ইমু ডাউনলোড হচ্ছে না কেন? কারণ ও সমাধান দেখুন

বর্তমানে বাংলাদেশে কমবেশি প্রায় সকলেই ইমু অ্যাপটি ব্যবহার করে থাকেন। তবে বিভিন্ন কারণে imo অ্যাপটি ডাউনলোড হয় না। তার অবশ্যই কিছু কারণ আছে। কারণগুলো জানানোর জন্যই আমরা আজকের আর্টিকেলটিতে ইমু ডাউনলোড হচ্ছে না কেন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

ইমু ডাউনলোড হচ্ছে না কেন এই সমস্যাটার সমাধান আজকের পোস্টটিতে পাবেন, পাশাপাশি কি কি কারনে ইমু ডাউনলোড হয় না তার কারণগুলো জানতে পারবেন। আমরা imo download করার অনেকগুলো নিয়ম জানিয়ে দেব,

যে নিয়ম অনুসরণ করে আপনি সহজেই আপনার স্মার্টফোনে imo অ্যাপই ডাউনলোড করতে পারবেন। মূলত যাদের ফোনে ইমু ডাউনলোড হচ্ছে না তারাই আমাদের দেখানো উপায় গুলো অনুসরণ করুন। ১০০% ইমু অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। 

ভূমিকা

বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইমু (Imo)। এটি মূলত একটি ইনস্ট্যান্ট মেসেজিং এবং ভিডিও কলিং অ্যাপ, যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ব্যবহার করে। তবে অনেক ব্যবহারকারী মাঝে মাঝে ইমু ডাউনলোড করতে সমস্যা অনুভব করেন।

বিশেষ করে ইমু অ্যাপটি ডাউনলোড হয় না, এই সমস্যাটির বিভিন্ন কারণ আছে। আপনি যদি সেই কারণগুলো জেনে সমস্যাটি সমাধান করেন তাহলে অবশ্যই ইমু অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুনঃ ফেসবুক ডাউনলোড হচ্ছে না কেন

আরো পড়ুনঃ জিপি মিনিট অফার দেখার কোড

বর্তমানে অনেকেই ইমু ডাউনলোড জনিত সমস্যায় ভুগে থাকেন, যার কারণে আপনারা ইন্টারনেটে গুগলে ইমু ডাউনলোড হচ্ছে না কেন লিখে সার্চ করে থাকেন, যার কারণে আজকে আমরা imo ডাউনলোড না হওয়ার সমস্যাটি সমাধান নিয়ে আজকের আর্টিকেলটিতে হাজির হয়েছি,

সম্পূর্ণ সমাধান আর্টিকেলে জানিয়ে দেবো। সঠিকভাবে আমাদের দেখানোর নিয়ম অনুযায়ী কাজগুলো করলে ১০০% স্মার্ট ফোনে বা মোবাইলে ইমু অ্যাপটি সঠিকভাবে ডাউনলোড করতে পারবেন। এবার চলুন আলোচনার মূল বিষয়ে আসা যাক। 

ইমু ডাউনলোড হচ্ছে না কেনঃ কারণ সমূহ

ইমু অ্যাপটি ডাউনলোড না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। বিশেষ করে মোবাইলের বিভিন্ন টেকনিকেল প্রবলেম এর কারনে imo অ্যাপ ডাউনলোড হয় না। তাছাড়া নেটওয়ার্ক জনিত কারণ সহ আরো বিভিন্ন কারণে imo ডাউনলোড হতে সমস্যা হতে পারে। ইমু ডাউনলোড হয় না কেন তার বিশেষ কিছু কারণ রয়েছে যা নিম্নে শেয়ার করা হলোঃ

আরো পড়ুনঃ  আমি এখন কোথায় আছি মাত্র ১ মিনিটে জানুন ২০২৫

১. ইন্টারনেট সংযোগের সমস্যা

আপনার মোবাইলে যদি ইন্টারনেটের সমস্যা থাকে তাহলে ইমো ডাউনলোড করতে পারবেন না। ইমু অ্যাপটি ডাউনলোড করার জন্য দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। মূল কথা হলো ইন্টারনেট সংযোগ থাকলে ইমু ডাউনলোড করা যাবে।

