সৌদি আরবের কোম্পানি নাম,ভিসা সৌদি আরবের সকল কোম্পানি নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের আর্টিকেলে তুলে ধরা হবে। সৌদি আরবে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যারা সৌদি আরবে গিয়ে কোম্পানিতে কাজ করতে চান তাদের অবশ্যই সৌদি আরবের সকল কোম্পানির নাম গুলো জেনে রাখতে হবে। আর্টিকেলটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন সৌদি আরবের কোম্পানির নাম গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নয়নশীল দেশ, এখানে বিশ্বের বৃহত্তম তেলের খনি রয়েছে। দেশটি অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত, সৌদি সরকার প্রতি বছর হাজার হাজার কর্মী দেশ বিদেশ থেকে কোম্পানিতে নিয়োগ দিচ্ছে। দেশটির অবকাঠামো নির্মাণ ও তথ্য প্রযুক্তির প্রসারে কোম্পানিগুলোতে প্রচুর লোক নিয়োগ দেয়া হচ্ছে। যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে কোম্পানি ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই সৌদি আরবের কোম্পানি নাম সম্পর্কে জেনে রাখতে হবে।
সৌদি আরবের কোম্পানি নাম
উন্নয়নশীল এই সৌদি আরব দেশটিতে বিভিন্ন ক্যাটাগরির কোম্পানি রয়েছে। যেমনঃ টেলিকমিউনিকেশন, কনস্ট্রাকশন কোম্পানি, আইটি কোম্পানি , ঔষধ কোম্পানি ,গ্যাস কোম্পানি ইত্যাদি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কোম্পানি সৌদি আরব দেশটিতে রয়েছে। যা আমরা আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুনঃ মেয়েদের পার্টটাইম জব আইডিয়া দেখুন
আরো পড়ুনঃ দুবাই কোন কাজে চাহিদা বেশি? ও বেতন বেশি
সৌদি আরবে কোম্পানির ভিসা নিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই সৌদি আরবের কোম্পানির নাম ভালোভাবে জেনে নিয়ে যেতে হবে, কারণ অনেক সময় ভিসা এজেন্সির দালালরা বিভিন্ন কোম্পানির নামে চাকরি অফার দেখিয়ে প্রতারণা করে থাকে। এজন্য আপনারা প্রথমে যদি সৌদি কোম্পানির নাম গুলো জেনে থাকেন তাহলে দালালদের দ্বারা প্রতারিত হবেন না।
আমরা এখন সেক্টর অনুযায়ী সৌদি আরবের কোম্পানি নাম গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। সৌদি আরবে বেশ কিছু জনপ্রিয় কোম্পানি রয়েছে যা প্রবাসীরা বেশি পছন্দ করে থাকে আমরা সেই নাম গুলো এখন জানাবো।
সৌদি আল-মারাই কোম্পানি
সৌদি আরবের বৃহত্তম ও জনপ্রিয় কোম্পানি হল আল- মারাই কোম্পানি। সৌদি আল-মারাই (Almarai) হলো সৌদি আরবের একটি বৃহৎ খাদ্য ও পানীয় কোম্পানি, যা দুধ, দুগ্ধজাত পণ্য, এবং অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করে। এই কোম্পানিতে শ্রমিকদের বেশি বেতন দেওয়া হয়ে থাকে।
আর কোম্পানিটি অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত। কোম্পানি ভিসা নিয়ে গেলে সৌদির এই কোম্পানিটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। কোম্পানিটিতে ৮ ঘন্টা ডিউটি করতে হয়, এক্সট্রা ইনকাম অথবা বেতন বাড়ানোর জন্য ওভারটাইম করার সুযোগ রয়েছে।
আপনি দুই ঘন্টা ওভারটাইম করে বেতন বাড়াতে পারবেন। এই কোম্পানিটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবের এই কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে। সৌদি আল মারাই কোম্পানিতে যে সকল পণ্য সমূহ উৎপাদন হয়ঃ
- দুগ্ধজাত পণ্যঃ দুধ, দই, পনির, ক্রিম ইত্যাদি।
- জুস ও পানীয়ঃ বিভিন্ন প্রকারের ফলের রস ও কোমল পানীয় বাজারজাত করা হয়।
- বেকারি পণ্যঃ কেক, পাউরুটি ইত্যাদি।
- শিশু খাদ্যঃ “নুরা” নামে একটি ব্র্যান্ডের অধীনে শিশুখাদ্য উৎপাদন করে থাকে।
কোম্পানিটির বার্ষিক আয় প্রচুর যার কারণে এই কোম্পানিতে জব করে আপনি বেশি বেতন পেতে পারেন।
সৌদি আল ইয়ামামা কোম্পানি
