Terms and Privacy Policy

উদ্ভাস আইটি নীতিমালা

উদ্ভাস আইটি ব্লগটি মূলত সমকালীন অনলাইন ইনকাম বিষয় ভিত্তিক ও তথ্য-প্রযুক্তি বিষয়ক টিপস এবং ট্রিকস নিয়ে কাজ করে থাকে। শুধুমাত্র নিজে জানার মধ্যে কোন স্বার্থকতা নেই। বরং নিজে নতুন কিছু জানলে তা সবার সাথে শেয়ার  করার মাধ্যেই পূর্নতৃপ্তী! এই সাইটটি মূলত প্রত্যেককে সহযোগীতা করার উদ্দেশ্যে তৈরী। প্রত্যেকে নতুন কিছু জেনে থাকলে একে অপরকে জানানোর চেষ্টা করবেন। নিম্নলিখিত স্বল্প কিছু বিষয় খেয়াল রেখে পোস্ট ও মন্তব্য করার নির্দেশ দেয়া হলঃ

১.পোস্টের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং পোস্টে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে। অহেতুক বাংলা ইনংরেজি মিশ্রিত পোস্ট করা যাবে না।  ইংরেজি ভাষায় পোস্ট করা যাবে কিন্তু অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না। অভ্র ইউনিকোড ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।

১.০.১ পোস্টে যেহেতু অনলাইন ইনকাম বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে, সেক্ষেত্রে অনলাইন ইনকামের প্রতিটি অ্যাপ গুলোতে কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিবেন। অনলাইন ইনকাম অ্যাপ গুলো যাচাই-বাছাই করার জন্য রিভিউ দেখবেন এবং রিভিউ ভালো হলে তারপর কাজ করতে পারেন। 

১.০.২ টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।

১.০.৩ সকলেই আপনারা উদ্বাস আইটি ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্টে কোন ধরনের গালাগালি বা অহেতুক কথাবার্তা বলবেন না। শুধু মাত্র আপনার সমস্যা ও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ভালোভাবে জানাতে পারেন। আমরা শীঘ্রই আপনার কমেন্টের উত্তর জানানোর চেষ্টা করব।