আপনার মোবাইলে ভাইরাস রয়েছে, মোবাইলের ভাইরাস আপনি এক নিমিষেই দূর করতে পারেন। শুধুমাত্র কিছু এন্টিভাইরাস সফটওয়্যার মোবাইল ফোনে ইনস্টল করেই ভাইরাস নির্মূল করতে পারেন। মোবাইলে ভাইরাস দূর করার উপায় রয়েছে,
যেগুলো জানার মাধ্যমে আপনি সহজেই মোবাইল ফোনে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করতে পারেন। মোবাইলে ভাইরাস দূর করার জন্য নিচে কিছু কার্যকরী উপায় দেওয়া হলো। এই উপায়গুলো অনুসরণ করলে আপনি আপনার মোবাইল থেকে ভাইরাস দূর করতে পারবেন এবং ডিভাইসটি নিরাপদে রাখতে পারবেন ।
মোবাইল ফোনে ভাইরাস আছে কি না কিভাবে বুঝবেন
দৈনন্দিন জীবনে সকলেই আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোন ব্যবহার করার সময় বিভিন্ন কারনে স্মার্টফোনটি ভাইরাসের সংক্রমণ হতে পারে। সাধারণত আমাদের নিজেদের ভুলের কারণে মোবাইলে ভাইরাস আক্রমণ করে থাকে। আপনার মোবাইলে ভাইরাস রয়েছে কিনা এটি জানার অনেক উপায় রয়েছে। যেমনঃ
- মোবাইলের অ্যাপস সঠিকভাবে ওপেন না হওয়া।
- যেকোনো সময় স্মার্টফোনের অ্যাপস ক্যাশ করা।
- মোবাইলে অতিরিক্ত ডাটা খরচ হওয়া।
- মাঝে মাঝে মোবাইল ফোন হ্যাং করা।
- স্মার্টফোনের দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া।
- মোবাইল সামান্য ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া।
- মোবাইলে অতিরিক্ত স্প্যাম অ্যাড আসা।
- বারবার স্মার্টফোনে থাকা গুগল একাউন্ট লগ আউট হয়ে যাওয়া।
- স্মার্টফোনের সফটওয়্যার ক্যাশ করা,
- মাঝে মাঝে স্মার্টফোনের টাচ স্ক্রিন অটোমেটিক কাজ করা।
- স্মার্টফোন ধীরগতি সম্পূর্ণ হয়ে যাওয়া।
আপনার ডিভাইসে যদি উল্লেখিত কারণগুলো পরিলক্ষিত হয়, তাহলে বুঝতে হবে আপনার ডিভাইসটি ভাইরাসে আক্রান্ত। মোবাইল ফোনকে অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে। অযথা ফিশিং লিংক ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। স্মার্ট ফোনে ভাইরাস আক্রমণ হলে উপরে উল্লেখিত কারণগুলো পরিলক্ষিত হয়।
মোবাইলে ভাইরাস দূর করার উপায়
মোবাইল কে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আর্টিকেলে মোবাইলে ভাইরাস দূর করার কার্যকরী উপায় আলোচনা করা হবে। আর উপায় গুলো আপনি অনুসরণ করে সহজেই মোবাইলের ভাইরাস দূর করতে পারেন।
আরো পড়ুনঃ মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার
আরো পড়ুনঃ অটো ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করুন
আমাদের মোবাইল ফোন বিভিন্ন কারণে ভাইরাস সংক্রমণ হয়ে থাকে, মোবাইলে এই ভাইরাস দূর করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ও উপায় অনুসরণ করতে হয়। বিশেষ করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে এই ভাইরাস গুলো দূর করা যায়।
বর্তমানে ইন্টারনেটে অনেক জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করে মোবাইলে থাকা ভাইরাস নির্মূল করতে পারেন। নিম্নে মোবাইলে ভাইরাস দূর করার উপায় তুলে ধরা হলোঃ
স্মার্টফোনের ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করুন
ভাইরাস যেহেতু স্মার্টফোনের ওয়েব ব্রাউজারকে আক্রমণ করে, কাজে আপনাকে প্রথমেই ওয়েব ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে হবে। আমরা যখন ব্রাউজিং করি তখন মোবাইল ফোনের ব্রাউজারে ক্যাশ ফাইল জমা হয়।