আল ইয়ামামা কোম্পানি (Al Yamama Company) সৌদি আরবের একটি বৃহৎ এবং বহুমুখী ব্যবসায়িক কোম্পানি। সৌদি আরবের এই কোম্পানিটি বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে। কোম্পানিতে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। সৌদি আল ইয়ামা কোম্পানি অবকাঠামো নির্মাণ , প্রকৌশল , বিদ্যুৎ উৎপাদন , কৃষি , শিল্প প্রকৌশল ইত্যাদি খাতে ব্যবসা করে থাকে।
এই সকল কাজগুলো সৌদি আল ইয়ামা কোম্পানিতে হয়ে থাকে। এই কোম্পানিতে চাকরি করলে ন্যূনতম বেতন ৫৫০ রিয়াল। কোম্পানিতে 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে হয়। এছাড়াও কোম্পানি থাকা খাওয়া ব্যবস্থা ও বিশেষ সুবিধা প্রদান করে থাকে। কোম্পানি ভিসা নিয়ে এই কোম্পানিতে চাকরি করলে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
সৌদি আল ইয়ামা কোম্পানিকে সৌদি আরবের নির্মাণ প্রকৌশল কোম্পানি বলা হয়ে থাকে। কারণ এই কোম্পানিটি নির্মাণ সম্পর্কিত সকল কাজগুলো করে থাকে। যেমনঃ রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামো কাজ, সেতু নির্মাণ , হাসপাতাল নির্মাণ ইত্যাদি।
সৌদি আরামকো কোম্পানি
সৌদি আরবের অন্যতম জনপ্রিয় তেল কোম্পানি হল সৌদি আরামকো কোম্পানি। এটি তেল কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে। এই কোম্পানিতে অয়েল সম্পর্কিত সকল কাজগুলো হয়ে থাকে। এই কোম্পানিতে কাজ করার জন্য বিশেষ অভিজ্ঞতা বা যোগ্যতার প্রয়োজন হয়। সৌদি আরামকো কোম্পানিতে প্রকৌশল , প্রযুক্তিবিদ ,ড্রিলিং ,তেল শোধনকারী শ্রমিক ,গবেষণা ইত্যাদি কাজগুলোতে শ্রমিক নিয়োগ দেয়া হয়ে থাকে।
আপনারা যারা উল্লেখিত কাজগুলোতে দক্ষ তারা চাইলে সৌদি আরবে আরামকো কোম্পানিতে গিয়ে চাকরি করতে পারেন। এই কোম্পানিতে অন্যান্য কোম্পানি থেকে একটু বেশি বেতন দেওয়া হয়ে থাকে। অভিজ্ঞতা থাকলে অধিক বেতনের চাকরি করতে পারবেন।
নেসমা এন্ড পার্টনারস কোম্পানি
সৌদি আরব দেশটির অর্থনৈতিক চাহিদা পূরণে নেসমা এন্ড পার্টনারস কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি আরবের এই কোম্পানিটিতে প্রতিবছর হাজার হাজার কর্মী নিয়োগ দেয়া হয়ে থাকে।
এই কোম্পানিতে ইলেকট্রিশিয়ান ,পাইপ লাইন কাজ, কনস্ট্রাকশন, ক্লিনিং বা ক্লিনার কাজ ইত্যাদি পদে চাকরি করতে পারবেন। সৌদি আরবের এই কোম্পানিটিতে একজন শ্রমিকের সর্বনিম্ন আনুমানিক বেতন ৯০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে। কোম্পানি ভিসা নিয়ে গেলে বেশি সুযোগ সুবিধা পাবেন।
সৌদি আরব বলদিয়া কোম্পানি
বলদিয়া কোম্পানি (Baladia Company) সৌদি আরবে মূলত পৌর ও সিটি পরিষেবা এবং উন্নয়ন কাজের জন্য ব্যবহৃত একটি সংস্থা। এই কোম্পানিটি অবকাঠামো নির্মাণ ও কনস্ট্রাকশন জনিত কাজগুলো করে থাকে। বিশেষ করে অবকাঠামো নির্মাণ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজে সাহায্য করে থাকে। সৌদি আরবের কোম্পানি নাম সমূহের মধ্যে বলদিয়া সংস্থাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
এই কোম্পানিটি শহর অঞ্চলের উন্নয়নে কাজ করে থাকে। মূলত কোম্পানি থেকে উন্নয়ন সম্পর্কিত কাজ করলে করা হয়। এই কোম্পানিতে আপনারা চাকরি করতে পারেন, এখানে প্রতিদিন ৮ ঘন্টা কাজ করতে হয়। আর মাস শেষে বেসিক স্যালারি পাবেন।
সৌদি আল জাজিরা পেইন্টস কোম্পানি
সৌদি আরবের কোম্পানি নাম এর লিস্টে সৌদি আল জাজিরা কোম্পানিকে আমরা রেখেছি। কারণ এই কোম্পানিটি সৌদি আরবের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় পেইন্ট ও কোটিংস উৎপাদক কোম্পানি। এই কোম্পানিটি পেইন্টস জনিত কাজগুলো করে থাকে।
বিশেষ করে বিল্ডিং রং করা, বিল্ডিং ডেকোরেট করা , বিল্ডিং এর ডিজাইন করা, অবকাঠামো নির্মাণ ডিজাইন করা ইত্যাদি সেক্টরে কাজ করে থাকে । এই কোম্পানিতে কাজ করে বেশি বেতন পেতে পারেন। এখানে ৮ ঘন্টা ডিউটি ও দুই ঘন্টা ওভারটাইম করার সুযোগ সুবিধা পাবেন।
