মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম করার জন্য অনেকগুলো বৈধ উপায় আছে। আর আর্টিকেলে আমরা সেই বৈধ উপায় গুলোই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বর্তমান সময়ে অনেকেই মোবাইলে টাইপিং করে বিভিন্নভাবে টাকা ইনকাম করে থাকছে, আপনিও চাইলে বিভিন্ন সাইট ব্যবহার করে সেখানে বাংলা টাইপিং জব করে আয় করতে পারেন।
মোবাইলে টাইপিং করে ইনকাম করার উপায় গুলো জানতে হলে আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন। প্রতিটি অংশ আমরা টাইপিং জব সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনি ধারণা নিয়ে বিভিন্ন সাইট থেকে আয় করতে পারবেন। টাইপিং জব করে আয় করতে হলে অবশ্যই টাইপিং স্পিড ভালো হতে হবে। যদি আপনার লেখালেখি করার স্পিড ভালো হয়ে থাকে তাহলে আপনি টাইপিং করে বিভিন্নভাবে আয় করতে পারবেন।
মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম
অনেকে আমরা মোবাইল ব্যবহার করে ইনকাম করতে চেয়ে থাকি, তবে সঠিক উপায় খুঁজে না পাওয়ার কারণে অনলাইন থেকে সহজে আয় করতে পারি না। তবে চিন্তিত হবেন না, আর্টিকেলে আমরা অনলাইনে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় তুলে ধরার চেষ্টা করব।
বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করে অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় হলো টাইপিং জব। টাইপিং জব মোবাইলেই করা যায়, যদি আপনি টাইপিং করতে জানেন তাহলে মোবাইলের কিবোর্ড ব্যবহার করে বাংলা আর্টিকেল রাইটিং করে অথবা ইংলিশ টাইপিং করে ইনকাম করতে পারেন।
মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম করার বেশ কিছু জনপ্রিয় উপায় রয়েছে। পাশাপাশি কিছু সাইট রয়েছে যেগুলো ব্যবহার করে টাইপিং জব করার মাধ্যমে আয় করতে পারেন। নিচে কিছু বিশ্বস্ত এবং কার্যকর উপায় তুলে ধরা হলো, যেগুলোর মাধ্যমে আপনি টাইপিংয়ের কাজ করে আয় করতে পারেনঃ
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম টাইপিং জব সাইট
ফ্রিল্যান্সিং সাইটে টাইপিং, কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি ইত্যাদি কাজ করে সহজেই ইনকাম করা যায়। এই কাজগুলো করার জন্য টাইপিং এর দক্ষতা থাকতে হবে। তাছাড়াও ফ্রিল্যান্সিং সাইটে জব করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়।
আরো পড়ুনঃ কোন সফটওয়্যার দিয়ে আয় করা যায় জানুন
আরো পড়ুনঃ গেম খেলে আয় করার অ্যাপ
সেই দক্ষতা হলো ফ্রিল্যান্সিং কাজের দক্ষতা। টাইপিং জব করার জন্য ফ্রিল্যান্সিংয়ের কনটেন্ট রাইটিং , ডাটা এন্ট্রি , ক্যাপচা এন্ট্রি ইত্যাদি কাজগুলোতে দক্ষতা অর্জন করতে হবে তাহলেই টাইপিং জব করে ফ্রিল্যান্সিং সাইট থেকে আয় করতে পারবেন। টাইপিং জব করার ফ্রিল্যান্সিং বিশ্বস্ত সাইটগুলো হলঃ
- Upwork
- Fiverr
- Freelancer
- PeoplePerHour
- Toptal
উল্লেখিত সাইটে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন করুন এবং টাইপিং জব করতে চাইলে টাইপিং জবের জন্য খোঁজ করুন। এই প্লাটফর্ম গুলো খুবই বিশ্বস্ত, প্রায় বহু বছর ধরে এই প্লাটফর্ম গুলো বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে। আপনি এখানে টাইপিং জব করে সহজেই মোবাইল দিয়ে আয় করতে পারবেন।
