ভিশন ছোট ফ্রিজের দাম কত ও ফ্রিজগুলোর মূল্য তালিকা দেখুন

আপনারা যারা ফ্রিজ কিনতে চান তারা অনেকেই ভিশন ছোট  ফ্রিজ কেনার চিন্তা করে থাকেন। তবে ভিশন ছোট ফ্রিজ কেনার পূর্বে অবশ্যই ভিশন ছোট ফ্রিজের দাম কত ও মূল্য তালিকা জেনে রাখা উচিত। ভিশন কোম্পানি বর্তমানে খুবই উন্নত মানের ছোট ফ্রিজ তৈরি করছে, যেগুলো আপনি কম বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। ফ্রিজের মূল্য তালিকা জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। আমরা ভিশনের ছোট ফ্রিজের মূল্য তালিকা গুলো আলোচনা করব।

ভিশনের ছোট ফ্রিজ গুলো বিভিন্ন দামের মধ্যে হয়ে থাকে। আপনার বাজেট অনুযায়ী ফ্রিজের মডেল নির্বাচন করে ব্রিজ ক্রয় করতে পারেন। আর এই জন্য আপনাদের ভিশন ফ্রিজ গুলোর দাম সম্পর্কে অবগত হতে হবে। আর আমরা তা আপনাদের জানিয়ে দেবো।ভিশন মিনি ফ্রিজের দাম কত সম্পর্কে আর্টিকেলটিতে বিস্তারিত থাকছে।

ভিশন ছোট ফ্রিজের দাম কত

যারা কম বাজেটে উন্নত মানের ফ্রিজ ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে ভিশন কোম্পানির ফ্রিজ গুলো দেখতে পারেন। তারা উন্নত মানের টেকসই ফ্রিজ তৈরি করে থাকে যা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায়। বর্তমানে বাংলাদেশে একাধিক কোম্পানির ফ্রিজ রয়েছে।

এর মধ্যে ভিশন কোম্পানির ফ্রিজ অন্যতম। ভিশন ব্যান্ডের ছোট ফ্রিজ গুলোর দাম সাধারণত ২৫ হাজার থেকে ৩৬ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এবার চলুন ভিশন ছোট ফ্রিজের দাম সম্পর্কে জেনে আসা যাক। 

ফ্রিজের মডেল নংছোট ফ্রিজের দাম
VISION Mini Refrigerator RE-50L SS১৩,৮৬০ টাকা
VISION Glass Door Chest Freezer RE-250 Liter ৩৬,৮১০ টাকা
VISION Ice Cream Freezer 158L৩৬,৮১০ টাকা
VISION Glass Door Refrigerator RE-217 Liter৩৫,৩৭০ টাকা 
VISION Glass Door Chest Freezer RE-150 Liter Blue২৭,৮১০ টাকা 
VISION Glass Door Refrigerator RE-142 Liter২৬,৫০০ টাকা
VISION Mini Refrigerator RE-101 Liter১৭,৩৭০ টাকা
VISION Glass Door Refrigerator RE-185L৩৩,৪৮০ টাকা
VISION Glass Door Refrigerator RE-180 Liter Lotus

৩২,৮৫০ টাকা

আমার উপরের টেবিলে ভিশন মিনি ফ্রিজের দাম গুলো তুলে ধরেছি। ফ্রিজের দামের সাথে মডেলের নাম বলা হয়েছে। আপনি সরাসরি তাদের ভিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফ্রিজের দাম গুলো দেখতে পারেন। আর দাম বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে।

আরো পড়ুনঃ  মোটা মেয়ে এবং চিকন মেয়ে বিয়ে করার উপকারিতাগুলো জানুন

বিশেষ করে শোরুমে সামান্য একটু পরিবর্তন দেখা যায়।আপনি ফ্রিজের মডেল গুলো তাদের অফিসের ওয়েবসাইটে লিখে সার্চ করে ফ্রিজের ছবি দেখে নিতে পারেন। তাহলে দেখতে পেলেন ভিশন ছোট ফ্রিজের দাম কত। আশা করছি আপনার পছন্দের ছোট ফ্রিজটি পেয়ে গেছেন। 

ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৫ 

ভিশন ব্যান্ডের আপনি অনেক মডেলের ফ্রিজ পাবেন। বড় আকারের সহ মিনি সাইজেরও ফ্রিজ আছে তাদের। ভিশন মূলত pran আরএফএল কোম্পানির একটি সাব ব্যান্ড। এক কথায় বলা চলে ভিশন হল প্রাণ কোম্পানির ব্যান্ড।

ফ্রিজের আকারের উপর নির্ভর করে দাম নির্ধারণ হয়ে থাকে। বড় ফ্রিজের দাম সাধারণত বেশি হয়ে থাকে। এখন আমরা ভিশন ব্যান্ডের ফ্রিজের মূল্য তালিকা গুলো তুলে ধরার চেষ্টা করব। নিম্নে ভিশন ফ্রিজের মূল্য তালিকা তুলে ধরা হলোঃ

  • VSN GD Chest Freezer RE-350L Black মডেলের ভিশন ফ্রিজের দাম ৪১ হাজার ৫৮০ টাকা। 
  • ভিশন VISION Glass Door Refrigerator RE-262 মডেলের ফ্রিজের দাম ৩৯ হাজার ৫০০ টাকা।
  • VISION Glass Door Refrigerator RE-252 Liter Golden Gardenia Bottom Mount মডেলের ফ্রিজটির দাম ৪২৬০০ টাকা। 
  • VISION Glass Door Refrigerator RE- 238L Mirror Purple Flower Bottom Mount মডেলের ভিশন ফ্রিজের দাম ৩৭ হাজার ৯৮০ টাকা। 
  • VISION Glass Door Refrigerator RE-240 Liter Vase W Magnolia Flower Top Mount মডেলের ফ্রিজটির দাম ৪১ হাজার ২০০ টাকা। 
  • VISION Glass Door Refrigerator RE-238 Liter Vase G Magnolia মডেলের ভিশন ব্যান্ডের ফ্রিজের দাম 37 হাজার টাকা। 
  • VISION Glass Door Top Mount with Low Noise Compressor & Fast Cooling Speed Refrigerator RE-222 Liter Mirror Blue FL নং মডেলের ফ্রিজের দাম ৩৬ হাজার ৪৫০ টাকা।
  • VISION Glass Door Refrigerator RE-216 Liter Sun Glory Bottom Mount মডেলের ফ্রিজের বাজার মূল্য ৩৫ হাজার ৩৭০ টাকা।
  • VISION Glass Door Refrigerator RE-180 Liter Lotus ফ্রিজের বাজার মূল্য ৩২ হাজার ৮৫০ টাকা।

উল্লেখিত লিস্টে আমরা অনেকগুলো VISION কোম্পানির ফ্রিজের মূল্য তালিকা তুলে ধরেছে। এছাড়া আরো অনেক ফ্রিজ রয়েছে যেগুলো বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। আপনি সেগুলোর মূল্য তালিকা তাদের সাইট থেকে দেখে নিতে পারেন। VISION এর অফিসিয়াল সাইটে যান সকল তথ্যগুলো জানতে পারবেন। আমার এখানে VISION মিনি ফ্রিজের দাম সহ বড় সাইজের ফ্রিজের দাম গুলো আলোচনা করেছি।

সবচেয়ে ছোট ফ্রিজের দাম কত

বাংলাদেশের সবচেয়ে ছোট ফ্রিজের দাম সম্পর্কে অনেকেই জানতে চান। তাদের কথা চিন্তা করে আমরা এখন সবচেয়ে ছোট ফ্রিজের দাম সম্পর্কে কিছুটা ধারণা দেবো। বাংলাদেশ প্রচুর ইলেকট্রনিক্স ব্যান্ড রয়েছে যারা ফ্রিজসহ অন্যান্য ইলেকট্রনিক আইটেমগুলো তৈরি করে থাকে।

