সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায়?

সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায়? সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্যই। কারণ আমরা এমন কিছু গেম সম্পর্কে আলোচনা করব যেগুলো খেলে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া কিছু গেম বেশি টাকা ইনকাম করা সুযোগ দিয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে।

সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায় ?

আজকের ডিজিটাল যুগে গেম খেলে আয় করা একটি জনপ্রিয় পেশা হয়ে উঠেছে। অনেকেই কম সময়ে বেশি ইনকাম করতে চায়, তবে কোন গেমগুলি আসলেই দ্রুত উপার্জনের সুযোগ দেয়? এই আর্টিকেলে আমরা সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব।

১. স্কিল-ভিত্তিক গেমস (Skill-Based Games)

স্কিল-ভিত্তিক গেমগুলিতে আপনি যদি দক্ষ হন, তাহলে অল্প সময়েই ভালো আয় করতে পারেন। বর্তমানে ইন্টারনেটে অনেক জনপ্রিয় গেম রয়েছে যেগুলো খেলার জন্য স্কিল এর প্রয়োজন হয়। মূলকথা আপনি সেই গেমগুলোতে যদি দক্ষ হয়ে থাকেন তাহলেই দ্রুত সময়ে টাকা উপার্জন করতে সক্ষম হবেন। বর্তমানে স্কিল ভিত্তিক জনপ্রিয় গেমঃ

পাবজি মোবাইল (PUBG Mobile)

পাবজি মোবাইল একটি ব্যাটেল রোয়্যাল গেম, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হয়। এখানে আয় করার কয়েকটি উপায় আছে যা এখন আপনাদের সাথে শেয়ার করা হবে। নিম্নে পাবজি মোবাইল গেম থেকে ইনকাম করার উপায় দেখানো হলোঃ 

ই-স্পোর্টস টুর্নামেন্টঃ বিভিন্ন প্ল্যাটফর্মে পাবজি টুর্নামেন্ট হয়, যেখানে পাবজি খেলোয়াড়রা অংশগ্রহণ করে বিজয়ীরা মোটা অঙ্কের অর্থ পেতে পারেন।  

স্ট্রিমিংঃ সবচেয়ে দ্রুত সময়ে বেশি টাকা ইনকাম করতে চাইলে youtube এবং facebook অ্যাপ এ গেমটি লাইভ স্ট্রিম করুন। লাইভ স্ট্রিম করে খুব সহজেই মনিটাইজেশনের মাধ্যমে গেমটি থেকে বেশি টাকা আয় করা যায়। যদি বেশি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আমার মতে লাভ স্ট্রিম করা উচিত। 

আরো পড়ুনঃ  পেন প্যাকিং এর কাজ বাংলাদেশ সম্পর্কে পরিপূর্ণ ডিটেইলস জানুন

একাউন্ট বিক্রিঃ হাই-লেভেল একাউন্ট তৈরি করে তা বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। ধরুন আপনি গেমের একটি একাউন্ট তৈরি করলেন, সেই একাউন্টে আপনি গেম খেলে লেভেল বাড়ালেন এবং ইন গেম আইটেম কিনলেন।

আরো পড়ুনঃ কোন অ্যাপটি রিয়াল ইনকাম দেয় দেখে নিন

আরো পড়ুনঃ কোড বসিয়ে ইনকাম করার উপায়

এখন এই গেমের আইডি আপনি বিক্রি করে ভালো পরিমাণ লাভ করতে পারবেন। এই উপায়ে অনেকেই বেশি টাকা ইনকাম করছে। আপনি যদি গেম খেলে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এই উপায়ে গেমের একাউন্ট খুলে বিক্রি করে আয় করুন। 

ফ্রি ফায়ার (Free Fire)

বর্তমানে ফ্রি ফায়ার একটি অন্যতম জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম, পাবজি গেম এর মত এখান থেকেও আয় করার সুযোগ আছে। ফ্রি ফায়ার গেমে প্রতিনিয়ত নতুন নতুন টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে। যেখানে অংশগ্রহণ করে আপনি অনেক টাকা পর্যন্ত আয় করতে পারবেন। 

  • ফ্রি ফায়ার গেম প্লে স্ট্রিমিং ও টুর্নামেন্ট খেলে আয় করা সম্ভব।
  • এছাড়াও এই গেমে রেফারেল ও স্পনসরশিপের মাধ্যমে বড় অঙ্কের অর্থ আয় করা যায়।

ফোর্টনাইট (Fortnite)

ফোর্টনাইট গেমটি স্ট্রিমিং এবং টুর্নামেন্ট জেতার মাধ্যমে মোটা অঙ্কের আয়ের সুযোগ দেয়। তাই এই গেম থেকে যদি আয় করতে চান তাহলে লাইভ স্ট্রিমিং করুন। কারন একমাত্র লাইভ স্ট্রিম করার মাধ্যমেই এই গেম থেকে প্রচুর অর্থ আয় করা যাবে।