সৌদি আরবের কোম্পানি ক্যাটাগোরি বা প্রকারভেদ
সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির কোম্পানি রয়েছে। আমরা প্রতিটি ক্যাটাগরির কোম্পানির মধ্যে থেকে জনপ্রিয় দশটি কোম্পানির নাম গুলো তুলে ধরব।
- সৌদি আরব কনস্ট্রাকশন কোম্পানি
- সৌদি আইটি কোম্পানি
- সৌদি টেলিকমিনেশন কোম্পানি
- সৌদি মেডিকেল কোম্পানি
- সৌদি গ্যাস কোম্পানি
- স্টিল ও ফেব্রিক্স কোম্পানি
- ক্লিনিং কোম্পানি
- তেল কোম্পানি
- সৌদি ভোগ্যপণ্য কোম্পানি
- মেডিসিন কোম্পানি
সৌদি আরবের তেল কোম্পানি নাম
আমরা এই অংশে সৌদি আরবের জনপ্রিয় তেল কোম্পানি নামগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। সৌদি আরবের তেল কোম্পানির নাম নিম্নে দেওয়া হলঃ
- চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (CNPC)
- সৌদি আরামকো (Saudi Aramco)
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (SABIC)
- পেট্রো রাবিঘ (Petro Rabigh)
- ইয়ানবু অ্যারামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি
- সৌদি অ্যারামকো জিডি
- লুবরেফ (Luberef)
- আরবিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি
- সৌদি কায়ান
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
সৌদি আরবের আইটি কোম্পানি
- ইএ জুফালী অ্যান্ড ব্রাদার্স
- ইন্টিগ্রেটেড টেলিকম কোম্পানি
- 2Share Emerging Technology Holding Co
- উইপ্রো লিমিটেড
- Achevx
- Starways তথ্য প্রযুক্তি
- অ্যাকুয়েটিভ
- Nomd টেকনোলজিস
- আরকান ইন্টিগ্রেটেড সলিউশন
- নেটওয়ার্ক এবং সিস্টেম ইন্টিগ্রেশন
- সৌদি তথ্য প্রযুক্তি কোম্পানি লিমিটেড
- নেটওয়ার্ক এবং সিস্টেম ইন্টিগ্রেশন
সৌদি আরবের টেলিকমিউনিকেশন কোম্পানি নাম
- Abdullah Al Othaim Markets
- STC Group
- Saudi Telecom Company (STC)
- Mobily
- STC Solutions
- Zain KSA
- Haraj
- Elm
- Careem
- Noon
সৌদি আরবের নিয়োগ কোম্পানি
- Al Jehat Company (JATCO)
- International Hospitals Recruitment
- Saudi Intelligent Solutions – SIS
- Jobskey Consultant
- Manpower Services Company (ESAD)
- Saudi Manpower Solutions Co
- Talent Dimensions Consulting – TDC
- Virtual Vision Solution
- Deutsche Recruiting
- ERAM Engineering
- Across the Globe for International
- Addar Group
- Core Team Global
- Retaj Tech & HR
- JAL Human Resources Company
- Industrial & Management Technology
- Jaddarah Workforce Company
সৌদি আরবের স্টিল ও ফেব্রিক্স কোম্পানি নাম
সৌদি আরবের কোম্পানি নাম-স্টিল ও ফেব্রিক্স ক্ষেত্রে নিম্ন তুলে ধরা হলোঃ
- Zamil Steel Holding Co. Ltd
- Attieh Steel
- Hi-Tech Steel Industries LLC
- Gulf Specialized Works
- Al Jazera Factories for Steel Products
- Arabian International Company (AIC)
- Metal fasteners
- Saudi Steel Pipe Com
- Amazed Industries
সৌদি আরবের মেডিসিন কোম্পানি নাম
- Zafar Pharmaceuticals Company
- Saudi Pharmaceutical Industries Company
- Al-Mojah Pharmaceutical Company
- Ibn Sina National Pharmaceutical Company
- RIM Pharmaceuticals Company
- National Pharmaceutical Industries Company
- United Pharmaceutical Company
- Saudi Advanced Pharmaceutical Company
- Al-Raji Pharmaceutical Company
- Tabuk Pharmaceutical Manufacturing Company
সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানি নাম
- Arabian International Company for Power and Water Projects
- Al-Rajji Company
- Saudi Bin Laden Group
- Haji Abdullah Alireza & Co. Ltd.