যদি আপনার ইন্টারনেট সংযোগ দুর্বল হয় বা মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ইমো ডাউনলোড হওয়ার সময় সমস্যার সৃষ্টি হতে পারে। এই কারণে সাধারণত স্মার্ট ফোনে ইমু ডাউনলোড হয় না। 

২. পর্যাপ্ত স্টোরেজ না থাকা

আপনার ফোনে পর্যাপ্ত স্টোরেজ না থাকলে ইমো ডাউনলোড বা ইনস্টল করা সম্ভব হবে না। ইনস্টল করার আগে ফোনের স্টোরেজ চেক করুন এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। সাধারণত প্রত্যেক স্মার্ট ফোনেই বিভিন্ন কারণে ফাইল ম্যানেজার এ অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে থাকে।

আপনি সেগুলো সেটিংস থেকে ডিলিট করে দিতে পারেন। অপ্রয়োজনীয় ফাইলপত্র এবং অ্যাপগুলো ডিলিট করে স্মার্টফোনের স্টোরেজ ফাঁকা রাখার চেষ্টা করুন। বিশেষ করে যাদের স্মার্টফোনের স্টোরেজ কম তারা অবশ্যই সব সময় ফোনের মেমোরির বা স্টোরেজ ফাঁকা রাখুন। 

সর্বশেষ বলা যায় যদি স্মার্টফোনের স্টোরেজ বা মেমোরি full হয়ে যায় তখন কোন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় না। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে সমস্যা হয়। এই কারণে আপনি হয়তো ইমো ডাউনলোড করতে পারছেন না। 

৩. অ্যাপ স্টোর বা প্লে স্টোর সমস্যা

Google Play Store বা Apple App Store-এর কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ইমো ডাউনলোড করতে সমস্যা হতে পারে। ক্যাশ মেমোরি ক্লিয়ার করার পর পুনরায় চেষ্টা করুন। এই সমস্যাটি সাধারণত সচারচর হতে দেখা যায় না। তবে যাদের ফোনে গুগল প্লে স্টোর আপডেট দেয়া নাই, তাদের এই সমস্যাটি হতে পারে। 

৪. দেশের রেস্ট্রিকশন

কিছু দেশে ইমো অ্যাপ ব্যবহার সীমিত বা ব্লক করা হতে পারে। যদি আপনি এমন কোনো দেশে থাকেন, তাহলে ইমো ডাউনলোড করার জন্য VPN ব্যবহার করতে পারেন। 

৫. সফটওয়্যার আপডেট

আপনার মোবাইল অপারেটিং সিস্টেম যদি আপডেটেড না হয়, তাহলে ইমো ইনস্টল করতে সমস্যা হতে পারে। তাই ফোনের সফটওয়্যার আপডেট করে নিন। এছাড়াও ফোনে যদি গুগল প্লে স্টোর অ্যাপটি আপডেট না থাকে তখন ইমু সহ কোন ধরনের অ্যাপ ডাউনলোড করা যায় না, এজন্য গুগল প্লে স্টোরে অ্যাপটি সবসময় আপডেট রাখতে হবে। 

৬. VPN ব্যবহার

আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মোবাইল ফোনের ইন্টারনেট ফাস্ট করার জন্য ভিপিএন ব্যবহার করে থাকেন। অনেক সময় ভিপিএন ব্যবহার করার কারণে গুগল প্লে স্টোর থেকে কোন ধরনের অ্যাপস ডাউনলোড করা যায় না।

আরো পড়ুনঃ  ২০২৫ সালে নগদ একাউন্ট খোলার নিয়মাবলী দেখে নিন

এর জন্য আপনাদের বলব সচরাচর ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকুন, বিশেষ করে কোন অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় ভিপিএন ব্যবহার করবেন না। 