ফ্রিল্যান্সিং সাইটে টাইপিং জবে কাজের ধরনঃ
- ডেটা এন্ট্রি
- কন্টেন্ট রাইটিং
- টাইপিং জব (ইমেজ থেকে লেখা টাইপ করা)
- কনভার্টিং PDF টু Word
পেমেন্ট সিস্টেম
- ব্যাংক ট্রান্সফার
- PayPal
- Payoneer
উল্লেখিত পেমেন্ট পদ্ধতিতে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে পেমেন্ট নিতে পারবেন। তাই ফ্রিল্যান্সিং প্লাটফর্মে কাজ করার পূর্বে সর্বপ্রথম পেমেন্ট পদ্ধতি গুলো সেটআপ করে রাখুন।
কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল টাইপিং জব
যদি টাইপিংয়ে দক্ষ হন এবং ভালো কন্টেন্ট লিখতে পারেন, তবে ব্লগ বা ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। এই টাইপিং জবটি বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করছে। যদি আপনার আর্টিকেল লেখার পরিপূর্ণ দক্ষতা থাকে তাহলেই এই আর্টিকেল রাইটিং জব করে আপনি অনলাইন থেকে প্রচুর অর্থ আয় করতে পারবেন।
আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রাইটিং হল একপ্রকার টাইপিং জব। টাইপিং করে আর্টিকেল লিখতে হয়। আপনি চাইলে মোবাইল ব্যবহার করে অথবা কম্পিউটার ব্যবহার করেই টাইপিং করতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী ইচ্ছা মতো ডিভাইস ব্যবহার করে টাইপিং করুন এবং ঘরে বসে ইনকাম করুন। নিম্নে আর্টিকেল টাইপিং জব করার ওয়েবসাইটের তালিকা তুলে ধরা হলোঃ
- WriterAccess
- iWriter
- ContentMart
- Textbroker
- Fiverr app
টাইপিং করে ইনকাম করার মাইক্রো জবস সাইট
প্রিয় বন্ধুরা ঘরে বসে মোবাইল ব্যবহার করে অযথা সময় নষ্ট না করে, সেই মোবাইলটি ব্যবহার করেই বিভিন্ন মাইক্রো জব সাইটে কিছু সময় দিয়ে কাজ করে ইনকাম করতে পারেন। মাইক্রো জবস সাইটগুলোতে ছোট ছোট টাইপিং কাজ করে ইনকাম করা যায়।
তাই আপনারা সময় নষ্ট না করে মাইক্রো জব সাইটে ছোট ছোট টাইপিং করার কাজগুলো করুন, দেখবেন কিছুটা হলেও আয় করতে পারছেন। তাই বলবো অযথা সময় নষ্ট না করে টাইপিং করার মাধ্যমে আয় করুন। টাইপিং করে ইনকাম করার বিশ্বস্ত মাইক্রো জবস সাইটের তালিকাঃ
- Remotasks
- Clickworker
- Amazon Mechanical Turk (MTurk)
- Microworkers
অনলাইন সার্ভে ও ক্যাপচা টাইপিং
বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ক্যাপচা টাইপিং করে অথবা অনলাইন সার্ভে করার মাধ্যমে আয় করা যায়। ক্যাপচা টাইপিং সাইটগুলো ক্যাপচা পূরণ করার মাধ্যমে টাকা প্রদান করে থাকে।
এছাড়াও সার্ভে করার সাইটে বিভিন্ন সার্ভের উত্তর লেখালেখি করে আয় করতে পারেন। দুটি কাজেই টাইপিং করতে হয়। তবে এই কাজগুলো থেকে খুব একটা বেশি আয় করা সম্ভব নয়, আপনি খুব কম পরিমাণে এই ধরনের সাইট থেকে আয় করতে পারবেন।
বর্তমানে অনেকেই ক্যাপচা টাইপিং জব করে অনলাইনে থেকে টাকা উপার্জন করছে। তাই আপনিও অযথা মোবাইলে গেম খেলে সময় নষ্ট না করে, ক্যাপচার টাইপিং করে বিভিন্ন সাইট থেকে কিছু টাকা ইনকাম করুন। নিম্নে সাইট গুলোর তালিকা তুলে ধরোঃ
- 2Captcha
- CaptchaTypers
- Kolotibablo
ডেটা এন্ট্রি টাইপিং জব
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সাইটে ডাটা এন্ট্রির কাজ করে টাকা ইনকাম করতে পারেন। ডেটা এন্ট্রি কাজগুলোতে বিভিন্ন ধরনের তথ্য টাইপ করতে হয়। এটি সহজ একটি কাজ এবং মোবাইল দিয়েও করা যায়। যেকোনো ব্যক্তি সামান্য একটু ইন্টারনেটে দক্ষতা থাকলেই ডাটা এন্ট্রি টাইপিং জব করে ইনকাম করতে পারবে।
