টিকটক থেকে টাকা ইনকাম

টিকটক অ্যাপ ব্যবহার করে অবসর সময় কাটাচ্ছেন, তাহলে অবসর সময়কে আরো আকর্ষণীয় করতে টিকটক অ্যাপ ব্যবহার করে ইনকাম করুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকলের জন্য আকর্ষণীয় একটি খবর হল টিকটক থেকে টাকা ইনকাম করা যাচ্ছে।

টিকটক থেকে টাকা ইনকাম করা খুব সহজ যদি আপনি সকল উপায় গুলো জানতে পারেন। tiktok থেকে ইনকাম করার নানা ধরনের উপায় রয়েছে আপনাদের সাথে এখন আর্টিকেলে শেয়ার করা হবে। টিক টক বর্তমানে একটি বিনোদনমূলক অ্যাপ, যেখানে আমরা শর্ট ভিডিও দেখার মাধ্যমে বিনোদন নিয়ে থাকি।

ইউটিউব অ্যাপের পরে টিকটক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অ্যাপস। যার কারণে দিনে দিনে টিক টক অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনি tiktok অ্যাপ থেকে ইনকাম করতে পারেন।

টিকটক থেকে টাকা ইনকাম করার রিয়েল উপায় রয়েছে যা আপনারা আজকের নিবন্ধনের মাধ্যমে জানতে পারবেন। এবার চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। 

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

টিকটক কি? 

টিকটক হল ভিডিও দেখার মোবাইল অ্যাপ। টিকটক অ্যাপটিতে সাধারণত শর্ট ভিডিও আপলোড করা হয়। আর টিকটক অ্যাপ এ শর্ট ভিডিও দেখে আমরা বিনোদন নিয়ে থাকি। ইউটিউবে পরেই দ্বিতীয় বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হল টিকটক।

আরো পড়ুনঃ স্পিন করে টাকা ইনকাম করার উপায়

আরো পড়ুনঃ বিকাশে গেম খেলে টাকা ইনকাম

এখানে সহজে যেকোন ব্যক্তি ভিডিও বানিয়ে আপলোড করতে পারবে। যদি আপনি ভিডিও বানাতে আগ্রহী হন তাহলে ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে আয় করতে পারেন। টিকটক থেকে টাকা ইনকাম করার অনেক উপায় ও মাধ্যম রয়েছে যা নিম্নে শেয়ার করা হলো। 

টিকটক থেকে টাকা ইনকাম করার সহজ উপায়

বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যে টিকটক (TikTok) শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং আয় করার একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আপনি যদি ভিডিও বানাতে আগ্রহী হন, তাহলে টিকটক হতে পারে আপনার জন্য একটি দারুণ ইনকাম সোর্স। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন। 

টিকটক থেকে ইনকাম করার ১২টি সহজ উপায়ঃ 

  • স্পন্সরশিপ বা ব্র্যান্ড প্রোমোশন
  • TikTok Creator Fund
  • লাইভ গিফটস এবং টিপস
  • এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
  • ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে
  • নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি
  • YouTube বা Instagram-এ ট্রাফিক পাঠানো
  • টিকটক একাউন্ট বেচাকেনা
  • রেফারের মাধ্যমে
  • Tiktok Shop থেকে ইনকাম
  • Paid content এর মাধ্যমে
  • ওয়েবসাইটের ফ্রি ট্রাফিক বাড়িয়ে ইনকাম

উপরোক্ত সকল উপায়ে টিকটক অ্যাপ এর সাহায্য নিয়ে আয় করতে পারেন। এবার চলুন ইনকাম করার এই উপায় গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি।

১. স্পন্সরশিপ বা ব্র্যান্ড প্রোমোশন

যদি আপনার tiktok একাউন্টে বা প্রোফাইলে লাখ লাখ ফলোয়ার থাকে, তাহলে আপনি এই সুযোগটিকে কাজে লাগিয়ে স্পনচারশীপ বা ব্যান্ড প্রমোশন করে লাখ লাখ টাকা আয় করতে পারেন।