ইমো ডাউনলোড না হলে করণীয়ঃ সমাধান

ইমু ডাউনলোড হচ্ছে না কেন? এর সমাধান গুলো জানা অবশ্যই জরুরী, আমার এখন ইমু অ্যাপ ডাউনলোড করার উপায় অর্থাৎ সমাধান আলোচনা করব। ইমু ডাউনলোড না হলে কি কি করনীয় সেগুলো এখন জানানো হবে। imo অ্যাপ ডাউনলোড না হলে, নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।

মোবাইলের ইন্টারনেট বা Wi-Fi সংযোগ পরীক্ষাঃ ইমু ডাউনলোড না হওয়ার অন্যতম কারণ হলো ফোনে ইন্টারনেট সংযোগ। যদি আপনার ফোনে খুবই দুর্বল ইন্টারনেট সংযোগ থাকে তখন ইমু অ্যাপস ডাউনলোড করতে পারবেন না।

এজন্য ইমো অ্যাপ ডাউনলোড করার পূর্বে মোবাইলের ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিন। ইন্টারনেট সমস্যা থাকলে, ইন্টারনেটের সমস্যার সমাধান করে imo অ্যাপ ডাউনলোড করুন। যদি মোবাইলে ওয়াইফাই ব্যবহার করে থাকেন,

সেক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্ক চেক করে দেখবেন স্পিড ঠিক আছে কিনা। যদি নেটওয়ার্ স্পিড কম পেয়ে থাকেন তখন নেটওয়ার্ক পরিবর্তন করে ডাউনলোড করার চেষ্টা করুন, খুব দ্রুতই ইমু অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। 

ফোনের স্টোরেজ স্পেস চেক করুনঃ আপনার মোবাইলে যদি স্টোরেজ কম হয়ে থাকে এবং পাশাপাশি স্টোরেজ ফাঁকা না থাকলে ইমু অ্যাপ ডাউনলোড হবে না। তাই মোবাইল ফোনের স্টোরেজ সব সময় ক্লিয়ার করুন। মোবাইল ফোনের স্টোরেজ কমপক্ষে ৫০% এর বেশি ফাঁকা রাখার চেষ্টা করুন।

অপ্রয়োজনীয় apps এবং Junk ফাইলগুলো মুছে ফেলুন। তবে আপনার অনেকেই জানেন ফাইল ম্যানেজারের বর্তমানে ফাইল ডিলিট করলে সেগুলো রিসাইকেল বিনে গিয়ে জমা হয়ে থাকে। যা মূলত স্মার্টফোনের স্টোরেজ ব্যবহার করে জমা থাকে।

এজন্য স্মার্টফোনে ফাইল ডিলিট করার পর অবশ্যই রিসাইকেল বিনে গিয়ে সবগুলো ফাইল রিমুভ করে দিতে হবে। অনেকগুলো ফোনে এই অপশনটি Trash নামে পরিচিত। যেকোনো ফাইল ডিলিট করার পর Trash অপশনে যান এবং অপ্রয়োজনীয় জমে থাকা ফাইলগুলো রিমুভ করে দিন।

এই অপশন গুলো সাধারণত মোবাইল ফোনের ফাইল ম্যানেজার এ থাকে। ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করেই এই কাজগুলো করতে হয়। প্রতিটি ফোনেই নির্দিষ্ট ফাইল ম্যানেজার থাকে সেখান থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন এবং জায়গা ফাঁকা রাখুন। 

Google Play Store বা App Store-এর ক্যাশ ক্লিয়ার করুনঃ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর অ্যাপ এ কোন ধরনের প্রবলেম হলে তখন ক্যাশ ক্লিয়ার করে সমস্যাটির সমাধান করতে পারেন। মাঝে মাঝে প্রায় স্মার্টফোনে গুগল প্লে স্টোর অ্যাপটিতে ক্যাশ ফাইল জমা হয়ে যাওয়ার কারণে অ্যাপটি আর সঠিকভাবে কাজ করে না। এজন্য অ্যাপটির ডাটা ক্লিয়ার করতে হয়।

