বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে বিকাশ অত্যন্ত জনপ্রিয়। যদিও স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাপ ব্যবহার করে সহজেই ব্যালেন্স চেক করা যায়, অনেকেই এখনো বাটন ফোন ব্যবহার করেন। তাই এই আর্টিকেলে আমরা বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বর্তমানে কমবেশি অনেকেই বাটন ফোন ব্যবহার করে থাকেন, বাটন ফোন ব্যবহার করলে বিকাশে টাকা দেখার নিয়ম রয়েছে। এছাড়াও আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, আর আপনার স্মার্ট ফোনে যদি ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে বিকল্প উপায়ে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন।
কিভাবে বাটন ফোন সহ স্মার্টফোনের বিকাশে টাকা দেখা যায় তার নিয়ম গুলো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করব। মূল কথা বাটন ফোনে বা স্মার্টফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে সকল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব।
বিকাশে টাকা দেখার নিয়ম – বিবরণ
বিকাশে টাকা দেখার দুটি নিয়ম আছে, যে নিয়ম অনুযায়ী আপনি বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। বর্তমানে সময়ে বিকাশ ব্যবহারকারীদের বেশিরভাগই স্মার্টফোনের মাধ্যমে সহজেই অ্যাপ ব্যবহার করে লেনদেন করে থাকেন।
তবে বাংলাদেশে এখনো উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাটন ফোন ব্যবহার করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এর ব্যাপকতা বেশি। তাদের জন্য বিকাশের USSD কোড সুবিধাটি অত্যন্ত কার্যকর।
আরো পড়ুনঃ ২০২৫ সালে বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম
আরো পড়ুনঃ অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
তাই এই আর্টিকেলে আমরা বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনি কিভাবে অ্যাপ ব্যবহার করে বিকাশে টাকা দেখতে পারেন তা সম্পর্কে কিছুটা ধারণা দেব।
স্মার্টফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনার একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ
প্রথমে বিকাশ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন
- অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করুন।
- আর আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।
- অ্যাপটি ইনস্টল করার পর আপনার বিকাশ একাউন্টে লগইন করুন।
অ্যাপে লগইন করুন
- আপনার নিবন্ধিত মোবাইল নম্বর ও পিন ব্যবহার করে বিকাশ অ্যাপে লগইন করুন।
ব্যালেন্স চেক করুন
- অ্যাপে প্রবেশের পর হোম স্ক্রিনে আপনার ব্যালেন্স দেখা যাবে।
- যদি সরাসরি ব্যালেন্স না দেখায়, তাহলে “Tap to Show Balance” অপশনে ক্লিক করুন।
USSD কোড ব্যবহার করে ব্যালেন্স চেক করার নিয়ম
যদি আপনার ফোনে ইন্টারনেট সংযোগ না থাকে বা আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে না চান, তাহলে USSD কোডের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন। নিম্নে পদ্ধতি অনুসরণ করুনঃ
- আপনার স্মার্টফোনের ডায়াল প্যাডে যান।
- *247# ইউএসএসডি কোড ডায়াল করুন।
- মেনু থেকে “মাই বিকাশ” অপশন নির্বাচন করুন।
- এবার “ব্যালেন্স চেক” অপশনটি সিলেক্ট করুন।
- এখন আপনার বিকাশ পিন নম্বরটি লিখুন।
- কিছু সময় পর স্ক্রিনে আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখাবে।
বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
বাটন ফোন ব্যবহারকারীরা সহজেই বিকাশ ব্যালেন্স চেক করার জন্য USSD কোড ব্যবহার করতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- প্রথমে বাটন ফোনের ডায়াল প্যাডে যান এবং *247# ডায়াল করুন ।