আরো পড়ুনঃ  শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর তালিকা

আপনি একটি প্রোমোশনাল ভিডিও তৈরি করার জন্য কোম্পানির কাছ থেকে হাজার হাজার টাকা অথবা লাখ লাখ টাকা চার্জ নিতে পারেন। এভাবে অনেকেই এখন tiktok অ্যাপকে ব্যবহার করে টাকা উপার্জন করছে।

তাই আপনি যদি এই উপায়ে সহজেই ইনকাম করতে চান তাহলে অবশ্যই টিকটক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে। আর টিকটক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা বাড়ানোর অন্যতম উপায় হল প্রতিনিয়ত ইউনিক শর্ট ভিডিও আপলোড করা। তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে এবং আপনি দ্রুত বেশি বেশি ফলোয়ার পাবেন। 

কীভাবে শুরু করবেন?

  • প্রতিনিয়ত ভালো মানের ভিডিও কনটেন্ট তৈরি করুন
  • নিস (niche) নির্ধারণ করুন (যেমনঃ ফ্যাশন, কমেডি, ট্রাভেল)
  • নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন
  • ইনস্টাগ্রাম বা ইমেইলের মাধ্যমে ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ রাখুন ।

২. TikTok Creator Fund

আপনার যদি ১৮ বছর হয়ে থাকে এবং tiktok প্রোফাইলে ১০ হাজার ফলোয়ার থাকে, পাশাপাশি গত ৩০ দিনে অন্তত ১ লাখ ভিডিও ভিউ থাকলে আপনি TikTok Creator Fund প্রোগ্রামে জয়েন হয়ে টিকটক থেকে সরাসরি ইনকাম করতে পারবেন।

এখানে আপনি লং ভিডিও সহ শর্ট ভিডিও আপলোড করে বিভিন্নভাবে আয় করতে পারবেন। tiktok থেকে সরাসরি আয় করতে হলে অবশ্যই আপনার বয়স ১৮ বছর হতে হবে এবং পাশাপাশি টিক টক এর গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে।

বর্তমানে এই প্রোগ্রামটি অনেক জায়গায় চালু হয়নি। তবে কিছুদিনের মধ্যেই পুরো বিশ্বে এই প্রোগ্রামটি চালু হয়ে যাবে। তখন যে কোন ব্যক্তি সহজেই tiktok Creator ফান্ড থেকে ইনকাম করতে পারবেন। 

TikTok Creator Fund থেকে ইনকাম করার যোগ্যতাঃ

  • আপনার বয়স ১৮ বা তার বেশি
  • মিনিমাম ১০,০০০ ফলোয়ার
  • শেষ ৩০ দিনে অন্তত ১ লাখ ভিডিও ভিউ

৩. লাইভ গিফটস এবং টিপস

আপনি যদি একজন জনপ্রিয় ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে, tiktok এ লাইভ ভিডিও করার সময় দর্শকদের কাছ থেকে ভার্চুয়াল কারেন্সি গিফট পেতে পারেন। আকর্ষণীয় ভিডিও তৈরি করে ইউজার অথবা ফলোয়ারদের কাছ থেকে ভার্চুয়াল গিফট নিতে পারেন।

আপনি যেকোনো ধরনের ভিডিও থেকে এই ধরনের গিফট পেতে পারেন। আর যেই গিফট পাবেন সেটি আপনি ডলার মাধ্যমে পেমেন্ট নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তবে এই মাধ্যমে টিকটক থেকে টাকা ইনকাম করা খুবই কঠিন। যদি আপনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হন তাহলেই এই মাধ্যম থেকে সহজে টাকা আয় করতে পারবেন। 

লাইভ গিফটস থেকে ইনকাম করার টিপসঃ 

  • বেশিরভাগ সময়ে লাইভে একটিভ থাকুন
  • ফলোয়ারদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করুন
  • স্পেশাল কনটেন্ট (Q&A, গেম, চ্যালেঞ্জ) দিন

৪. এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম

আপনি যদি tiktok এ কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করেন এবং কেউ যদি সেই লিংক থেকে কিনে, তাহলে আপনি কমিশন পাবেন। এভাবে আপনি টিকটক এ ভিডিও বানিয়ে কমেন্ট বক্সে এফিলিয়েট মার্কেটিং লিংক শেয়ার করে ইনকাম করতে পারেন।