আর এই ক্যাশ ফাইল এর মাধ্যমেই অনেক সময় ভাইরাস প্রবেশ করে থাকে। যদি আপনি কোন ভাইরাস যুক্ত ওয়েবসাইটে প্রবেশ করেন তখন সাথে সাথে সেই ভাইরাসটি আপনার ব্রাউজার মাধ্যমে মোবাইলে প্রবেশ করে। এজন্য স্মার্টফোনের ক্যাশ প্রতিদিন ক্লিয়ার করা প্রয়োজন।
আপনি যেই ব্রাউজারটি ব্যবহার করেন সেই ব্রাউজারটির সেটিং এ প্রবেশ করুন। এরপর সেটিংসে গিয়ে অ্যাপটির অর্থাৎ ব্রাউজার অ্যাপটির ক্যাশ ক্লিয়ার অফ এ ক্লিক করুন। এই অপশন প্রতিটি ফোনে থাকে। আপনি স্মার্টফোনের সেটিংসে গিয়ে অ্যাপ লিস্ট থেকে ব্রাউজারটি খুঁজে পেতে পারেন। এভাবেই স্মার্টফোনের ক্যাশ ক্লিয়ার করে ভাইরাস নির্মূল করা সম্ভব। যেকোন মোবাইলে ক্যাশ ক্লিয়ার করার পদ্ধতিঃ
- প্রথমে স্মার্টফোনের সেটিংস এ প্রবেশ করুন।
- Settings > Privacy > Clear Browsing Data নির্বাচন করুন।
- ক্যাশ, কুকিজ এবং হিস্টোরি ক্লিয়ার করুন।
অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করুন
ভালো মানের একটি বিশ্বস্ত এন্টিভাইরাস সফটওয়্যার মোবাইল ফোনে ইন্সটল করুন এবং স্ক্যান করুন, তাহলে ভাইরাস শনাক্ত করে নির্মূল করতে পারবেন। বর্তমানে গুগল প্লে স্টোরে প্রচুর এন্টিভাইরাস অ্যাপ রয়েছে, যেগুলো ইনস্টল করে স্ক্যান করে দেখতে পারেন। বর্তমানে বেশ কিছু জনপ্রিয় অ্যান্টিভাইরাস অ্যাপস যেমনঃ
- Avast Mobile Security
- Bitdefender
- Kaspersky Mobile Antivirus
- Norton Mobile Security
যেকোনো একটি এন্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করুন। এবার নিচের পদক্ষেপ অনুযায়ী অ্যাপটি ব্যবহার করে স্ক্যান করুন।
- সর্বপ্রথম Google Play Store থেকে যেকোনো অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করুন
- এবার অ্যাপটি ওপেন করুন এবং Scan Now অপশন সিলেক্ট করে ক্লিক করুন।
- আর ভাইরাস শনাক্ত হলে সেগুলো ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করুন।
এছাড়া বর্তমানে সকল মোবাইলে ডিভাইস কেয়ার নামে অ্যান্টিভাইরাস প্রোটেকশন অপশন পাবেন। যেখানে স্ক্যান করেও সরাসরি ভাইরাস সনাক্ত করে রিমুভ করতে পারেন।
ক্ষতিকর অ্যাপ আনইনস্টল করুন
থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোড করলে মোবাইলে ভাইরাস প্রবেশ করতে পারে। এজন্য অজানা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপস মোবাইল ফোন থেকে আনইন্সটল করে দিন।
মূল কথা হলো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যেই অ্যাপস গুলো ডাউনলোড করে ব্যবহার করছেন সেগুলো ডিলিট করুন। এই ধরনের অ্যাপস গুলো সাধারণত ভাইরাস সরিয়ে থাকে, তাই এগুলো রিমুভ করাই ভালো। ক্ষতিকর apps রিমুভ করার পদ্ধতিঃ
- স্মার্টফোনে Settings > Apps > All Apps-এ যান।
- এবার সন্দেহজনক বা অপরিচিত অ্যাপ নির্বাচন করুন ।
- এখন Uninstall বাটনে ক্লিক করে অ্যাপটি রিমুভ করুন।
ফোন রিস্টার্ট করুন সেফ মোডে
যদি আপনার ফোনে ভাইরাস আক্রমণ করে এবং ফোনটি যদি হ্যাং করে তখন আপনি সেফ মোড ব্যবহার করতে পারেন। সেফ মোডে ফোন চালু করলে থার্ড পার্টি ক্ষতিকর অ্যাপ ডিজেবল হয়ে যায়। তখন ফোনটা অনেকটা সেফ থাকে এবং সঠিকভাবে কাজ করে। সেফ চালু করার উপায়ঃ
- স্মার্টফোনের পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখুন।
- Power Off অপশনটি দীর্ঘক্ষণ ধরে রাখবেন।
