আপনি যদি গ্রামীন সিম ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চয়ই গ্রামীন সিমে এমবি কেনার প্রয়োজন পড়ে। আর এজন্য আপনাদের জানার সুবিধার্থে আমরা আর্টিকেলটিতে জিপি ইন্টারনেট প্যাকেজ , গ্রামীন এমবি অফার ৭ দিনের , গ্রামীন এমবি অফার কোড ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি সহজেই গ্রামীন এমবি অফার ৩০ দিনের দেখে নিন।
ভূমিকা
বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না। কাজ হোক অফিসের, পড়াশোনার কিংবা বিনোদনের প্রতিটা ক্ষেত্রেই ইন্টারনেট এখন অবিচ্ছেদ্য অংশ। আর বাংলাদেশে ইন্টারনেট সেবার কথা উঠলেই প্রথম যে নামটি মাথায় আসে, তা হলো গ্রামীণফোন বা জিপি।
দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর হিসেবে জিপি দীর্ঘদিন ধরে তার গ্রাহকদের জন্য দিচ্ছে নানা রকমের ইন্টারনেট প্যাকেজ – যেগুলো সাশ্রয়ী, দ্রুতগতির এবং প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগসহ।
আরো পড়ুনঃ বাংলালিংক মিনিট অফার দেখার কোড
আরো পড়ুনঃ জিপি মিনিট অফার দেখার কোড ২০২৫
এই আর্টিকেলে আমরা আলোচনা করবো জিপির নতুন ও জনপ্রিয় ইন্টারনেট প্যাকেজগুলো সম্পর্কে, কীভাবে সহজে অ্যাক্টিভেট করবেন, কোন প্যাকেজ কাদের জন্য উপযুক্ত এবং কিভাবে কম খরচে বেশি ডেটা পাওয়া যায়।
আপনি যদি নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন অথবা মাঝেমধ্যে সীমিত পরিমাণে ডেটা ব্যবহার করেন। যেকোনো পরিস্থিতিতেই আপনার জন্য উপযুক্ত একটি প্যাকেজ এই লেখায় আপনি খুঁজে পাবেন।চলুন জেনে নিই জিপির সেরা ইন্টারনেট অফারগুলোর খুঁটিনাটি।
গ্রামীন এমবি অফার ৩০ দিনের
আমরা এখন গ্রামীন সিমের ৩০ দিনের এমবি অফার গুলো সম্পর্কে আলোচনা করব। যারা ৩০ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কিনতে চাচ্ছেন তারা এখন এই পয়েন্টটি ভালো করে পড়ুন। নিম্নে গ্রামীণ এমবি অফার ৩০ দিনের তুলে ধরা হলোঃ
- গ্রামীণফোন সিমে ৮ জিবি ৩০ দিন মেয়াদের এই স্পেশাল অফারটি নিতে পারবেন মাত্র ১৫০ টাকায়। অফারটি নিতে ডায়াল করুন *121*5138#
- জিপি সিমে ১০ জিবি মাত্র ১২৫ টাকায় ৩০ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজটি নিতে ডায়াল করুন *121*5622#
- ৮ জিবি ১০০ টাকা ৩০ দিন মেয়াদে ডাটা প্যাকেজটি নিতে জিপি সিম থেকে ডায়াল করুন *121*5071#। এই অফারটি যে কোন জিপি সিম ব্যবহারকারী সর্বোচ্চ একবার নিতে পারবে।
- এছাড়াও ৭ জিবি+ ১৮০ মিনিট ৩০ দিন মেয়াদের এই অফারটি নিতে পারবেন মাত্র ১৯৫ টাকায়। অফারটি নিতে ডায়াল করুন *121*5205#
- ৯০ জিবি ইন্টারনেট মাত্র ৭৪৯ টাকায়, মেয়াদ ৩০ দিন। অফারটি নিতে ডায়াল করুন *121*33320#
- ৫ জিবি ৮০ টাকায় ৩০ দিন মেয়াদ এর ইন্টারনেট অফারটি নিতে ডায়াল করুন *121*5071#
- ৪০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট প্যাকেজটি ৩০ দিন মেয়াদে নিতে গ্রামীন সিম থেকে ইউএসএসডি কোড ডায়াল করুন *121*5145#
