রকেট একাউন্ট চেক করার কোড ২০২৫

আপনি কি রকেট একাউন্ট ব্যবহার করেন, যদি রকেট একাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই রকেট একাউন্ট চেক করার প্রয়োজন পড়ে। আর আপনি রকেট একাউন্ট বিভিন্ন ভাবে চেক করতে পারেন। আপনি সরাসরি রকেট অ্যাপ ব্যবহার করে রকেট একাউন্টের ডিটেলস দেখতে পারেন।

পাশাপাশি রকেট একাউন্ট চেক করার কোড ব্যবহার করে অ্যাপ ছাড়াই সরাসরি রকেট একাউন্টটি চেক করে নিতে পারেন। কোড ব্যবহার করে রকেট একাউন্ট কিভাবে চেক করবেন তা নিয়ে আজকের আর্টিকেলটিতে বিস্তারিত থাকছে। সকলকে ধৈর্য সহকারে পড়ার জন্য অনুরোধ রইল। 

রকেট একাউন্ট চেক করার কোড

বর্তমানে বাংলাদেশে রকেট মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। স্কুল কলেজ থেকে শুরু করে সকল ক্ষেত্রে রকেট একাউন্টের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে। বিশেষ করে স্কুলের মাসিক বেতন অনলাইনে রকেটের মাধ্যমে নেওয়া হচ্ছে।

যার কারণে প্রায় সকলেই রকেট একাউন্ট ব্যবহার করছে। আর বিভিন্ন কাজের রকেট একাউন্ট ব্যবহার করা হয়। যারা নতুন রকেট একাউন্ট খুলেছেন তারা প্রায় রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে জানতে চান।

রকেট একাউন্ট চেক করার কোড হল *322#। এই কোডটি ডায়াল করে আপনি সহজে রকেট একাউন্টের সার্ভিস ইন্টারনেট ছাড়া নিতে পারবেন। পাশাপাশি রকেট একাউন্টের ডিটেলস এবং ব্যালেন্স সহ সকল কিছু দেখা যাবে। রকেট একাউন্টের নির্দিষ্ট ইউএসএসডি কোডটি ডায়াল করে রকেটের সকল মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলো উপভোগ করতে পারবেন।

আরো পড়ুনঃ এয়ারটেল ব্যালেন্স চেক করার কোড

আরো পড়ুনঃ নগদে ক্যাশ আউট চার্জ কত

আরো পড়ুনঃ  nagad live chat ২০২৪ ও নগদ লাইভ চ্যাট করার উপায়

বিশেষ করে  টাকা লেনদেন ,মোবাইল রিচার্জ ,সেন্ড মানি ,ক্যাশ আউট , পেমেন্ট সহ সকল ধরনের লেনদেন করতে পারবেন। যদি আপনি বাটন মোবাইল ব্যবহার করেন তাহলে *৩২২# ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমে একাউন্টের স্ট্যাটাস ও সার্ভিস গুলো নিতে পারেন। 

পাশাপাশি মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলেও এই *322# ইউএসএসডি কোড ডায়াল করে রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। আর অন্যান্য সেবা গুলো নেওয়া যাবে। যারা রকেট অ্যাপ ছাড়া একাউন্ট স্ট্যাটাস ও ব্যালেন্স চেক করতে চান তারা কোডটি ডায়াল করে সব ধরনের সেবা নিতে পারেন।

Rocket Account Check Code

আপনার নিজের রকেট একাউন্টের ব্যালেন্স সহ অন্যান্য সেবা নিতে বা সার্ভিস সম্পর্কে জানতে চান। তাহলে সরাসরি মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে কোড ডায়াল করে চেক করে নিতে পারেন। নিম্নে পদ্ধতি গুলো আলোচনা করা হলোঃ