  • যেকোন অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিয়ার করার জন্য মোবাইল ফোনের সেটিংস অপশনে যান। 
  • সেটিংস অপশন থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপস লিস্ট খুঁজে বের করুন।
  • App ম্যানেজমেন্ট অপশন থেকে গুগল প্লে স্টোরটি খুঁজে নিন।
  • এরপর storage & catche অপশনে যান, সেখান থেকে আপনি অ্যাপটির ডাটা ক্লিয়ার করতে পারবেন। 
  • এভাবে আপনি আপনার সমস্যাযুক্ত যেকোন অ্যাপসের ডাটা ক্লিয়ার করে সমাধান করতে পারেন।
  • অ্যাপ ম্যানেজমেন্ট অপশন এর মাধ্যমে সকল অ্যাপসগুলো পেয়ে যাবেন, যার ডাটা আপনি ক্লিয়ার করতে চান।
আরো পড়ুনঃ  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয় ২০২৫

গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিয়ার হয়ে গেলে, পুনরায় অ্যাপটি ওপেন করুন। অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার imo লিখে সার্চ করুন এবং ডাউনলোড অপশন এ ক্লিক করুন। ইনশাল্লাহ আপনার ইমু একটি ডাউনলোড হয়ে যাবে। 

VPN ব্যবহার করে চেষ্টা করুনঃ অনেক দেশে ইমু অ্যাপটি ব্লক থাকতে পারে, সেক্ষেত্রে আপনি imo অ্যাপ ডাউনলোড করতে vpn অ্যাপ ব্যবহার করতে পারেন। ভিপিএন কানেক্ট করে খুব সহজেই সেই দেশ থেকে ইমু অ্যাপ ডাউনলোড করা যাবে। তবে এক্ষেত্রে সঠিক ভিপিএন ব্যবহার করতে হবে। এভাবে ইমো ইনস্টল সমস্যা সমাধান করা যেতে পারে।

ওয়েবসাইট থেকে ইমু ডাউনলোড করুনঃ যদি আপনার গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে কোন ভাবেই ইমু ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে নির্ভরযোগ্য ওয়েব সাইট থেকে ইমু অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে ইমু অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপটি সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হলোঃ https://imo.im/

গুগল প্লে স্টোর আপডেট রাখুনঃ গুগল প্লে স্টোর অ্যাপস যদি সর্বশেষ ভার্সনে আপডেট না থাকে সেক্ষেত্রে imo অ্যাপ ডাউনলোড হতে সমস্যা হতে পারে। এজন্য গুগল প্লে স্টোর আপডেট করে নিন। 

মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম আপডেটঃ আপনার স্মার্টফোন যদি নিম্নমানের অপারেটিং সিস্টেমে চালু থাকে সে ক্ষেত্রে অনেক অ্যাপস ব্যবহার করতে পারবেন না। এজন্য স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করুন। 

উপসংহার 

পরিশেষে আপনারা জানতে পারছেন ইমু ডাউনলোড হচ্ছে না কেন এবং তার কারণ কি? আমরা আর্টিকেলে কারণ সহ সমাধান পর্যন্ত দিয়েছি। উল্লেখিত উপায় গুলো অনুসরণ করলে সহজেই ইমু সহ যেকোন অ্যাপস ডাউনলোড করতে পারবেন। আর্টিকেলটি পড়ে উপকৃত হলে পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি এই ধরনের টেক রিলেটেড তথ্য জানতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। 

ইমু ডাউনলোড হচ্ছে না কেন সম্পর্কিত FAQs 

ইমু ডাউনলোড হচ্ছে কিন্তু ইনস্টল হচ্ছে না, কী করব?

ফোনে পর্যাপ্ত স্টোরেজ আছে কিনা চেক করুন নিরাপত্তা সেটিংসে “Unknown Sources” অপশন চালু করে দেখুন (APK ইনস্টল করতে হলে) ফোন রিস্টার্ট দিয়ে পুনরায় চেষ্টা করুন

Leave a Comment