আপনি চাইলে অ্যাফিলিয়েট লিংকটি  নিজের টিকটক একাউন্টের বায়োতে অথবা প্রোফাইলে দিতে পারেন। আপনি যেই প্রোডাক্টের লিংক শেয়ার করবেন, সেই প্রোডাক্ট নিয়ে প্রমোশনাল ভিডিও বানাবেন। আকর্ষণীয় ভিডিও বানালে মানুষজন প্রোডাক্টটি ক্রয় করতে আগ্রহী হবে।

আর প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হলেই আপনার লিংক থেকে প্রোডাক্টগুলো কিনতে পরে। এভাবে সহজেই tiktok থেকে টাকা ইনকাম করা যায়। 

কিভাবে শুরু করবেন? 

  • অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিন (Daraz, Amazon, Clickbank ইত্যাদি)
  • ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট রিভিউ করুন
  • বায়ো বা কমেন্টে লিংক দিন
আরো পড়ুনঃ  দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করুন সহজ ১০টি উপায়ে

৫. নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি

আপনি যদি কিছু তৈরি করেন বা কোনও সার্ভিস দিতে পারেন (যেমনঃডিজাইন, কোচিং, ক্লোথিং), তাহলে টিকটক ব্যবহার করে সেই প্রোডাক্ট বা সার্ভিস প্রোমোট করতে পারেন।  টিকটক ব্যবহার করে নিজের প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারেন।

এক্ষেত্রে আপনার নিজের প্রোডাক্ট এর জন্য প্রমোশনাল ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। দর্শকদের জন্য আকর্ষণীয় প্রমোশনাল ভিডিও বানান তাহলে সহজেই নিজের প্রোডাক্টগুলো টিকটকের সাহায্য নিয়ে বিক্রয় করতে পারবেন।

পাশাপাশি আপনার কোন সার্ভিস থাকলে ভিডিওর মাধ্যমে গ্রাহকদের জানাতে পারেন। এতে করে দর্শকরা আপনার সার্ভিস সম্পর্কে জানতে পারবে এবং আপনি সার্ভিস দিয়ে তাদের থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জ নিয়ে আয় করতে পারবেন। 

৬. YouTube বা Instagram-এ ট্রাফিক পাঠানো

আপনি TikTok ব্যবহার করে আপনার YouTube চ্যানেল বা Instagram পেজে ভিউয়ার পাঠাতে পারেন। আর ইনস্টাগ্রাম এবং youtube চ্যানেলে ভিউয়ার বাড়লেই ইনকামের পরিমাণ বাড়তে থাকে। যার কারণে আপনি tiktok অ্যাপের সাহায্য নিয়ে ইউটিউব চ্যানেলে ভিউ বাড়িয়ে ইনকাম করতে পারছেন।

এই পদ্ধতিতে টিকটক থেকে ভিজিটর এনে youtube ও ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়। ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে ইনকাম করা সুযোগ রয়েছে। সেখানে আপনি মনিটাইজেশনের মাধ্যমে করতে পারবেন। আর টিকটককে ব্যবহার করে আপনি ভিজিটর সংখ্যা বাড়াতে পারেন।

ভিডিওর শেষে ইউটিউব চ্যানেল লিংক অথবা instagram লিংক ব্যবহার করুন। এছাড়াও চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল লিংক ব্যবহার করতে পারেন। এভাবে এই উপায়ে ট্রাফিক পাঠিয়ে ইউটিউব ও instagram থেকে আয় করা যায়। 

৭. টিকটক একাউন্ট বেচাকেনা

অনেক ব্র্যান্ড বা ব্যক্তি টিকটক একাউন্ট কিনতে চান, যেখানে আগে থেকেই প্রচুর ফলোয়ার রয়েছে। আপনি যদি এমন একাউন্ট তৈরি করতে পারেন, তাহলে সেটি বিক্রি করে প্রচুর অর্থ ইনকাম করতে পারেন। 