  • প্রথমেই মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান। 
  • এরপর রকেটের নির্দিষ্ট *322# USSD কোডটি ডায়াল করুন।
  • এখন আপনার সামনে অনেকগুলো অপশন আসবে।
  • অনেকগুলো অপশন এর মধ্যে ব্যালেন্স চেক করার অপশন , টাকা পাঠানোর অপশন সহ অন্যান্য সকল অপশন পেয়ে যাবেন। 
  • আপনার প্রয়োজন অনুযায়ী অপশনগুলো সিলেক্ট করুন।

তাহলে আপনি এভাবে রকেট একাউন্ট চেক করে নিতে পারবেন। সর্বশেষ এক কথায় বলা যায় Rocket Account Check Code হলো *322#। আর এই কোড ডায়াল করেই আপনি রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

রকেট একাউন্ট ব্যালেন্স দেখার উপায়

রকেট একাউন্ট ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে রকেট একাউন্টের ব্যালেন্স দেখার প্রয়োজন পড়ে। রকেট একাউন্টের ব্যালেন্স আপনি দুইটি পদ্ধতিতে দেখতে পারেন।

  • সরাসরি অ্যাপ ইন্সটল করে রকেট একাউন্টের ব্যালেন্স চেক করা।
  • আর রকেট একাউন্ট চেক করার কোড *322# ডায়াল করে ব্যালেন্স দেখা। 

উল্লেখিত দুটি উপায়ে রকেট একাউন্টের ব্যালেন্স দেখা যাবে। সরাসরি গুগল প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি ডাউনলোড করে নিন। আর আপনার রকেট একাউন্টের নাম্বার ও পিন নম্বর দিয়ে লগইন করে রকেট একাউন্টের ব্যালেন্স সহ স্ট্যাটাস চেক করে নিন।

আরো পড়ুনঃ  ইউনিজাইম সিরাপ খেলে কি মোটা হয় ও ইউনিজাইম সিরাপ এর কাজ কি

এছাড়াও আপনি রকেট একাউন্ট চেক করার কোডটি ব্যবহার করে সরাসরি রকেট একাউন্টের ব্যালেন্স বা টাকার পরিমান দেখতে পারেন। প্রথমে মোবাইলের কল অপশন অথবা ডায়াল প্যাডে যাবেন। এরপর সেখানে গিয়ে *322# ডায়াল করুন

অনেকগুলো অপশন আসলে রকেট একাউন্টের ব্যালেন্স দেখার জন্য 5 লিখে সেন্ড বাটনে ক্লিক করুন। এখন আপনি একাউন্টের পিন নম্বর দিয়ে ডায়াল করলেই নিজের একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। ইউএসএসডি কোড ডায়াল করে বাটন মোবাইল ও স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। 

রকেট হেল্প লাইন নাম্বার

রকেট একাউন্ট ব্যবহার করার সময় এমন অনেকেই বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। বিশেষ করে অনেকেই পিন নম্বর ভুলে যাওয়ার সমস্যাটিতে পড়ে থাকে। আর পিন নাম্বার রিকভারি করার জন্য হেল্প সেন্টারে যোগাযোগ করতে হয়।

আর এই জন্য আপনাদের রকেট হেল্পলাইন নাম্বারটি জেনে রাখতে হবে। রকেটের হেল্পলাইন নাম্বার হল 16216। রকেট একাউন্টে যেকোন সমস্যা থাকলে এই নাম্বারে কল দিয়ে সমস্যাটি সমাধান করতে পারবেন। এছাড়াও তাদের অফিসের ওয়েবসাইটে মাধ্যমে যোগাযোগ করেও সমস্যার সমাধান করা যাবে। 

রকেট একাউন্ট চেক করার কোড কেন প্রয়োজন

বর্তমানে বাংলাদেশে সকলেই প্রায় স্মার্টফোন ব্যবহার করে থাকে। তবে কিছু মানুষ রয়েছে যারা বাটন ফোন ব্যবহার করে থাকে। কিন্তু বাটন মোবাইল ব্যবহারকারী সংখ্যাটি অনেক। যার কারণে রকেট একাউন্ট চেক করার জন্য কোডের প্রয়োজন রয়েছে।