- Al-Motaheda
- Al-Khodari Group
- Arabian Construction Company
- Binladin Contracting Group
সৌদি আরবের মেডিকেল কোম্পানি
ক্রমিক নং | মেডিকেল কোম্পানি নাম |
১ | সালাম টেক মেডিকেল সেন্টার |
২ | অ্যাডাল্ট এন্ড চাইল্ড থেরাপি সেন্টার |
৩ | এক্টা ফার্মা |
৪ | আল আহ্সা হাসপাতাল |
৫ | দাল্লা হসপিটাল |
৬ | আল মারফা মেডিকেল |
৭ | সুলায়মান আল হাবিব মেডিকেল সার্ভিস গ্রুপ |
৮ | ব্যাক কোম্প্ফোর্ট |
৯ | ন্যাশনাল মেডিকেল কেয়ার কোম্পানি |
সৌদি আরবের আর্কিটেকচার কোম্পানি তালিকা
- Omrania
- INJ Architects
- Al Ashwela Engineering Com
- Architectural Door Factory
- Dewan Architects + Engineers
- RH Design for Engineering Designs
সৌদি আরবের শিক্ষা বিষয়ক কোম্পানির নাম
- National Company for Learning and Education
- Tatweer Education Holding Company
- Al Khaleej Training and Education Company
- Aanaab-
- Tatweer Transportation Services
- Tecnical and future education
সৌদি আরবের সকল কোম্পানি নাম ও তালিকা
আমরা এখন ৮০+ সৌদি আরবের কোম্পানি নাম গুলো তুলে ধরব, মূলত এখন সৌদি আরবের সকল কোম্পানিগুলোর নাম একত্র ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব।
কোম্পানি নাম | কোম্পানি নাম | কোম্পানি নাম | কোম্পানি নাম |
Yamama Cement Company | National Gas & Industerialization Company | National Building and Marketing Company | National Gas & Industerialization Company |
SABIC Agri Nutrients Company | Knowledge Economic City | Eastern Province Cement Company | Riyadh Cement Company |
Al Rajhi Company | Alkhorayef Water & Power Technologies | National Company | Alinma Bank |
Kingdom Holding Company | Saudi Pharmaceutical Industries | Saudi Ceramic Company | City Cement Company |
Middle East Healthcare Company | The National Agricultural Development Company | Herfy Food Services Company | Saudi Chemical Holding Company |
Najran Cement Company | Dur Hospitality Company | Saudi Automotive Services Company | Middle East Company |
Saudi Public Transport Company | Saudi Al Yamama Company | Saudi Industrial Investment Group | Saudi Research and Media Group |
Saudi Al Jazeera Company | Savola Group Company | Dallah Healthcare Company | The National Shipping Company |
Dar Al Arkan Real Estate Development Company | Advanced Petrochemical Company | Makkah Construction & Development Company | The Company for Cooperative Insurance |
Abdullah Al-Othaim Markets Company | Rabigh Refining and Petrochemical Company | Emaar The Economic City | Sahara International Petrochemical Company |
National Petrochemical Company | Yanbu National Petrochemical Company | Bupa Arabia for Cooperative Insurance Company | Saudi Kayan Petrochemical Company |
Mouwasat Medical Services Company | Etihad Etisalat Company | Almarai Company | Arab National Bank |
Banque Saudi Fransi | Jabal Omar Development Company | Jarir Marketing Company | The Saudi Investment Bank |
Saudi Cement Company | Saudia Dairy & Foodstuff Company | Bin Dawood Holding Company | Qassim Cement Company |
লেখকের শেষ কথা
আজকের পুরো আর্টিকেলে সৌদি আরবের কোম্পানি নাম ও সৌদি আরবের সকল কোম্পানির নাম গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি। আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন কোম্পানি চাকরি করার উদ্দেশ্যে যেতে চান তারা আর্টিকেলটি ভালো করে পড়ে কোম্পানি নামগুলো জেনে নিন। এতে করে আপনারা সহজেই কোম্পানিগুলো খুঁজে পাবেন এবং সেখানে গিয়ে চাকরি করতে পারবেন।
FAQs
সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি হলো সৌদি আরামকো কোম্পানি।
সৌদি আরামকো সৌদি আরবের সবচেয়ে ধনী কোম্পানি।
পেট্রোলিয়ামসৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি কোনটি?
সৌদি আরবের সবচেয়ে ধনী কোম্পানি কোনটি?
সৌদি আরব কোন শিল্পের জন্য বিখ্যাত?