আরো পড়ুনঃ  মালটিভিট প্লাস খেলে কি মোটা হয়? উপকারিতা জেনে আসুন

আরো পড়ুনঃ টাইগার মুরগি কত টাকা কেজি দেখুন

আরো পড়ুনঃ ওয়ালটন মিনি ফ্রিজের দাম

এই ব্যান্ডগুলোর মধ্যে অনেক ব্যান্ড রয়েছে যারা সবচেয়ে ছোট আকারে ফ্রিজ গুলো তৈরি করে থাকে। আর সেগুলোর দাম অনেকটা কম হয়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ছোট ফ্রিজের মধ্যে সানিও মিনি ফ্রিজ অন্যতম,যার আকার মাত্র ১২ ইঞ্চি চওড়া, ৮ ইঞ্চি গভীর এবং ৬ ইঞ্চি উঁচু। আমাদের জানামতে এই ফ্রিজটির দাম প্রায় ১২০০০ টাকার আশেপাশে।

তবে দাম বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে। তাই সরাসরি দোকান থেকে খোঁজখবর নিন। এছাড়াও আরো অনেক ব্যান্ডের মিনি ফ্রিজ রয়েছে। বিশেষ করে ওয়ালটন ব্যান্ডের সবচেয়ে ছোট ফ্রিজ আছে। ওয়ালটনের ছোট ফ্রিজের দাম সাধারণত ১৭৫০০ টাকা থেকে শুরু হয়।

যেমন ওয়ালটন কোম্পানির WFS-TN3-RBXX-XX ছোট ফ্রিজটির দাম প্রায় ১৭৪০০ টাকা। তাছাড়া ওয়ালটনের মিনি ডিপ ফ্রিজ দেখতে পারেন। মিনি ডিপ ফ্রিজ দাম গুলো অনেক কম হয়ে থাকে। ওয়ালটনের WCF-1B5-GDEL-XX মডেলের 125 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্রিজটির দাম প্রায় ২৬ হাজার ৯৯০ টাকা।

আপনি ছোট মিনি ফ্রিজ গুলো বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে অর্ডার করতে পারেন। বিশেষ করে দারাজ ই-কমার্স প্রতিষ্ঠান অনলাইন এর মাধ্যমে অনেক ধরনের ছোট ফ্রিজ বিক্রয় করে থাকে। আপনি তাদের সাইটে গিয়ে ফ্রিজ গুলোর দাম দেখে নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন।

তারা প্রায় সকল ব্যান্ডের ফ্রিজ গুলো সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকে। মনে রাখবেন ফ্রিজের দাম সময়ের সাথে পরিবর্তন হয়। সর্বশেষ আপডেট দাম সম্পর্কে জানতে ব্যান্ডের অফিশিয়াল সাইটগুলোতে ভিজিট করুন। আশা করছি বাংলাদেশের সবচেয়ে ছোট ফ্রিজ এর দাম কত তা জানতে পেরেছেন। 

ভিশন ফ্রিজ 10 সেফটি দাম কত

ভিশন ফ্রিজের ১০ কিউবিক ফিট (সিএফটি) মডেলগুলোর দাম বিভিন্ন উৎস অনুযায়ী ভিন্ন হতে পারে। যেমনঃ VSN GD Refrigerator RE-180L Dahlia Red -TM মডেলের ফ্রিজটির দাম ৩৩,৮২০ টাকা। আমরা এক সূত্র থেকে জানতে পেরেছি ভিশন ফ্রিজের ১০ সিএফটি মডেল এগুলোর দাম সাধারণত ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। আপনারা চাইলে ভিশনের শোরুমে গিয়ে অথবা ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারেন। সেখানে অসংখ্যা ফ্রিজের মডেল সহ দাম দেখানো হয়েছে। 