বাটন মোবাইলে অ্যাপ ডাউনলোড করা যায় না, আর এজন্য বাটন মোবাইলে সরাসরি রকেট একাউন্টের নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করেই রকেট একাউন্টের ব্যালেন্স সহ রকেট একাউন্ট চেক করতে পারেন।

এছাড়াও স্মার্ট ফোন থাকলেও রকেট একাউন্ট চেক করার জন্য অনেক সময় কোডের প্রয়োজন হয়। কারণ ঘরের বাইরে গেলে অনেকেরই স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকে না। কারণ বাড়িতে তারা ওয়াইফাই ব্যবহার করে কিন্তু বাড়ির বাইরে ওয়াইফাই না থাকাই ইন্টারনেট সংযোগ ফোনে থাকে না।

আরো পড়ুনঃ  ইউরোপের ধনী দেশের তালিকা ও ইউরোপের ২৬ টি দেশের নাম ২০২৪

যার কারণে রকেট একাউন্টের সেবা নিতে হলে রকেট একাউন্ট চেক করার কোড *৩২২# ডায়াল করে সার্ভিস নিতে হয়। তাহলে বুঝতে পারছেন রকেট একাউন্ট চেকিং কোড বাটন মোবাইল ও স্মার্টফোন উভয় ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয়। 

রকেট একাউন্ট দেখার নিয়ম

সরাসরি USSD কোড ডায়াল করে রকেট একাউন্ট দেখে নিতে পারেন। যারা রকেট একাউন্টের স্টেটমেন্ট দেখতে চান বা রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে চান তারা কোড ডায়াল করে দেখতে পারেন। নিম্নে পদ্ধতিটি বলা হলোঃ

  • স্মার্ট ফোন বা বাটন ফোনের ডায়াল প্যাডে যান। 
  • এবার *322# লিখে কল করুন, যেই নম্বরে রকেট একাউন্ট খোলা রয়েছে সেই নম্বর দিয়ে ডায়াল করবেন।
  • এরপর আপনার সামনে রকেট একাউন্টের মেনু আসবে। যেখানে আপনি একাধিক অপশন পাবেন।
  • একাউন্টের ব্যালেন্স বা স্টেটমেন্ট দেখার জন্য My Acc অপশন সিলেক্ট করতে হবে।
  • এজন্য 5 লিখে সাবমিট করুন। এরপর আবার Statement অপশন সিলেক্ট করার জন্য 2 লিখে সেন্ড করুন।
  • এবার রকেট একাউন্টের ৪ ডিজিটের পিন নম্বরটি লিখুন এবং সেন্ড করুন।
  • কিছুক্ষণ পরে আপনার রকেট একাউন্টের ব্যালেন্স সহ লেনদেনের স্টেটমেন্ট দেখানো হবে।

উপসংহার

রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। যারা সহজেই ইন্টারনেট ছাড়া রকেট একাউন্ট চেক করতে চাচ্ছেন তারা রকেট একাউন্টের নির্দিষ্ট কোডটি ব্যবহার করতে পারেন।

এই নির্দিষ্ট ইউএসএসডি কোড ব্যবহার করে রকেট একাউন্টের সেবা নিতে পারবেন। আপনার কাছে রকেট একাউন্ট চেক করার কোন উপায়টি সহজ মনে হয়েছে আমাদের জানাতে পারেন। আর সহজ উপায়টি অনুসরণ করে রকেট একাউন্ট চেক করুন। 

FAQs 

রকেট এর ডায়াল কোড কত?

রকেট এর ডায়াল কোড *৩২২#

রকেট ক্যাশ আউট ফি কত?

রকেট ক্যাশ আউট ফি ০ টাকা। আর এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৬.৭০ টাকা।

রকেটের কাস্টমার কেয়ার নাম্বার কত?

রকেটের কাস্টমার কেয়ার নাম্বার ১৬২১৬

Leave a Comment