পাশাপাশি আপনি লাইভ স্ট্রিম ছাড়াও বিভিন্ন বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার মাধ্যমে প্রচুর অর্থ ইনকাম করতে পারেন। এক্ষেত্রে প্রফেশনাল গেমাররাই টুর্নামেন্ট অংশগ্রহণ করে টাকা ইনকাম করে থাকে। যদি আপনি প্রফেশনাল গেমার এবং দক্ষ গেমার হয়ে থাকেন তাহলে টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারবেন। 

ক্রিপ্টো ও এনএফটি গেমস (Crypto & NFT Games)

ব্লকচেইন-ভিত্তিক গেমগুলি বর্তমানে দ্রুত আয়ের অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে। এই গেমগুলি খেলে সাধারণত ডিজিটাল কারেন্সি ইনকাম করা যায়। অর্থাৎ আপনি ক্রিপ্টো কারেন্সি উপার্জন করতে পারবেন। বর্তমানে জনপ্রিয় কিছু ক্রিপ্টো গেমঃ

অ্যাক্সি ইনফিনিটি (Axie Infinity)

এটি একটি প্লে-টু-আর্ন (P2E) গেম, যেখানে আপনারা গেমটিতে বিভিন্ন ধরনের এনএফটি সংগ্রহ করে ইনকাম করতে পারবেন। মূলত এটি একপ্রকার ব্যাটেল রয়েল গেম, এখানে গেমপ্লের সময় বিভিন্ন ধরনের কয়েন ও এনএফটি পাওয়া যায়, যেগুলো সংগ্রহ করে কিছু টাকা হয়তো আয় করা যাবে। তবে আপনি চাইলে এই গেমটির লাইভ স্ট্রিম করেও ইউটিউব থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারেন।

আরো পড়ুনঃ  ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় 2025

ডেসেন্ট্রাল্যান্ড (Decentraland)

Decentraland হলো একটি ব্লকচেইন-ভিত্তিক ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্ল্যাটফর্ম, যা Ethereum ব্লকচেইনের উপর তৈরি। এটি ব্যবহারকারীদের আসল সম্পত্তির মতো ডিজিটাল সম্পত্তি (Virtual Land) কেনাবেচা এবং মালিকানা নিতে দেয়।

এখানে NFT, MANA টোকেন এবং মেটাভার্সের বিভিন্ন ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের আয় করার সুযোগ দিয়ে থাকে। অর্থাৎ আপনি প্ল্যাটফর্ম থেকে এনএফটি ও বিভিন্ন টোকেন সংগ্রহের মাধ্যমে আয় করতে পারবেন। 

দ্য স্যান্ডবক্স (The Sandbox)

এটি এমন একটি গেম যেখানে আপনি NFT সেগুলো বিক্রি করে আয় করতে পারবেন। যাদের বিভিন্ন আকর্ষণীয় ডিজাইন করার ক্ষমতা রয়েছে তারা এখানে ডিজাইন করে NFT বানাতে পারেন। আর সেগুলো তাদের প্লাটফর্মে বিক্রি করে অথবা বিভিন্ন খেলোয়াড়ের কাছে বিক্রি করে উপার্জন করতে পারেন। 

Esports এবং প্রতিযোগিতামূলক গেম

যদি আপনি পেশাদার গেমার হয়ে থাকেন তাহলে Esports টুর্নামেন্ট খেলে প্রচুর অর্থ ইনকাম করার চিন্তা ভাবনা করতে পারেন। বর্তমান সময়ে অনেক গেম রয়েছে যেগুলো টুর্নামেন্ট খেলে বড় অংকের প্রাইজ মানি জেতা সম্ভব। নিম্নলিখিত গেমগুলো আপনাকে বড় অঙ্কের অর্থ উপার্জন করতে সাহায্য করতে পারেঃ

  • Dota 2 – The International (TI) টুর্নামেন্টে কোটি কোটি ডলারের প্রাইজ মানি থাকে।
  • Counter-Strike 2 (CS2) – বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে ইনকাম করা যায়।
  • League of Legends – বিশ্বব্যাপী প্রচুর টুর্নামেন্ট হয়।
  • Fortnite – বিশাল প্রাইজপুলের কারণে জনপ্রিয়।

MPL (Mobile Premier League)

MPL হল এক প্রকার ইন্ডিয়ান গেমিং প্ল্যাটফর্ম, যেখানে গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করার সুযোগ পাওয়া যায়। এখানে আপনি পেইড গেম খেলে টাকা ইনকাম করতে পারেন, পাশাপাশি অনেক ফ্রী গেম পেয়ে যাবেন যেগুলো খেলে আয় করা যায়। এই গেমিং প্লাটফর্মটিতে আপনি পাজল গেম , ক্রিকেট গেম , কুইজ গেম , সার্ভে গেমসহ আর অন্যান্য গেম খেলে আয় করতে পারবেন। 