কাজটি সহজেই ফ্রিল্যান্সিং প্লাটফর্মে খুঁজে পেতে পারেন, এজন্য প্রায় সকলেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে রাখুন এবং ডেটা এন্ট্রি টাইপিং কাজটির খোঁজ করুন। নিম্নে ডাটা এন্ট্রি টাইপিং কাজের সাইটের তালিকা তুলে ধরা হলোঃ
- DionData Solutions
- Teramind
- Axion Data
- SmartCrowd
- upwork
- Freelancer.com
অনলাইন ট্রান্সক্রিপশন জব
যারা দ্রুত টাইপ করতে পারেন তারা অডিও বা ভিডিও ফাইলকে লেখা আকারে রূপান্তর করার কাজ করতে পারেন। এই কাজটি করা খুবই সোজা, মোবাইল দিয়েই বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এই ট্রান্সক্রিপশন টাইপিং জবটি করতে পারেন।
বিভিন্ন অডিও ও ভিডিও ফাইল শুনে, দেখে টাইপিং করে লেখাতে রূপান্তর করার কাজ করতে পারেন। এখানে আপনাকে দ্রুত টাইপিং করতে হবে, তাহলে এই কাজটি করে সাকসেসফুল হতে পারবেন। অনলাইন ট্রান্সক্রিপশন জব করার সাইটঃ
- GoTranscript
- Scribie
- Rev
- TranscribeMe
নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট চালিয়ে আয়
আপনার টাইপিং দক্ষতা ব্যবহার করে নিজের ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারেন। Google AdSense এবং অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে আয় করা সম্ভব। কিছু টাকা খরচ করে ব্লগিং সাইট তৈরি করুন এবং সেখানে নিয়মিত কনটেন্ট টাইপিং করে গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন।
পাশাপাশি অন্যান্য বিজ্ঞাপন দেখানোর প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে ব্লগিং সাইট থেকে আয় করতে পারেন। তাই এছাড়াও নিজস্ব ব্লগিং ওয়েবসাইট থাকলে সেখানে এফিলিয়েট মার্কেটিং , কনটেন্ট মার্কেটিং , প্রোডাক্ট প্রমোশন ইত্যাদি কাজগুলো করে আয় করতে পারেন।
মোবাইল অ্যাপস দিয়ে টাইপিং করে ইনকাম
কিছু অ্যাপ আছে যেগুলোতে টাইপিং বা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে ইনকাম করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই টাইপিং দক্ষতা এবং কনটেন্ট রাইটিং দক্ষতা এর প্রয়োজন হবে। মূল কথা হলেও কনটেন্ট রাইটিং করতে জানলেই টাইপিং করে আপনি বিভিন্ন সাইট ও অ্যাপস থেকে আয় করতে পারবেন। নিম্নে অ্যাপস গুলোর তালিকা তুলে ধরা হলোঃ
- ySense
- Field Agent
- Userfeel
- Gigwalk
গুরুত্বপূর্ণ টিপস
- যেকোন ধরনের সাইটে কাজ করা থেকে বিরত থাকুন। আর অবশ্যই স্ক্যাম সাইট এড়িয়ে চলুন।
- ফ্রিল্যান্সিং সাইটে নিজের প্রোফাইল বা গিগ তৈরি করার সময় দক্ষতা সম্পর্কে ভালোভাবে উল্লেখ করুন।
- টাইপিং কাজ পাওয়ার পর সময় মত কাজ ডেলিভারি দিন।
- সঠিকভাবে পেমেন্ট মেথড সেটআপ করুন।
- মোবাইলে অথবা কম্পিউটারে টাইপিং স্পিড বানানোর জন্য নিয়মিত টাইপিং প্র্যাকটিস করুন।
অনলাইন টাইপিং জব বাংলাদেশ
বাংলাদেশের বিভিন্ন ধরনের সাইট ব্যবহার করে মোবাইলে টাইপিং করে ইনকাম করতে পারেন। বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে টাইপিং জব অফার করে থাকে। এছাড়াও সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে টাইপিং করার কাজ গুলো করতে পারেন।
বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন টাইপিং জব দিয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টারে প্রশ্নপত্র তৈরি , প্রশ্ন বানানো ও অন্যানুষঙ্গিক টাইপিং করার কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোচিং সেন্টারে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।
তাহলে টাইপিং জবটি পাবেন। পাশাপাশি অনলাইনে বিভিন্ন সাইটে টাইপিং জবের খোঁজ করতে পারেন। বর্তমান সময়ে জব খোঁজার অন্যতম বাংলাদেশী প্লাটফর্ম হল বিডি জব ডট কম।
এখানে আপনার পছন্দমত যেকোনো ধরনের জব এর জন্য আবেদন করতে পারেন। প্রতিদিন বিভিন্ন ধরনের জব পোস্ট করা হয়ে থাকে এই সাইটটিতে। টাইপিং জব অর্থাৎ ডাটা এন্ট্রি জব সহ অন্যান্য টাইপিং কাজগুলো পাওয়ার জন্য bdjobs.com এ খোঁজ করুন।
বাংলা টাইপিং জব সাইট – মোবাইল দিয়ে টাইপিং জব
বাংলা আর্টিকেল টাইপিং করার দক্ষ থাকলে বাংলা টাইপিং জব করে বিভিন্ন সাইট থেকে আয় করতে পারেন। বাংলাদেশে টাইপিং করে ইনকাম করার বিভিন্ন ধরনের বাংলাদেশি টাইপিং জব সাইট রয়েছে। যেখানে কনটেন্ট টাইপিং করে ইনকাম করা যায়।
বাংলা কনটেন্ট টাইপিং করে ইনকাম করতে হলে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হয়। কনটেন্ট রাইটিং কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত ইউটিউবের মাধ্যমে জেনে নিতে পারেন। বাংলা টাইপিং জব করে আপনি প্রতি মাসে কমপক্ষে ১৫ থেকে ২৫ হাজার টাকা উপার্জন করতে পারবেন।
তবে ক্ষেত্রে আর্টিকেল লেখার বিশেষ দক্ষতা থাকতে হবে, তাহলেই বেশি টাকা উপার্জন করতে পারবেন। পাশাপাশি যত বেশি কন্টেন্ট টাইপিং করে লিখতে পারবেন তত বেশি সেই সাইটগুলোতে আর্টিকেল জমা দিয়ে আয় করতে পারবেন। নিম্নে বাংলা টাইপিং জব সাইট এর তালিকা দেওয়া হলোঃ
- অর্ডিনারি আইটি
- Trickbd
- হতভাগা ডটকম
- ওয়ার্কআপ জব
- টেকনিক্যাল কেয়ার বিডি
উল্লেখিত সাইটে বাংলা টাইপিং করে টাকা ইনকাম করতে পারেন। তাদের ওয়েবসাইটে টাইপিং জব করার জন্য যোগাযোগ করুন। বিশেষ কিছু নীতিমালা রয়েছে সেগুলো পড়ে নিবেন। আর টাইপিং করে ইনকাম করুন।
শেষ কথা
মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম করার সাইট ও উপায় সম্পর্কে আর্টিকেলটিতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন তারা ইতিমধ্যেই টাইপিং করে ইনকাম করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। পাশাপাশি টাইপিং জব সাইট সম্পর্কে জানতে পেরেছেন।
বন্ধুরা আপনি কোন প্ল্যাটফর্মের জন্য আগ্রহী? ফ্রিল্যান্সিং নিয়ে বিস্তারিত গাইড প্রয়োজন হলে আমাদের জানাতে পারেন। আমরা খুব দ্রুতই রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আর অনলাইন ইনকাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করুন। আমরা প্রতিনিয়ত অনলাইন ইনকাম সম্পর্কে তথ্য প্রকাশ করে থাকি।
একটা কথা শুনে রাখুন অনলাইন থেকে ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হয়। আর যেকোনো ধরনের সাইটে কাজ করার পূর্বে সেই সাইটের রিভিউ এবং ফিডব্যাক দেখে নিতে হয়। অযথা যেকোন সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না, বিশ্বস্ত সাইটগুলোতে কাজ করুন সহজেই অনলাইন থেকে উপার্জন করতে পারবেন।