্ক্যান করা (Android & iPhone)

যদি কোনো ফোন ইতোমধ্যে WiFi-তে সংযুক্ত থাকে, তাহলে সেটিংসে গিয়ে QR Code তৈরি করে অন্য ডিভাইস দিয়ে স্ক্যান করে পাসওয়ার্ড পেতে পারেন। 

৪. রাউটার রিসেট করা

যদি রাউটারের পাসওয়ার্ড একদমই মনে না থাকে, তাহলে reset বাটন চেপে রাউটার রিসেট করে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারেন। এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করেও ওয়াইফাই কানেক্ট করা যায়।

সতর্কতাঃ অন্যের অনুমতি ছাড়া WiFi হ্যাক করা বা ব্যবহার করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। নিজের WiFi ব্যবহারের জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করুন।

কিভাবে ফ্রি wifi চালানো যায়

আপনি পাসওয়ার্ড ছাড়া কখনোই wifi ওয়াইফাই চালাতে পারবেন না। ওয়াইফাই কানেক্ট করার জন্য অবশ্যই পাসওয়ার্ড দরকার হয়। আপনি যার ওয়াইফাই চালাতে চান তার কাছ থেকে পাসওয়ার্ড নিতে পারেন, অর্থাৎ ওয়াইফাই মালিকের নিকট থেকে পাসওয়ার্ড নিতে হবে।

আপনি শুধুমাত্র ওয়াইফাই মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে কানেক্ট করে নিতে পারেন। এভাবে ফ্রিতে বাড়ির আশেপাশে থাকা ওয়াইফাই কানেক্ট করে নিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি চাইলে বিভিন্ন স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে যেতে পারেন যেখানে সবসময় ফ্রি ওয়াইফাই থাকে। সেখানে আপনি ফ্রিতেই ওয়াইফাই চালাতে পারবেন। 

শেষ কথা

বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া দৈনন্দিন কাজ কল্পনাও করা কঠিন। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় জরুরি প্রয়োজনে আশেপাশের WiFi সংযোগ খোঁজার চেষ্টা করি, কিন্তু এটি করতে গিয়ে অবৈধ বা অনৈতিক কোনো উপায় বেছে নেওয়া উচিত নয়। অন্যের অনুমতি ছাড়া WiFi ব্যবহার করা শুধু আইনত দণ্ডনীয় নয়, এটি কারও ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি, কীভাবে আপনি নিজের WiFi পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন, সংরক্ষিত পাসওয়ার্ড খুঁজে বের করতে পারেন, এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের উপায় জানতে পারেন।

বৈধ ও নৈতিক উপায়ে ইন্টারনেট সংযোগ পাওয়া এবং সাইবার নিরাপত্তা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।তাই যদি কখনো আপনার WiFi-র পাসওয়ার্ড ভুলে যান বা সংযোগ সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে এখানে উল্লেখিত বৈধ পদ্ধতিগুলো অনুসরণ করুন।

Leave a Comment