- এখন আপনার বাটন ফোনের স্ক্রিনে অনেকগুলো অপশন দেখাবে।
- এখানে আপনি “মাই বিকাশ” অপশনটি নির্বাচন করবেন।
- মাই বিকাশ অপশনটি লিস্টের ৯ নম্বরে আছে, এজন্য 9 লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।
- এরপর “ব্যালেন্স চেক” অপশনটি সিলেক্ট করুন।
- ব্যালেন্স চেক অপশনটি সিলেক্ট করার জন্য 1 লিখে সেন্ড করুন।
- এবার পিন নম্বর দিন (আপনার বিকাশ একাউন্টের সিকিউরিটি পিন)।
- কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স প্রদর্শিত হবে।
এভাবে উল্লেখিত নিয়মে বাটন ফোনে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করা যাবে। এছাড়াও আপনারা চাইলে স্মার্টফোন ব্যবহার করেও উক্ত পদ্ধতিতে বিকাশের ব্যালেন্স দেখতে পারেন। একই পদ্ধতিতে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়া স্মার্টফোনে ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।
সর্বশেষ বলবো আপনি যদি বাটন ফোন ছাড়া স্মার্টফোনে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে উল্লেখিত USSD কোড ডায়াল করে চেক করার পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। তবে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই বিকাশ অ্যাপটি ব্যবহার করে ব্যালেন্স চেক করা যায়।
বিকাশ ব্যালেন্স চেক করার বিকল্প উপায়
কখনো কখনো বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার সময় নেটওয়ার্ক সমস্যার কারণে সঠিকভাবে তথ্য পাওয়া নাও যেতে পারে। এক্ষেত্রে আপনি বিকাশ কাস্টমার কেয়ারে (16247) কল করে অথবা নিকটস্থ বিকাশ এজেন্টের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারেন।
বিকাশ কাস্টমার কেয়ারে কল করলেই আপনি বিকাশ একাউন্টের ব্যালেন্স সহ অন্যান্য সকল তথ্য সহজে জানতে পারবেন। শুধুমাত্র বিকাশ কাস্টমার কেয়ারে কল করে আপনার বিকাশ একাউন্টের নাম্বারটি তাদেরকে দিবেন তাহলে তারা আপনাকে সকল তথ্য জানিয়ে দেবে।
যারা সাধারণত কোনভাবেই ব্যালেন্স চেক করতে পারেন না তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আর যাদের ফোনে ইন্টারনেট সমস্যা আছে তারা এই উপায় অনুসরণ করে ব্যালেন্স চেক করে নিতে পারেন।
বিকাশে টাকা পাঠানোর নিয়ম
আপনি বিকাশে টাকা লেনদেন করার জন্য দুইটি উপায়ে অবলম্বন করতে পারেন। প্রথমত বিকাশ কোড ডায়াল করে টাকা পাঠাতে পারেন। আর দ্বিতীয়ত বিকাশ এপ্লিকেশন ব্যবহার করে অতি সহজেই টাকা আদান প্রদান করতে পারেন। নিম্নে বিকাশে টাকা পাঠানোর নিয়ম আলোচনা করা হলোঃ
বিকাশ কোড ডায়াল করে বিকাশে টাকা পাঠানোর নিয়মঃ
- মোবাইল ফোনের ডায়াল প্যাডে *247# কোড ডায়াল করুন। যেই নাম্বারে বিকাশ একাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটিতে কোডটি ডায়াল করবেন।
- এবার মোবাইলের স্কিনে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে Send Money অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি মূলত দুই নম্বরে রয়েছে এজন্য 2 লিখে সেন্ড করবেন।
- এরপর স্কিনে আরেকটি অপশন শো করবে। যেখানে মূলত আপনি যাকে টাকা পাঠাতে চাচ্ছেন তার নাম্বার চাইবে। আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নম্বরটি বসিয়ে ওকে বাটনে ক্লিক করুন।
- এখন টাকা পাঠানোর পরিমান লিখতে হবে অর্থাৎ উক্ত নম্বরে কত টাকা পাঠাতে চাচ্ছেন তার পরিমাণ লিখুন। টাকার পরিমাণ লিখে সেন্ড অপশন এ ক্লিক করুন।
- এবার আপনার সামনে বিকাশ পিন নম্বর দিতে বলবে। বিকাশ পিন নম্বর দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পর আপনার দেওয়া নাম্বারে টাকা চলে যাবে।