উপরোক্ত ইন্টারনেট প্যাকেজ ছাড়াও আরো অনেক ধরনের ইন্টারনেট প্যাকেজ রয়েছে যা আমরা জিপি ইন্টারনেট প্যাকেজ তালিকা অংশে আলোচনা করব। এখানে শুধু আমরা স্পেশাল ৩০ দিনের এমবি অফার গুলো তুলে ধরার চেষ্টা করলাম।
গ্রামীন এমবি অফার ৭ দিনের – গ্রামীন এমবি অফার
যারা সাত দিনের জন্য গ্রামীণফোন সিমে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই অংশটি গুরুত্ব সহকারে পড়ুন। কারণ এখন আমরা গ্রামীন সিমের সাত দিনের ইন্টারনেট প্যাকেজ এর তালিকা তুলে ধরার চেষ্টা করব। গ্রামীণফোন কোম্পানি ৭ দিনের ইন্টারনেট প্যাকেজ বিভিন্ন মূল্যে দিয়ে থাকে। নিম্নে গ্রামীণ এমবি অফার ৭ দিনের তুলে ধরা হলোঃ
- জিপি সিমে ৯৪ টাকায় ৮ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*5181#
- জিপি সিমে ১৩৫ টাকায় ১০ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*5047#
- গ্রামীণফোন সিমে ২ জিবি ৪০ টাকা ৭ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজটি নিতে ডায়াল করুন *121*5182#
- ২০০ এমবি ২৬ টাকায় ৭ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *121*3407#।
- গ্রামীন সিমে ৫১ টাকায় পাচ্ছেন ৪৫০ এমবি ৭ দিন মেয়াদ। অফারটি নিতে হলে ডায়াল করুন *121*3409#
- জিপি সিমে ৫১২ এমবি ৫৬ টাকায় পাচ্ছেন, মেয়াদ ৩০ দিন। এই ইন্টারনেট প্যাকেজটি নিতে ডায়াল করুন *121*3413#
- ৭৫০ mb 58 টাকায় নিতে ডায়াল করুন *121*3415#। আর অফারটির মেয়াদ মাত্র ৭ দিন।
- জিপি সিমে ৬৯ টাকায় ১ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3356#
- জিপি সিমে ৯৮ টাকায় ২ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3322#
- জিপি সিমে ১১৯ টাকায় ৩.৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3425#
- জিপি সিমে ১৪৮ টাকায় ৪.৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3262#
- জিপি সিমে ১২৯ টাকায় ৪ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3329#
- জিপি সিমে ১১৪ টাকায় ৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3344#
- জিপি সিমে ১২৪ টাকায় ৬ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3434#
- জিপি সিমে ১৩৪ টাকায় ৭ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3308#
- জিপি সিমে ১৯৮ টাকায় ১২ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3133#
- জিপি সিমে ১৬৪ টাকায় 14 GB (2 GB daily) জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি নিতে ডায়াল করুন *121*3332#
- গ্রামীন সিমে ১৭৯ টাকায় পাচ্ছেন ১৫ জিবি ৭ দিন মেয়াদ। অফারটি নিতে হলে ডায়াল করুন *121*3359#
- গ্রামীন সিমে ২৮৯ টাকায় পাচ্ছেন 40 GB (with bonus) ৭ দিন মেয়াদ। অফারটি নিতে হলে ডায়াল করুন *121*3289#
- গ্রামীন সিমে ৯৮ টাকায় পাচ্ছেন 3 GB (with bonus) ৭ দিন মেয়াদ। অফারটি নিতে হলে ডায়াল করুন *121*3098#