- এবার Reboot to Safe Mode অপশনটি সিলেক্ট করে ক্লিক করুন।
সফটওয়্যার আপডেট করুন
মোবাইলের সফটওয়্যার আপডেট থাকলে সহজেই ভাইরাস আক্রমণ করতে পারে না, এজন্য সকলেই মোবাইলের সফটওয়্যার ভার্সন আপডেট রাখার চেষ্টা করুন। প্রতি দুই মাস অন্তর অন্তর প্রতিটি ফোন কোম্পানি সফটওয়্যার আপডেট প্রদান করে থাকে।
তারা মূলত আপনার স্মার্টফোনের সিকিউরিটি পলিসি আপডেট করে থাকে, যার ফলে মোবাইলে ভাইরাস আক্রমণ করতে পারে না। এজন্য স্মার্টফোনের সফটওয়্যার আপডেট রাখুন, সফটওয়্যার আপডেট করার পদ্ধতিঃ
- স্মার্টফোনের Settings > Software Update-এ যান।
- যদি আপনার ফোনে নতুন আপডেট এসে থাকে তাহলে আপডেট অপশনে ক্লিক করে আপডেট করুন।
ফ্যাক্টরি রিসেট করুন (যদি প্রয়োজন হয়)
আপনার ডিভাইসে যদি ভাইরাস মারাত্মক পরিমাণে ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এর ফলে ভাইরাস রিমুভ হয়ে যাবে। তবে ফ্যাক্টরি রিসেট করার পূর্বে অবশ্যই মোবাইলের ডাটা ব্যাকআপ নিয়ে নিবেন। মোবাইলে ফ্যাক্টরি রিসেট করার নিয়মঃ
- সর্বপ্রথম স্মার্টফোনের সেটিং এ প্রবেশ করুন।
- Settings > System > Reset > Factory Data Reset-এ যান।
- এবার Reset বাটনে ক্লিক করুন।
অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা বন্ধ করুন
phone Settings > Security > Unknown Sources অপশন বন্ধ রাখুন। এতে ক্ষতিকর অ্যাপ ইনস্টল হওয়ার ঝুঁকি কমবে। আর যেকোনো ধরনের অজানা ওয়েবসাইট থেকে অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকুন।
সন্দেহজনক লিংক ও বিজ্ঞাপন এড়িয়ে চলুন
স্মার্টফোনে মেসেজ, ইমেইল বা ব্রাউজারে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। আর সবসময় সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকবেন। যেকোনো লোভনীয় বিজ্ঞাপন আসলে সেখানে ক্লিক করবেন না। কারণ এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্রাউজারের মাধ্যমে মোবাইলে ভাইরাস প্রবেশ করতে পারে। এজন্য লোভনীয় ও থার্ড পার্টি বিজ্ঞাপন ক্লিক করা থেকে বিরত থাকুন।
মোবাইল সুরক্ষিত রাখার টিপস
- স্মার্টফোনে সব সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করুন
- পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করুন, এক কথায় পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেন।
- স্মার্টফোনে যেকোন অ্যাপস এ পারমিশন দেওয়া থেকে বিরত থাকুন।
এই টিপস গুলো অনুসরণ করলে মোবাইলকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবে। আপনার মোবাইল থাকবে নিরাপদ এবং সুরক্ষিত।
শেষ কথা
মোবাইলে ভাইরাস দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য আর্টিকেলটিতে আলোচনা করেছি। তাহলে বন্ধুরা আপনি কি স্মার্টফোনে ভাইরাস দূর করার উপায় সম্পর্কে জেনেছেন। যদি জেনে থাকেন তাহলে এখনি পদক্ষেপ গুলো গ্রহন করুন এবং মোবাইলকে সুরক্ষিত রাখুন।
আর ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য মোবাইল ফোনে এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করুন, আর প্রতিনিয়ত সফটওয়্যার আপডেট রাখুন। মোবাইলে ভাইরাস দূর করার উপায় সম্পর্কে কোন বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন, শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করব।