এভাবে কিন্তু ইউএসএসডি কোড ডায়াল করে অন্য বিকাশ একাউন্টে টাকা পাঠানো যায়। তবে আপনি চাইলে খুব সহজে বিকাশ অ্যাপ ব্যবহার করে দ্রুত সময়ে বিকাশে টাকা পাঠাতে পারেন বা টাকা লেনদেন করতে পারেন।
বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপ লগইন করুন। বিকাশ অ্যাপ লগইন করার পর সেন্ড মানি নামক অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
এরপর আপনি যেই নম্বরে টাকা পাঠাবেন সেই নাম্বারটি লিখুন। তারপর কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই পরিমাণ লিখে ওকে, বাটনে ক্লিক করুন। এরপর আপনার পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখুন, সাথে সাথে আপনার কাঙ্খিত নাম্বারে টাকা পৌঁছে যাবে।
বাটন ফোনে বিকাশ ব্যালেন্স চেক করার সুবিধা
- বাটন ফোনে সহজেই দ্রুত সময়ে বিকাশ একাউন্ট এর ব্যালেন্স চেক করা যায়।
- বাটন ফোনে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
- স্মার্টফোনের মতো ইন্টারনেট কানেকশন না থাকলেও সহজেই ব্যালেন্স চেক করা যায়।
- আর যেকোনো সময় যেকোনো স্থান থেকে ব্যবহার করা যায়।
- বিশেষ করে গ্রামীণ এলাকা কিংবা দুর্বল নেটওয়ার্ক কাভারেজের মধ্যেও সহজেই ব্যালেন্স চেক করা যায়।
বিকাশ অ্যাপ ব্যবহারের অন্যান্য সুবিধা
বিকাশ অ্যাপ শুধু ব্যালেন্স চেক করার জন্য নয়, বরং অন্যান্য আর্থিক লেনদেনের জন্যও অত্যন্ত কার্যকর। অন্যান্য লেনদেন সম্পর্কিত কাজগুলো আপনি সহজেই বিকাশ অ্যাপটি ব্যবহার করে করতে পারেন। নিম্নে সুবিধাগুলো আলোচনা করা হলোঃ
- টাকা পাঠানো (Send Money): বিকাশ অ্যাপ ব্যবহার করে সহজে অন্য বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন।
- পেমেন্টঃ শপিং, বিল পেমেন্ট ও অন্যান্য কেনাকাটার জন্য বিকাশ অ্যাপ সরাসরি ব্যবহার করতে পারেন।
ক্যাশ আউটঃ অ্যাপ ব্যবহার করে সহজেই যেকোনো বিকাশ এজেন্ট বা এটিএম থেকে টাকা উত্তোলন করা যায়। আর অ্যাপ ব্যবহার করে প্রিয় নম্বর সেট করে ক্যাশ আউটে অনেক কম চার্জ কাটে।
মোবাইল রিচার্জঃ আপনার এবং অন্যের মোবাইল নম্বরে সরাসরি রিচার্জ করতে পারেন।
বিকাশ অ্যাপ ব্যবহার করলে উল্লেখিত সুবিধা গুলো পাওয়া যায়, তাই আপনার কাছে স্মার্টফোন থাকলে বিকাশে ব্যবহার করে বিকাশের সকল সুবিধা গুলো উপভোগ করুন। যেকোনো লেনদেন সহজেই বিকাশ অ্যাপ ব্যবহার করে সম্পন্ন করা যায়। তাই আমার মতে সকলের বিকাশে ব্যবহার করে সুবিধা গুলো নেওয়া উচিত।
শেষ কথা
বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বিকাশ ব্যালেন্স চেক করা অত্যন্ত সহজ এবং সুবিধাজনক। শুধুমাত্র *247# ডায়াল করে কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স জানতে পারবেন। আশা করছি এই গাইডটি আপনার জন্য উপকারী হবে। আরও বিকাশ সম্পর্কিত তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। তবে বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে কোন মন্তব্য বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
FAQs-বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। আর এটিএম বুথ থেকে বিকাশ ব্যবহার করে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা ক্যাশআউট করা যাবে।
অ্যাপ ছাড়া বিকাশ থেকে টাকা পাঠানো যায়। বিকাশে ব্যবহার করা ছাড়া বিকাশের কোড *247# ডায়াল করার মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।
বিকাশে একদিনে পার্সোনাল একাউন্ট থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যায়।
বাটন ফোনে বিকাশ একাউন্ট আপনি সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে খুলতে পারবেন।বিকাশে সর্বোচ্চ কত টাকা ক্যাশ আউট করা যায়?
অ্যাপ ছাড়া বিকাশ থেকে টাকা পাঠানোর উপায়?
বিকাশে একদিনে কত টাকা ক্যাশ আউট করা যায়?
বাটন ফোনে বিকাশ কিভাবে খুলবো?