আশা করছি জিপি সিম ব্যবহারকারীরা সাত দিনের সকল ইন্টারনেট প্যাকেজগুলো সম্পর্কে জানতে পেরেছেন। আমরা উপরের লিস্টে গ্রামীন সিমের 7 দিনের সকল ইন্টারনেট অফার গুলো তুলে ধরেছি। ৩০ টির বেশি অফার তুলে ধরা হয়েছে। অফারগুলো নিতে অবশ্যই মোবাইলের সিমে ব্যালেন্স থাকতে হবে এবং ইউএসএসডি কোড ডায়াল করে নিতে হবে।
নোটঃ প্রতিটি প্যাকেজ চালু করার আগে জিপি অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকে সর্বশেষ মূল্য ও শর্ত যাচাই করে নিন।
গ্রামীন এমবি অফার কোড
গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য আপনি সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন অথবা ইউএসএসডি কোড ডায়াল করে ক্রয় করতে পারেন। পাশাপাশি গ্রামীণফোনের মাই জিপি অ্যাপটি ডাউনলোড করেও মোবাইল ফোন থেকে সরাসরি ইন্টারনেট প্যাক সহ অন্যান্য প্যাক কেনা যাবে।
তবে আপনি চাইলে তাদের অফিসিয়াল গ্রামীণফোন ওয়েবসাইটে লগইন করে সেখান থেকে ইন্টারনেট প্যাকেজ গুলো কিনতে পারেন। আর যদি ইউএসডি কোড ডায়াল করে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে যান সে ক্ষেত্রে ডায়াল করুন *121#।
এই ইউএসডি কোড ডায়াল করলেই ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার অনেকগুলো অপশন পাবেন। যেখানে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। এছাড়াও আরো সহজ উপায়ে ইন্টারনেট কিনতে MYgp app ডাউনলোড করুন।
জিপি ইন্টারনেট প্যাকেজ ২০২৫ আপডেট
এখন আমরা জিপি সিমের সকল ইন্টারনেট প্যাকেজ গুলোর তালিকা তুলে ধরার চেষ্টা করব। যারা জিপি সিমে প্রতিমাসে ইন্টারনেট ব্যবহার করে তারা অবশ্যই এই পয়েন্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ এখানে জিপি সিমের স্পেশাল অফার সহ সকল ধরনের ইন্টারনেট প্যাকেজ গুলো সম্পর্কে দেওয়া হবে। চলুন নিম্নে জিপি ইন্টারনেট প্যাকেজ গুলোর তালিকা জেনে নেওয়া যাক।
১ জিবি ইন্টারনেটঃ
- মূল্যঃ ১৪৯ টাকা
- কোডঃ*121*3418#
- মেয়াদ: ৩০ দিন
২ জিবি ইন্টারনেটঃ
- মূল্যঃ ২৯৮ টাকা
- কোডঃ *121*3458#
- মেয়াদঃ ৩০ দিন
৩ জিবি ইন্টারনেটঃ
- মূল্য: ৩১৯ টাকা
- কোড: *121*3426#
- মেয়াদ: ৩০ দিন
৭ জিবি ইন্টারনেটঃ
- মূল্য: ৪৪৮ টাকা
- কোড: *121*3334#
- মেয়াদ: ৩০ দিন
১৮ জিবি ইন্টারনেটঃ
- মূল্য: ৫৯৯ টাকা
- কোড: *121*3499#
- মেয়াদ: ৩০ দিন
৯০ জিবি ইন্টারনেট (প্রতিদিন ৩ জিবি)
- মূল্য: ৭৪৯ টাকা
- কোড: *121*33320#
- মেয়াদ: ৩০ দিন
৬০ জিবি ইন্টারনেট (প্রতিদিন ২ জিবি)
- মূল্য: ৫৯৮ টাকা
- কোড: *121*3099#
- মেয়াদ: ৩০ দিন
জিপি ইন্টারনেট প্যাকেজ ১.৪ জিবি মাত্র ১৪ টাকা ২ দিন মেয়াদঃ
- অফারটির মূল্যঃ ১৪ টাকা
- অফার নেওয়ার কোডঃ *121*5005#
জিপি এমবি অফার ১ জিবিঃ
- মূল্যঃ ২৭ টাকা
- অফার নেওয়ার কোডঃ *121*5801#
- মেয়াদ: ৩ দিন
জিপি এমবি অফার ১ দিনেরঃ
- ইন্টারনেট প্যাকেজঃ ৪ জিবি
- ইন্টারনেট মেয়াদঃ ১ দিন
- মূল্যঃ ৬৯ টাকা
- অফার নেওয়ার কোডঃ *121*3969#
জিপি ২ জিবি ৬৯ টাকা:
- অফারটির মেয়াদ: ৭ দিন
- অফার নেওয়ার কোড: *121*3282#
গ্রামীণফোন ৭ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন
এটি বর্তমানে গ্রামীণফোন সিম ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় অফার। সকল গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা এই অফারটি নিতে পারবে। আপনিও চাইলে এই ইন্টারনেট প্যাকেজটি সরাসরি ১৩০ টাকা মোবাইল রিচার্জ এর মাধ্যমে নিতে পারেন।
- অফারটির মেয়াদঃ ৭ দিন
- মূল্যঃ ১৩০ টাকা
- অফার নেওয়ার কোডঃ *121*5130#
জিপি ১০ জিবি ইন্টারনেট মাত্র ১১৮ টাকায়
এই ১০ জিবি ইন্টারনেট প্যাকেজ এর মূল দাম ১৬৯ টাকা। তবে বর্তমানে গ্রামীন সিম এ অফারটি ডিসকাউন্টে দিচ্ছে ১১৮ টাকায়। সকল গ্রামীন সিম ব্যবহারকারী এই অফারটি মাসে একবার নিতে পারবে। অফারটির মেয়াদ ৭ দিন। অফারটি নিতে ডায়াল করুন *121*5047#।
জিপি ইন্টারনেট প্যাকেজ চালু করার নিয়ম
জিপির যেকোনো প্যাকেজ চালু করতে আপনি নিচের যেকোনো পদ্ধতি অনুসরণ করতে পারেনঃ
- USSD কোড ডায়াল করেঃ অফার নেওয়ার ইউএসএসডি কোডগুলো ব্যবহার করে সরাসরি অ্যাক্টিভেট করা যায়।
- MyGP অ্যাপ ব্যবহার করেঃ Google Play Store বা App Store থেকে ডাউনলোড করে লগইন করুন এবং পছন্দের প্যাকেজ বেছে নিন।
- GP ওয়েবসাইট থেকেঃ www.grameenphone.com এ গিয়ে প্যাকেজ সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে সহজেই ইন্টারনেট প্যাকেজ চালু করতে পারবেন।
কোন জিপি প্যাকেজ আপনার জন্য উপযুক্ত?
- কম ব্যবহারকারীর জন্যঃ দৈনিক 45MB বা 1GB সোশ্যাল প্যাক যথেষ্ট।
- মাঝারি ব্যবহারকারীঃ 1GB বা 2GB সাপ্তাহিক প্যাক ভালো অপশন।
- হেভি ইউজারঃ 10GB মাসিক প্যাকেজ সেরা চয়েস, বিশেষ করে স্ট্রিমিং বা রিমোট কাজের জন্য।
ডেটা সেভিং টিপসঃ
- অটো আপডেট বন্ধ করে দিন।
- ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখার সময় লো কোয়ালিটিতে চালান।
- ব্রাউজিংয়ের সময় ডেটা সেভার মোড চালু রাখুন।
শেষ কথা – গ্রামীন এমবি অফার ৩০ দিনের
ডিজিটাল যুগে স্মার্টভাবে ইন্টারনেট ব্যবহার করতে হলে উপযুক্ত প্যাকেজ নির্বাচন করাটাই সবচেয়ে জরুরি। জিপির ইন্টারনেট অফারগুলো যেমন বৈচিত্র্যময়, তেমনি সাশ্রয়ীও। আপনি যদি সময়মতো সঠিক প্যাকেজ বেছে নিতে পারেন, তবে কম খরচে মনের মতো ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
এখনই আপনার পছন্দের প্যাক চালু করুন এবং থাকুন কানেক্টেড, সবসময়। আমরা আর্টিকেলটিতে জিপি ইন্টারনেট প্যাকেজ গুলোর তালিকা তুলে ধরেছি। আপনার পছন্দ মত প্যাকেজগুলো সিলেক্ট করে ক্রয় করুন। আর সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকুন।
জিপি ইন্টারনেট সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন (FAQs)
না, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্যাক বাতিল করা যায় না।
ইন্টারনেট শেষ হয়ে গেলে প্রতি MB ব্যবহারে টাকা কাটবে, তাই নতুন প্যাক নিতে হবে।
*121*1*4# ডায়াল করে আপনি সহজেই ডেটা ব্যালেন্স জানতে পারবেন।প্যাকেজ একবার চালু করার পর বাতিল করা যাবে?
ইন্টারনেট শেষ হয়ে গেলে কী হবে?
কীভাবে জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করব?