যেভাবে শুরু করবেনঃ

  • Tiktok প্রোফাইলে ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্য নিয়মিত ভিডিও আপলোড করুন
  • এমন একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন যেগুলো দ্রুত ভাইরাল হয় এবং দর্শকরা বেশি পছন্দ করে।
  • ইউনিক ভিডিও আপলোড করুন। কারণ নিজের বানানো ভিডিও আপলোড করলে দ্রুত ভিউস আসার সম্ভাবনা থাকে।
  • সর্বশেষ বলবো টিকটকে ফলোয়ার বাড়াতে থাকুন।
  • আর বেশি ফলোয়ার হয়ে গেলে সেই টিকটক একাউন্ট বিক্রি করে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার টাকা করুন। 

৮. ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে

ক্রাউড ফান্ডিং মানে হলো একাধিক ব্যক্তি ছোট ছোট অঙ্কের টাকা দিয়ে কাউকে সাহায্য করা, যাতে সে কোনো নির্দিষ্ট প্রজেক্ট, কনটেন্ট বা উদ্যোগ বাস্তবায়ন করতে পারে। এটি সাধারণত হয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।

এই উপায় অনুসরণ করে বর্তমানে tiktok কে অনেক কনটেন্ট ক্রিয়েটর তাদের ভিডিও প্রজেক্ট উন্নত করার জন্য ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দর্শকের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে।

এছাড়াও আপনারা চাইলে অন্যান্য ওয়েবসাইট থেকেও ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইট গুলো হলোঃ Kickstarter/Indiegogo ,Patreon ,Buy Me a Coffee  ,GoFundMe ,Ko-fi ইত্যাদি। যদি আপনার নির্দিষ্ট কোন প্রজেক্ট তৈরি করার ইচ্ছা থাকে তাহলেই এই উপায়ে টাকা সংগ্রহ করতে পারেন। 

৯. রেফারের মাধ্যমে টিকটক থেকে টাকা ইনকাম

আপনি কি জানেন টিকটক অ্যাপটি রেফার করে ইনকাম করা যায়। টিকটক অ্যাপ এ রেফার প্রোগ্রামে জয়েন হয়ে Tiktok Rewards থেকে ইনকাম করতে পারেন। আপনার রেফার লিংক থেকে কোন ব্যক্তি tiktok অ্যাপ এ নতুন জয়েন করলেই আপনি Tiktok Rewards পয়েন্ট পাবেন।

আরো পড়ুনঃ  ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার সেরা ১২টি উপায়

আর সেই পয়েন্ট থেকে টাকা ইনকাম করা যাবে।  তাই এখনই tiktok এর রেফার লিংক বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সহজেই আয় করুন। 

১০. Tiktok Shop থেকে ইনকাম

এটি একপ্রকার টিকটক এর প্রফেশনাল টুলস, এই টুলসটি ব্যবহার করে tiktok আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আপনার নিজের প্রোডাক্ট এর জন্য লিস্ট তৈরি করতে পারেন। এই অপশনটি বিজনেস একাউন্টে পরিচালনা করা যায়। যাদের টিকটক বিজনেস একাউন্ট রয়েছে তারা এই অপশনটি পাবেন। এই অপশনের সাহায্যে সহজেই এফিলিয়েট মার্কেটিং এর সাহায্য নিয়ে ইনকাম করতে পারেন। 

১১. Paid content এর মাধ্যমে

আপনার tiktok প্রোফাইলে সকল কনটেন্ট ফ্রিতে না দেখিয়ে তা পেইড কনটেন্ট বানিয়ে সাবস্ক্রিপশন আকারে বিক্রি করে আয় করতে পারেন। এখানে কিছু কনটেন্ট অবশ্যই প্রিমিয়াম রাখবেন। সবকিছু ফ্রি করার দরকার নেই, কিছু আকর্ষণীয় কন্টেন্ট প্রিমিয়াম রেখে দর্শকদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিবেন।

দর্শকরা যখন আপনার প্রিমিয়াম কনটেন্ট দেখতে চাইবে তখন অবশ্যই তাদের সাবস্ক্রিপশন ফি দিতে হবে, এভাবে প্রিমিয়াম কনটেন্ট বানিয়ে টিকটক থেকে ইনকাম করতে পারেন। 