Dream11

Dream11 হল একটি জনপ্রিয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল টিম তৈরি করে এবং বাস্তব জীবনের ম্যাচের উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন করতে পারে। এটি বিশেষ করে ক্রিকেটের জন্য বিখ্যাত হলেও ফুটবল, বাস্কেটবল, কাবাডি এবং অন্যান্য খেলাও এতে খেলা যায়।

আপনি পয়েন্ট সংগ্রহ করে এখান থেকে আয় করতে পারবেন। এই প্লাটফর্ম থেকে আয় করার জন্য অনেক সময় টাকা ডিপোজিট করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা কিছু টাকা ডিপোজিট করে বিভিন্ন ধরনের গেম খেলে আয় করতে পারেন। 

আরো পড়ুনঃ  মাসে ৫ লক্ষ টাকা ইনকাম

ক্যাসিনো ও বেটিং গেম (Casino & Betting Games)

যারা ঝুঁকি নিতে চান, তারা অনলাইন ক্যাসিনো ও বেটিং গেমস থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন। এই ধরনের গেমিং প্ল্যাটফর্ম থেকে হয়তো অনেক বেশি টাকা উপার্জন করা সম্ভব, তবে এতে অনেকটা বেশি ঝুঁকি থাকে। যারা ঝুঁকে নিতে পছন্দ করেন তারাই এই ধরনের প্লাটফর্মে গেম খেলে আয় করবেন। বর্তমানে ক্যাসিনো টাইপের জনপ্রিয় গেম যেমনঃ

পোকার (Poker)

এটি একপ্রকার গেম যেখানে আপনাকে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে হবে। এই প্লাটফর্মটিতে অনলাইন পোকার টুর্নামেন্ট থেকে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। তবে এখানে অনেকটা ঝুঁকি থাকে, যারা ঝুঁকি নিতে ইচ্ছুক তারা এখান থেকে আয় করুন।

রুলেট ও ব্ল্যাকজ্যাক (Roulette & Blackjack)

আপনি যদি এই ধরনের গেম বেশি দক্ষ হয়ে থাকেন তাহলে অনেক টাকা উপার্জন করতে পারবেন, দক্ষ হলে বেশ ভালো পরিমান ইনকাম হয় এ ধরনের গেম থেকে। তবে এখানে ঝুঁকি বেশি থাকে। তাই সকলকে বলবো যদি দক্ষ না হয়ে থাকেন তাহলে এ ধরনের গেম খেলতে যাবেন না। আপনি চাইলে অন্যান্য গেম গুলো খেলে টাকা ইনকাম করতে পারেন। 

স্ট্রিমিং ও কন্টেন্ট ক্রিয়েশন (Streaming & Content Creation)

গেম খেলে আয়ের আরেকটি বড় মাধ্যম হলো স্ট্রিমিং। ইউটিউব, ফেসবুক গেমিং এবং টুইচে গেম প্লে লাইভ স্ট্রিম করে বড় অঙ্কের অর্থ আয় করা যায়। স্পনসরশিপ, সুপার চ্যাট ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও ভালো উপার্জন করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইভ স্ট্রিম করতে হবে এবং কনটেন্ট তৈরি করতে হবে।

যদি ভাল ধরনের গেমিং কনটেন্ট বানাতে পারেন তাহলেই এই উপায় থেকে দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যাবে। আপনাদের মধ্যে যারা প্রফেশনাল দক্ষ গেম আর আছেন তারা হয়তো এই নিয়মে বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু অবশ্যই জনপ্রিয় গেম গুলোর কনটেন্ট ও লাইভ স্ট্রিম করতে হবে। বর্তমানে বেশ কিছু জনপ্রিয় গেম আছে যেমনঃ

  • Minecraft
  • GTA V RP (Roleplay)
  • PUBG Mobile / BGMI
  • Call of Duty: Warzone
  • Free Fire

লেখকের মন্তব্য

সবচেয়ে কম সময়ে বেশি টাকা ইনকাম করতে চাইলে স্কিল-ভিত্তিক গেম, ক্রিপ্টো গেম, অথবা স্ট্রিমিংকে বেছে নিতে পারেন। তবে, প্রতিটি মাধ্যমের কিছু ঝুঁকি আছে, তাই ইনভেস্টমেন্ট ও সময় ব্যবস্থাপনা ঠিকমতো করতে হবে।

আপনি যদি সঠিক প্ল্যাটফর্ম ও গেম বেছে নেন, তাহলে দ্রুত ভালো আয় করতে পারবেন। আর সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায়? আশা করছি এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। যদি কোন মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন, আমরা দ্রুত সময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 

Leave a Comment