আরো পড়ুনঃ  সহজ কিস্তিতে লোন ও গ্রামে বাড়ি করার জন্য ব্যাংক লোন নিন

ভিশন ফ্রিজ 216-217 লিটার দাম কত

আপনার অনেকে 216 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ভিশন ব্যান্ডের ফ্রিজ গুলো ক্রয় করতে চান। তাদের জন্য আমরা ভিশন ফ্রিজ 216 লিটার দাম কত সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সর্বপ্রথম দাম জানুন তারপরে মডেল গুলো পছন্দ করে ক্রয় করার জন্য শোরুমে যান। নিম্নে 216 ধারণ ক্ষমতা সম্পন্ন ভিশন ফ্রিজের দাম তুলে ধরা হলো। 

  • VSN GD Refrigerator RE-216L Mirror Jaba FL-BM মডেলের ফ্রিজটির দাম ৩৫ হাজার টাকা। 
  • VSN GD Refrigerator RE-216L Mirror Purple FL-BM মডেলটির বাজার মূল্য ৩৬ হাজার ২০০ টাকা।
  • VISION Glass Door Refrigerator RE-217 Liter ফ্রিজের মূল্য ৩৫ হাজার ৩৭০ টাকা। 
  • VISION Glass Door Refrigerator RE-216L Digital Blue ফ্রিজের মূল্য ৩৫ হাজার ৪০০ টাকা.

আশা করছি ২১৬ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ফ্রিজ গুলোর দাম সম্পর্কে জানতে পেরেছেন। ফ্রিজগুলো তাদের স্টকে রয়েছে কিনা জানার জন্য শোরুমে খোঁজ নিন অথবা সরাসরি ওয়েবসাইটের নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করুন।

ভিশন ফ্রিজ 262 লিটার দাম কত

এখন আমরা ২৬২ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ভিশন ফ্রি জের দাম গুলো জানানোর চেষ্টা করব। নিম্নে ফ্রিজগুলোর দাম তুলে ধরা হলোঃ

  • VISION Glass Door Refrigerator RE-262 Liter Mirror White Purple মডেলটির দাম 39,510 টাকা। 
  • VISION Glass Door Refrigerator RE-262 Liter ফ্রিজের মূল্য ৩৯৫০০ টাকা।

ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম কত

বর্তমানে ভীষণ ব্যান্ডের ১৫০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো ফ্রিজ আছে। যেগুলোর দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। VISION Glass Door Refrigerator RE-150 Liter Chinese Rose মডেলের ফ্রিজের দাম 27 হাজার 800 টাকা। আরেকটি মডেল রয়েছে সেটি হল VISION Glass Door Chest Freezer RE-150 Liter Blue Eustoma Flower।

এটি সাধারণত শুধুমাত্র ডিপ ফ্রিজ, এটির দাম ২৭ হাজার টাকার আশেপাশে।আরো কয়েকটি মডেলের ফ্রিজ আছে তবে সেগুলোর স্টক নেই। যার কারণে আমরা দাম গুলো তুলে ধরার চেষ্টা করলাম না। বাকি বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে জেনে নিন। 

শেষ কথা

আর্টিকেলে ভিশন ছোট ফ্রিজের দাম কত তা জানিয়ে দিয়েছি। এছাড়াও ভিশন ব্যান্ডের ফ্রিজ গুলোর মূল্য তালিকা তুলে ধরেছি। অনেকগুলো মডেল আছে যেগুলোর তালিকা দেওয়া হয়েছে। আপনার বাজেট অনুযায়ী ফ্রিজের মডেল অনুযায়ী বাছাই করে নিন এবং শোরুমে গিয়ে ভালোভাবে দেখে ক্রয় করুন। 

Leave a Comment