১২. ওয়েবসাইটের ফ্রি ট্রাফিক বাড়িয়ে ইনকাম

আপনার একটি নিজের ওয়েবসাইট থাকলে সেখানে tiktok এর সাহায্য নিয়ে ট্রাফিক সংখ্যা বাড়াতে পারেন। আর আপনারা জানেন ওয়েবসাইটের ট্রাফিক থাকলে বেশি ইনকাম হয়।

tiktok একাউন্টে যদি আপনার লক্ষ লক্ষ ফলোয়ার থাকে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তাহলে সে ক্ষেত্রে আপনি ভিডিও বানিয়ে ভিডিও শেষে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন। এতে করে দর্শকরা টিকটক এর ভিডিও দেখে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারে।

এক্ষেত্রে অবশ্যই ভিডিও কনটেন্ট গুলো ওয়েবসাইট সম্পর্কিত হতে হবে। যদি আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করেন তাহলে টিকটক থেকে অনেক ভিজিটর নিজের ওয়েবসাইট আনতে পারবেন। এভাবে টিকটক থেকে সাহায্য নিয়ে আয় করা যায়। 

টিকটক থেকে ইনকাম বাড়ানোর ৭টি প্রো টিপস

  • ভিডিওতে ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করুন
  • ভিডিওর শুরুর ৩ সেকেন্ডে দর্শকের মনোযোগ আকর্ষণ করুন
  • ভিডিওতে অবশ্যই হ্যাশট্যাগ সঠিকভাবে ব্যবহার করুন
  • ভিডিও নিয়মিত আপলোড করুন (প্রতিদিন বা সপ্তাহে ৩–৪ বার)
  • ভিউয়ারদের কমেন্টে রেসপন্স করুন, এনগেজমেন্ট বাড়ান।
  • আর ইউনিক কোয়ালিটির ভিডিও তৈরি করুন
  • যদি ইউনিক ভিডিও তৈরি করতে পারেন তাহলে বেশি ভিউজ পাবেন, তাই সে ক্ষেত্রে নিজের তৈরি করা ভিডিও আপলোড করুন। 

আমাদের শেষ কথা

টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই সময় দিয়ে পরিশ্রম করে কাজ করতে হবে। যদি সঠিকভাবে টিকটকে সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে ফলোয়ার সংখ্যা বাড়াতে পারবেন এবং ফলোয়ার সংখ্যা বাড়লেই বিভিন্ন উপায়ে আয় করার সুযোগ আছে।

যা আর্টিকেলটিতে আলোচনা করে দেখিয়ে দিয়েছি। টিকটক এ নিজের তৈরি করা ভিডিও আপলোড করুন, তাহলে বেশি ভালো রেসপন্স পাবেন। কারণ কপি ভিডিওতে বেশি ভিউজ পাওয়া যায় না। তাই নিজে তৈরি করা ইউনিক ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন।

এতে করে আপনি মিলিয়ন ট্রাফিক পেতে পারেন এবং প্রচুর ফলোয়ার বাড়তে পারে। আশা করছি আপনাদের টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় গুলো ভালো লেগেছে। 

FAQs – টিকটক থেকে টাকা ইনকাম

টিকটক থেকে কত টাকা আয় করা যায়?

টিকটক থেকে আয় নির্ভর করে আপনার ফলোয়ার সংখ্যা, ভিডিওর ভিউ, এনগেজমেন্ট এবং আপনি কোন ইনকাম সোর্স ব্যবহার করছেন তার ওপর। কেউ কেউ মাসে হাজার টাকা আয় করেন, আবার কেউ কেউ লাখ টাকারও বেশি।

টিকটকে কীভাবে স্পন্সর পাওয়া যায়?

স্পন্সর পাওয়ার জন্য প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট নিসে (niche) মানসম্মত কনটেন্ট তৈরি করতে হবে। এরপর বিভিন্ন ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইনফ্লুয়েন্সার মার্কেটপ্লেসে জয়েন করতে পারেন যেমন: Collabstr, Influencity, Upfluence ইত্যাদি।

টিকটক লাইভ গিফট কিভাবে টাকা হয়?

যখন দর্শকরা আপনাকে লাইভে গিফট পাঠায়, তখন সেই ভার্চুয়াল কয়েন আপনি TikTok ওয়ালেট থেকে রিডিম করে রিয়েল মানিতে কনভার্ট করতে পারেন। এই টাকাটা Payoneer বা ব্যাংকের মাধ্যমে তোলা যায়।

Leave a Comment